টুকরো খবর
তিস্তা প্রকল্পকে স্বাগত জানানোর সিদ্ধান্ত
তিস্তা প্রকল্প রূপায়ণে সরকারি উদ্যোগকে স্বাগত জানাবে জাতীয়তাবাদী শ্রমিক সংগঠন স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ ফেডারেশন। বৃহস্পতিবার জলপাইগুড়িতে ফেডারেশনের কনভেনশন হয়। সেখানেই তা জানান সংগঠনের রাজ্য সভাপতি মনোজ চক্রবর্তী। প্রকল্পের দুর্নীতি নিয়েও সরব হন তিনি। মনোজবাবু বলেন, “তিস্তা প্রকল্প রূপায়ণে জোর দেওয়া হয়েছে। সম্প্রতি বাঁ হাতি খালে জল ছাড়া হয়েছে। যদিও জল ছাড়ার পরেই ক্যানেলের বিভিন্ন অংশ ভেঙে পড়েছে। তা প্রমাণ করে তিস্তা প্রকল্প এতদিন দুর্নীতির বড় কেন্দ্রে পরিণত হয়েছিল।” সম্প্রতি প্রকল্পটিকে দ্রুত রূপায়িত করতে প্রকল্পের সদর দফতর কলকাতা থেকে সরিয়ে উত্তরবঙ্গে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রয়োজনে কলকাতা দফতরের কর্মীদেরও বদলি হয়ে উত্তরবঙ্গে যেতে হবে। সরকারের ওই সিদ্ধান্তে তারা বাধা হবে না বলে জাতীয়তাবাদী শ্রমিক জানিয়েছে। মনোজবাবু অভিযোগ করেন, তিস্তা প্রকল্পের একাংশ শীর্ষ আধিকারিক রাজনৈতিক প্রশ্রয়ে বছরের পর বছর পদ আকড়ে থাকলেও প্রকল্পের কাজে কোনও অগ্রগতি হয়নি। প্রকল্প শুরুর সময়ে যে অর্থ খরচের হিসেব তৈরি করা হয়েছিল গত চার দশকে তার অন্তত পাঁচগুন বেশি অর্থ খরচ হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে। ফেডারেশনের সভাপতি বলেন, “তিস্তা ক্যানালে জলের পরিবর্তে ঢালাও অর্থ গড়িযে গিয়েছে, অথচ গরিব কৃষকরা জল পায়নি। যে উদ্দেশ্যে প্রকল্প তৈরি হয়েছিল সেই উদ্দেশ্যই ব্যর্থ হয়েছে।” সংগঠনের তরফে জানানো হয়েছে, প্রবীণ ও অসুস্থ কর্মীদের উত্তরবঙ্গে বদলি করা হবে না বলেও রাজ্য সরকার আশ্বাস দিয়েছে। উত্তরবঙ্গের অর্থনীতির স্বার্থেই সরকারের সিদ্ধান্তে একমত পোষণ করা হয়েছে বলে সংগঠন নের্তৃত্বের দাবি।

মেয়রকে দাবি
কর্মীদের একাংশের প্রভিডেন্ট ফান্ডের টাকা ঠিক মতো জমা না-হওয়া, কিছু ঠিকা কর্মীর কাজ অন্যায় ভাবে বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলল শিলিগুড়ি পুর কর্মচারী কংগ্রেস। বৃহস্পতিবার মেয়রকে স্মারকলিপি দিয়ে তারা ওই অভিযোগ জানান। ৮-১০ ফেব্রুয়ারি তারা পুরসভার সামনে টিফিনের সময় বিক্ষোভ অবস্থান করেন। ১৩ ফেব্রুয়ারি থেকে রিলে অনশন শুরু হয়। এ দিন মেয়র গঙ্গোত্রী দত্ত তাঁদের আলোচনায় ডাকেন। আন্দোলনকারীদের অভিযোগ, অনেক পুরকর্মীর পিএফ ঠিক মতো জমা পড়ছে না। অন্যায়ভাবে কিছু ঠিকা কর্মীকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। ১০ বছরের বেশি সময় ধরে যাঁরা কাজ করছেন তাঁদের মাসে ৬ হাজার ৬০০ টাকা করে দেওয়া, মৃতের পোষ্যের দ্রুত চাকরির দাবিও জানান তাঁরা। ১৬ নম্বর ওয়ার্ডের এক কর্মীকে অন্যায় ভাবে অন্যত্র সরিয়ে দেওয়ার অভিযোগ তোলেন। তা ছাড়া ‘সিনিয়র’ কর্মীদের পদোন্নতির বিষয়টি নিশ্চিত করার দাবি জানান। দাবি প্রসঙ্গে মেয়র বলেন, “৬ হাজার ৬০০ টাকা হারে বেতনের বিষয়টি তিনি মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন। প্রভিডেন্ট ফান্ডের টাকা যাতে ঠিক মতো জমা পড়ে তা দেখা হবে। পদোন্নতি নিয়ম মেনেই হবে।” পুরসভার নিয়ম মেনে বেলা দেড়টা থেকে ২ টা পর্যন্ত টিফিনের সময়। এ দিন আন্দোলন মঞ্চে বিধায়ক শঙ্কর মালাকার-সহ অনেকে বক্তব্য রাখেন। সংগঠনের অনেক সদস্য টিফিনের পরও কাজ বাদ দিয়ে সামিল হন বলে অভিযোগ। আইএনটিইউসি জেলা সভাপতি অলোক চক্রবর্তী বলেন, ‘‘টিফিনের সময়ই কর্মীরা আন্দোলনে সামিল হন। নেতারা যাঁরা কাজের সময় উপস্থিত হন তাঁরা অর্ধ দিবস ছুটি নিয়েছেন।”

