টুকরো খবর |
বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতির ডাক আজ ওয়েবকুটার |
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আজ, শুক্রবার কর্মবিরতির আহ্বান জানাল কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বা ওয়েবকুটা।
কলেজ শিক্ষকদের অবসরের বয়স বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতোই ৬৫ বছর করা, শতকরা ৮০ ভাগ বকেয়া বেতন প্রদান, পদোন্নতির সুযোগসুবিধা-সহ বিভিন্ন দাবিতে এই কর্মবিরতির ডাক দিয়েছেন তাঁরা।
এ দিকে, এর প্রতিবাদে বৃহস্পতিবার কলেজ ও বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন একটি সাংবাদিক বৈঠক করে। জাতীয়তাবাদী শিক্ষক সংগঠনের দাবি, এই দাবিগুলি দীর্ঘদিনের পুরনো। এই দাবি পূরণের জন্য ইতিমধ্যেই নতুন সরকার পদক্ষেপও করেছে। সংগঠনের নেতা শ্রীধর বন্দ্যোপাধ্যায় ও মানস বন্দ্যোপাধ্যায় বলেন, “ওয়েবকুটা মূলত বামপন্থী সংগঠন। এত দিন ধরে রাজ্যে বামফ্রন্টই ক্ষমতায় ছিল। কিন্তু তাদের সমর্থকেরা এই দাবি আদায় করতে ব্যর্থ হয়েছিল । নতুন সরকার আসার পরেই তাঁরা এই দাবিগুলি নিয়ে নতুন করে কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে। আমরা এর সক্রিয় বিরোধিতা করব। যদি ওয়েবকুটার তরফে জোর করে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বা শিক্ষকদের ঢুকতে বাধা দেওয়া হয় তাহলে আমরা তাও রুখব।” এ দিকে, রাজ কলেজ-সহ বেশ কয়েকটি কলেজেই ছিল প্রথম বর্ষের সংস্কৃত, সংখ্যাতত্ত্ব ইত্যাদি বেশ কয়েকটি বিষয়ের পরীক্ষা। সেগুলিকে কর্তৃপক্ষ বাতিল বলে ঘোষণা করেন। এতে ছাত্রেরা রীতিমতো ক্ষুব্ধ। তাঁদের তরফে রাজ কলেজের পিংকু ক্ষেত্রপাল ও শৈলেশ শোনকার নামে দুই ছাত্র বলে, “কলেজ অধ্যক্ষ ও শিক্ষকদের কাছে এ ভাবে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়ে আমরা প্রতিবাদ জানিয়েছি।”
|
বৃষ্টি হতে পারে আজও |
নিজস্ব সংবাদাতা • কলকাতা |
|
বৃষ্টির মধ্যে যাত্রীর অপেক্ষায় ঘোড়ার গাড়ি। বৃহস্পতিবার
ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। অশোক মজুমদারের তোলা ছবি। |
অকালবৃষ্টি শীত ফিরিয়ে আনতে পারবে না বলেই হাওয়া অফিসের অভিমত। আজ, শুক্রবারেও মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের কর্তারা বলছেন, আকাশ পরিষ্কার হলেই তাপমাত্রা বাড়তে পারে। আর তাতেই এ বারের মতো শীতের বিদায়বার্তা সূচিত হবে বলে মনে করছেন তাঁরা। আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গে, বিশেষত কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আগামী ২৪ ঘণ্টায় ঝড়বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের কর্তারা জানান, উত্তরবঙ্গে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ পূর্ব দিকে সরে যাচ্ছে। তার ফলে আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রার হেরফের হলেও তা কতটা বাড়বে-কমবে, সেই বিষয়ে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে নিম্নচাপ কেটে গেলেই শীত পুরোপুরি বিদায় নেবে। বুধবার রাত সাড়ে ৯টার পরে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে জোরে বৃষ্টি হয়। ভোরের দিকেও নামে আরও এক দফা বৃষ্টি। বৃহস্পতিবার সারা দিনই আকাশের মুখ ভার ছিল। কোথাও কোথাও দু’-এক পশলা বৃষ্টি হয়েছে। তবে বুধবার রাতের মতো হাওয়ার দাপট ছিল না। আর আকাশ মেঘলা থাকায় এ দিনও ঠান্ডার আমেজ ছিল শহর জুড়ে।
|
