টুকরো খবর
সাগরদিঘিতে হাত-পা বেঁধে খুন কিশোরকে
নিজস্ব চিত্র।
এক কিশোরের অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার হল। বৃহস্পতিবার সাগরদিঘির বোখরা গ্রামের পরিত্যক্ত এক পেট্রোল পাম্প থেকে ওই দেহ উদ্ধার করা হয়। মৃতের নাম সিরাজুল শেখ (১৪)। বাড়ি কাছেই ডাঙ্গাপাড়া গ্রামে। বোখরা হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র সে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যে থেকে নিখোঁজ ছিল সে। বৃহস্পতিবার সকালে এক বন্ধ হয়ে যাওয়া পেট্রোল পাম্পের পেছনে ওই দেহ দেখতে পান গ্রামবাসীরা। সিমেন্টের পিলার থেকে দড়ি বাঁধা অবস্থায় ঝুলছিল মৃতদেহটি। হাত-পা ক্রেপ ব্যান্ডেজ দিয়ে পেছনে বাঁধা ছিল। তবে আঘাতের চিহ্ন পাওয়া যায় নি কোথাও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিরাজুলের বাবা রিক্সা চালক। রাজনীতির সঙ্গেও কোনও যোগ নেই তাদের। নিরীহ পরিবারের ওই কিশোরকে খুনের ঘটনায় গ্রাম জুড়ে এ দিন ক্ষোভের সৃষ্টি হয়। গ্রামবাসীরা মোরগ্রাম সেতুর কাছে জাতীয় সড়ক অবরোধ করে প্রায় দেড় ঘণ্টা। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়। সিরাজুলের বাবা লুডু শেখ বলেন, “এ দিন ছেলে স্কুল থেকে ফিরে খেলতে যায়। রাত পর্যন্ত না ফেরায় খোঁজ শুরু করি। ওর শখ ছিল দেশলাই ও সিগারেটের খাপ সংগ্রহ করা। জাতীয় সড়ক লাগোয়া হোটেলগুলিতে যেত সেই জন্য।” প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ, ওই কিশোরকে খুন করা হয়েছে। তবে খুনের কারণ স্পষ্ট নয়। দেহটি ময়নাতদন্তের জন্যপাঠানো হয়েছে। পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “খুন করে ওই ছেলেটির দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। পারিবারিক বিবাদ নাকি অন্য কোনও কারণে খুন তা খতিয়ে দেখা হচ্ছে। ছেলেটির বাবার অভিযোগে মামলাও দায়ের করা হয়েছে। জঙ্গিপুরের এসডিপিওকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।”

শহিদ স্মরণে মৈত্রী উৎসব
বাংলা ভাষা শহিদ দিবসের হীরক জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে দুই বাংলার মধ্যে প্রীতি ভলিবল খেলার আয়োজন করেছে ‘গঙ্গা-পদ্মা মৈত্রী উৎসব কমিটি’। আগামী কাল শনিবার থেকে ওই খেলা শুরু। জেলার ৫টি থানা এলাকায় চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশের জাতীয় যুব ভলিবল দলের সঙ্গে খেলা হবে সীমান্ত রক্ষী বাহিনীর দক্ষিণবঙ্গ দলের। রবিবার কান্দির জেমো নরেন্দ্রনারায়ণ উচ্চ বিদ্যালয়ে খেলা হবে মোট ৮টি দলের মধ্যে। বাংলাদেশ এবং বিএসএফের দল ছাড়াও ওই খেলায় যোগ দেবে রাজ্যের আরও ৬টি দল। ওই কমিটি’র পক্ষে জগন্ময় চক্রবর্তী বলেন, “ওই দিন কান্দিতে খেলা শুরু হবে দুপুর সাড়ে ১১টায়। শেষ হবে রাত ৯টা নাগাদ। ওই দিন ৮টি দলের মধ্যে চাম্পিয়ান দলকে দেওয়া হবে ‘আনন্দ মণ্ডল স্মৃতি ট্রফি’ ও রানার্স দলকে দেওয়া হবে ‘মনোজেন ভট্টাচার্য স্মৃতি ট্রফি’। আগামী শনিবার হরিহরপাড়ার রুকুনপুর উচ্চবিদ্যালয়ের মাঠে ‘এপার বাংলা-ওপার বাংলা ভলিবল প্রদর্শনী ম্যাচ’-এর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে দুপুর দুটোয়।” বাকি তিনটি খেলা হবে ২০ ফেব্রুয়ারি সাগরদিঘি উচ্চ বিদ্যালয় ময়দানে, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা শহিদ দিবসে খেলা হবে বাংলাদেশের সীমানা লাগোয়া ভগবানগোলা উচ্চবিদ্যালয় মাঠে। ২২ ফেব্রুয়ারি খেলা হবে নবগ্রামের পশলা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। ওই তিনটি খেলাই শুরু হবে সন্ধ্যার পরে। বিভিন্ন ক্লাব, পুলিশ প্রশাসন ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গঠিত ‘গঙ্গা-পদ্মা মৈত্রী উৎসব কমিটি’র সভাপতি রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা ও কার্যকরী সভাপতি মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর। প্রতিযোগিতার উদ্বোধন করবেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র।