ব্যবসায়ীর দেহ উদ্ধার
বিয়ে ঠিক হওয়ার ছদিনের মাথায় ব্যবসায়ী যুবকের অপমৃত্যু হয়েছে। বুধবার রাতে রাজগঞ্জ থানার কুকুরজান অঞ্চলের সাতকামার গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, মৃতের নাম জগদীশচন্দ্র রায় (২৯)। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পাকুরগাছ থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তিনি একজন পোলট্রি ফার্ম ব্যবসায়ী ছিলেন। এলাকায় তার তিনটি বড় পোলট্রি ফার্ম রয়েছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, গত শুক্রবার পানিকৌড়ি অঞ্চলের ফাটাপুকুরের কাছে ঠকপাড়া এলাকায় এক যুবতীর সঙ্গে তার আশীর্বাদ হয়। আগামী ৮ এপ্রিল আনুষ্ঠানিকভাবে স্ত্রীকে ঘরে তোলার দিনক্ষণও ঠিক হয়েছিল। কী কারণে ওই ব্যবসায়ী যুবক এমন কাণ্ড করলেন পুলিশও তা জানাতে পারেনি। এলাকার বাসিন্দারাও এনিয়ে কিছু বলতে পারেননি। পুলিশ এই ঘটনায় একটি অস্বাভাবিক মামলা রুজু ঘটনার তদন্ত শুরু করেছে।

পথ দুর্ঘটনায় মৃত্যু ২ বাইক আরোহীর
ট্রাকের ধাক্কায় বাইক আরোহীর ২ ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ময়নাগুড়ি থানার দোমহনী এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম রতিকান্ত রায়(৫৩) এবং সুরেশ রায় (৫০)। রতিকান্তবাবু ময়নাগুড়ির মোয়ামাড়ি ও সুরেশবাবু লক্ষীরহাট এলাকার বাসিন্দা। রতিকান্তবাবু দোমহনী গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান ছিলেন। এ দিন সকালে চিকিৎসার প্রয়োজনে জলপাইগুড়ি এসেছিলেন। দুপুরে জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ি ফেরার পথে তিস্তা সেতু লাগোয়া দোমহনী মোড় এলাকায় একটি বালি বোঝাই ট্রাক পিছন থেকে বাইকটিকে ধাক্কা মারে। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। দুর্ঘটনার পরেই চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়।

গাড়ি খাদে, মৃত ৩
গাড়ি খাদে পড়ে মৃত্যু হল তিন যাত্রীর। বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটে কালিম্পং থানার ভালুখোপে। মৃতদের নাম গোপাল শর্মা (২৪), কুমার গুরুঙ্গ (৬৫) এবং মণিকুমার প্রধান (৫৬)। প্রথম দু’জনের বাড়ি কালিম্পংয়ের প্যাথংয়ে। অপরজনের বাড়ি লোয়ার পেডংয়ে। আরও ৩ জন জখম হয়েছেন। তাঁরা কালিম্পং সদর হাসপাতালে ভর্তি। গোপাল একটি ছোট গাড়ির চালক। ওই রাতে তাঁর ৬ জন যাত্রী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে। ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান বাসিন্দারা। পরে পুলিশ গিয়ে গাড়িটি উদ্ধার করে। দার্জিলিংয়ের পুলিশ সুপার আনন্দ কুমার বলেন, “নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।”

দুর্ঘটনায় মৃত
টাটা সুমোর সঙ্গে ধাক্কা খেয়ে এক বাইক আরোহী যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭ টা নাগাদ নিউ জলপাইগুড়ি ফাঁড়ির পুঁটিমারি এলাকায় তিস্তা ক্যানাল বাঁধের রাস্তায় ঘটনাটি ঘটেছে। পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ওই যুবকের নাম কমল মল্লিক (২৫)। বাড়ি গোঁসাইপুর অঞ্চলের রানিডাঙা এলাকায়। আমবাড়ি যাওয়ার পথে টাটা সুমোর পিছনে ধাক্কা লেগে তার মৃত্যু হয়।

চুরি
থানার কাছে তালা ভেঙে একই রাতে দু’টি মোটরবাইক চুরি হল দিনহাটায়। বুধবার রাতে থানাপাড়া এলাকার বাসিন্দা টিএমসিপির কোচবিহার জেলা সভাপতি সাবির সাহাচৌধুরী ও তার প্রতিবেশী শ্যামল সাহার বাড়ি থেকে ওই মোটর সাইকেল দুটি চুরির ঘটনা ঘটেছে। কোচবিহারের ডিএসপি (ক্রাইম) রাণা মুখোপাধ্যায় বলেন, “তদন্ত চলছে। চুরি ঠেকাতে ব্যবস্থা নিচ্ছি।”

অভিযোগে বিজেপি
শিলিগুড়ি পুর এলাকার ঘোঘোমালি মেন রোড দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে থাকলে তা সারাতে কর্তৃপক্ষ উদ্যোগী নন বলে অভিযোগ তুললেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে তারা ওই অভিযোগ তুলে ধরেন।

দুর্ঘটনায় মৃত
ট্রাকের সংঘর্ষে এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মেটেলি থানার চালসার কাছে ৩১নং জাতীয় সড়কে। মৃত সমীর লামা (২৪)-র বাড়ি কুর্তি চা বাগানে।

আইএনটিইউসি কার্যালয়
বৃহস্পতিবার নকশালবাড়িতে আইএনটিইউসি’র নতুন কার্যালয়ের উদ্বোধন হয়। এদিন আইএনটিইউসি কর্মীরা মিছিলও করেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.