যান পারমিটে বেশি টাকা কেন, প্রশ্ন সচিবের |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পরিবহণ-পারমিট পাওয়ার জন্য আবেদনকারীকে বাড়তি টাকা দিতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে খাস মহাকরণেই। বৃহস্পতিবার খোদ পরিবহণসচিব বি পি গোপালিকা কর্মীদের বৈঠকে বিষয়টি জানতে চান। তার পরে নির্দেশ দেন, সময় ধরে স্বচ্ছতা অটুট রেখে কাজ করতে হবে। কোনও অজুহাতে কাজ ফেলে রাখা চলবে না। পণ্য ও যাত্রিবাহী গাড়ির পারমিটের জন্য যাঁরা আবেদন করেন, তাঁরা সেই অনুমতিপত্র পান পরিবহণ দফতরের ‘রিসিভিং কাউন্টার’ থেকে। সেখানে আবেদনকারীদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ আসছিল। এ দিনের বৈঠকে সচিব জানতে চান, কাউন্টারে এ ভাবে টাকা নেওয়া হচ্ছে কেন? সেই সঙ্গেই তিনি বলেন, “দেরি করে ফাইল যাচ্ছে নির্দিষ্ট জায়গায়। কোন কাজটাকে অগ্রাধিকার দেওয়া উচিত, তার উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে না।” কর্মীদের তরফে বলা হয়, দফতরের বরাদ্দ ১৪৪ জন কর্মী। কিন্তু আছেন প্রায় ৯৪ জন। এতে কাজ মার খাচ্ছে। সচিব জানান, যে-সব বিভাগে প্রয়োজনের তুলনায় কর্মী বেশি, সেই সব বিভাগের কিছু কর্মীকে অন্য বিভাগে পাঠিয়ে কাজের পরিবেশ ভাল করার চেষ্টা হবে। তিনি কর্মীদের বলেন, “এক টেবিল থেকে অন্য টেবিলে বদলি করলেও অনেকে যেতে চাইছেন না। এ রকম ক্ষেত্রে কড়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”
|
পুলিশ সমিতিউচ্ছেদ নিয়ে রায় পিছোল |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বিভিন্ন পুলিশকর্মী সংগঠনের অফিস উচ্ছেদ করা যাবে কি না, তা নিয়ে আদালতের ফয়সালা পিছিয়ে গেল। ফলে উচ্ছেদ অভিযান থেকে সরকারকে আপাতত বিরতই থাকতে হবে বলে বৃহস্পতিবার জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট।
সরকারি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে জানান, পুলিশ সংগঠনের অনুমতি খারিজ সংক্রান্ত মামলার শুনানি হওয়া উচিত রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনালে। তিনি বলেন, পুলিশ সরকারি কর্মচারী। সেই কারণেই তারা সংগঠন করার অনুমতি পায়। আবার রাজ্য সরকারই সেই অনুমোদন খারিজ করে। এতে যদি পুলিশ ক্ষুব্ধ হয় বা বিচার চায়, তা হলে তাদের ট্রাইব্যুনালে যেতে হবে। পুলিশকর্মীদের একটি সংগঠনের পক্ষে আইনজীবী অরুণাভ ঘোষ বলেন, ব্যক্তিগত ভাবে কোনও পুলিশ অভাব-অভিযোগের বিচার চেয়ে ট্রাইব্যুনালে যেতে পারেন। সেটা চাকরি সংক্রান্ত। কিন্তু পুলিশের মৌলিক অধিকারে যদি হস্তক্ষেপ করা হয়, তা হলে সেটা ট্রাইব্যুনালের বিষয় হতে পারে না। কো-অর্ডিনেশন কমিটি মামলা করলে কি তারা ট্রাইব্যুনালে যাবে? বিচারপতি জয়ন্ত বিশ্বাস জানান, সোমবার ফের শুনানি হবে। পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত পুলিশ সংগঠনগুলিকে অফিসঘর থেকে উচ্ছেদ করা যাবে না।
|
মেলার পরে খেলায় টাকা পাবে ক্লাব |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
খেলাধুলোর সরঞ্জাম কেনার জন্য রাজ্যের ক্লাবগুলিকে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিল যুব কল্যাণ দফতর। বৃহস্পতিবার মহাকরণে এ কথা জানান যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর অভিযোগ, আগের সরকারের আমলে জিনিসপত্র কিনে পাঠিয়ে দেওয়া হত। কিন্তু ক্লাবগুলি সরঞ্জাম পাওয়ার সময়ে সেগুলি ব্যবহারের অবস্থায় থাকত না। তা ছাড়া ক্লাবগুলি প্রয়োজনমতো জিনিসপত্রও পেত না। মন্ত্রী বলেন, “এই সব কারণেই মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা ক্লাবগুলির হাতে অর্থ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। টাকা পাওয়ার পরে ক্লাবগুলির প্রয়োজন জেনে নিয়ে ব্লক বা পুরসভাগুলি সরঞ্জাম কিনে দেবে।” এর আগে বিবেক মেলা করার জন্য মোট ৩৪১ ব্লক এবং ১২৭টি পুরসভা, কর্পোরেশন এবং বরোগুলিকে অর্থসাহায্য করার সিদ্ধান্ত নিয়েছিল যুব কল্যাণ দফতর। মন্ত্রী বলেন, “ছ’টি কর্পোরেশনকে এর আওতা থেকে বাদ দেওয়া হয়েছে। কর্পোরেশনগুলিকেও পরে এই খাতে সাহায্য করা হবে।”
|
বিদ্যুৎ সংস্থায় নিয়োগ নিয়ে ভুয়ো বিজ্ঞাপন |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সংবহন সংস্থার নাম করে চাকরির ভুয়ো বিজ্ঞাপন দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। তা-ও আবার এমন কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হয়েছে, সংবহন সংস্থায় যার কোনও অস্তিত্বই নেই! এই নিয়ে বিদ্যুৎ সংবহন সংস্থার পক্ষ থেকে ইতিমধ্যেই বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে ব্যারাকপুর কমিশনারেটকেও। সংস্থার জেনারেল ম্যানেজার হিরণ্ময় হাজরা বৃহস্পতিবার জানান, গত দু’বছরে তাঁরা আর কোনও কর্মী নিয়োগের বিজ্ঞাপন দেননি। এ বছরেও তেমন কোনও পরিকল্পনা নেই। তবু বিভিন্ন জায়গা থেকে চাকরির আবেদনপত্র আসছিল বলেই তাঁদের সন্দেহ হয় বলে হিরণ্ময়বাবু জানান। কর্তৃপক্ষের আশঙ্কা, সরকারি সংস্থার নাম করে কোনও অসাধু চক্র সাধারণ মানুষকে প্রতারণা করার চক্রান্ত করছে। বিধাননগরের ডেপুটি পুলিশ কমিশনার (সদর) সুব্রত বন্দ্যোপাধ্যায় জানান, অভিযোগ এসেছে। তদন্ত চলছে।
|
প্রবোধকে মুক্তি দিতে সুপারিশ |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
প্রবীণ এসইউসি নেতা প্রবোধ পুরকায়েতকে জেল থেকে ছাড়ার সুপারিশ করল রাজ্য সরকারের বন্দি মুক্তি পর্যালোচনা কমিটি। আরও ৪৯ জন বন্দির মুক্তির সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার মহাকরণে ওই বৈঠকের পরে কমিটির এক মুখপাত্র বলেন, “যাঁদের বয়স ৭০ পেরিয়ে গিয়েছে এবং পাঁচ বছরের বেশি জেলে আছেন, তাঁদের মুক্তির সুপারিশ করা হয়েছে।” পুলিশের তথ্য অনুযায়ী ১৯৮৫ সালে কুলতলির রাধাবল্লভপুর গ্রামে জোড়া খুনের মামলায় কলকাতা হাইকোর্ট তখনকার বিধায়ক প্রবোধবাবুকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। সুপ্রিম কোর্টও রায় বহাল রাখে। তিনি এখন আলিপুর জেলে।
|
জঙ্গলমহলের প্রকল্প বরাদ্দ |
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
‘জল ধরো ও জল ভরো’ প্রকল্পের রূপায়ণে জঙ্গলমহলের তিন জেলার জন্য ৬১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।.বৃহস্পতিবার পুরুলিয়ায় এসে এ কথা জানান রাজ্যের জল সম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র। এ দিন একটি স্কুলের সুবর্ণ বার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন মন্ত্রী।.পাশাপাশি তিনি সার্কিট হাউসে দফতরের বাস্তুকারদের নিয়ে বৈঠকও করেন।.মন্ত্রী জানান, তিন জেলার জন্য মোট ৬১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ওই অর্থে বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে ১০ হাজার পুকুর ও ১০টি ‘চেকড্যাম’ করা হবে। অতিরিক্ত ২৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তিন জেলায় জল সংরক্ষনের জন্য।.প্রশাসন সূত্রের খবর, গ্রাম পঞ্চায়েতস্তরে সমীক্ষা করে পুকুর ও ‘চেকড্যাম’গুলি নির্মাণ হবে। |
|