বাস দুর্ঘটনায় মৃত্যু চাপড়ায়
বাস দুর্ঘটনায় মৃত্যু হল চঞ্চল হালদার (৩৫) নামে এক ব্যক্তির। বাড়ি চাপড়ার ফুলবাড়ি গ্রামে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে চাপড়ার মহেশনগর এলাকায়। ওই ঘটনায় জখম হয়েছেন আরও ১৮ জন। আহতদের শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিয়ের অনষ্ঠান সেরে ফেরার পথে বাসটি আচমকা রাস্তা থেকে পাল্টি খেয়ে জলঙ্গী নদীর ধারে পড়ে যায়। যাত্রীদের চিৎকার শুনে ছুটে আসে আশপাশের মানুষ। প্রাথমিকভাবে তাঁরাই উদ্ধারের কাজ শুরু করেন। পুলিশ এসে আহতদের প্রথমে চাপড়া গ্রামীণ হাসপাতাল পরে সেখান থেকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। মৃতের আত্মীয় তারক হালদার বলেন, ‘‘রাতে বিয়ের অনুষ্ঠান শেষ করে মহেশনগরে আসি। সেখানেই বাস দাঁড়িয়ে ছিল। কন্যাযাত্রীবোঝাই বাসটি কিছুদূর যাওয়ার পরে নদীর খাতে উল্টে যায়। আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত।’’

স্ত্রীকে খুনে স্বামীর যাবজ্জীবন
স্ত্রীকে খুন করে পুকুরে ডুবিয়ে রাখার অভিযোগে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল আদালত। বৃহস্পতিবার জঙ্গিপুরের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক পুলক তেওয়ারি অভিযুক্ত বুদ্ধ মাহালিকে এই নির্দেশ দেন। সরকারি আইনজীবী আকিমুদ্দিন বিশ্বাস জানান, ২০১০ সালের ৪ নভেম্বর সাগরদিঘি থানার গোঁসাইগ্রামে অভিযুক্ত বুদ্ধ মাহালি, তাঁর স্ত্রী সুরধনী মাহালিকে কুপিয়ে খুন করেন। তারপর মৃতদেহটিকে পাশেই বাড়ি লাগোয়া পুকুরে ফেলে দেন। সকালে গ্রামবাসীরা পুকুরে রক্তাক্ত দেহ ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে বুদ্ধ মাহালিকে গ্রেফতার করে।

মুখোমুখি ধাক্কা বাসে, জখম ৪৩
মুখোমুখি দুই বাসের সংঘর্ষে ৪ জন শিশু ও ৮ জন মহিলা-সহ জখম হলেন ৪৩ জন। বৃহস্পতিবার দুপুরে কান্দি-বহরমপুর রাজ্য সড়কে গোকর্ণ এলাকায় ওই দুর্ঘটনা হয়। গতকালও খড়গ্রাম থেকে কান্দি যাওয়ার পথে একটি বাস দুর্ঘটনায় ৩৩ জন আহত হন। পুলিশ জানিয়েছে, গোকর্ণ পাওয়ার স্টেশনের কাছে দুটি বাসের মুখোমুখি ধাক্কা লাগে। জখম যাত্রীদের এগারো জনকে কান্দি মহকুমা হাসপাতাল ও পাঁচ জনকে গোকর্ণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নিয়ন্ত্রণ হারানোয় ওই দুর্ঘটনা ঘটেছে। বাসদুটির যান্ত্রিক ত্রুটি ছিল কিনা পুলিশ খতিয়ে দেখছে।

চুল কেটে গ্রেফতার
স্বামীর বিরুদ্ধে স্ত্রীর চুল কেটে নেওয়ার অভিযোগ উঠেছে সুতির কালিয়াঘাটি গ্রামে। বৃহস্পতিবার বিকেলে স্ত্রী কোহিনুর বিবি ওই অভিযোগ করেন স্বামী জালাল শেখের বিরুদ্ধে। পুলিশ তাকে গ্রেফতারও করেছে। মহিলার অভিযোগ, স্বামীর বারণ সত্ত্বেও আত্মীয়ের জন্য পাত্রী দেখতে যাই। তাই আমার চুল কেটে দেন। দাদা প্রতিবাদ করলে তাকেও মারধর করেন। ওই ব্যক্তির বিরুদ্ধে স্ত্রীকে নিযার্তনের অভিযোগ করা হয়েছে।

কীটনাশকে মৃত্যু যুবতীর
অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার হয়েছে রিঙ্কু মণ্ডল (২০) নামে এক তরুণীর। বাড়ি নাকাশিপাড়ার বাসুদেবপুরে। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে কীটনাশক খান ওই যুবতী। আশঙ্কাজনক অবস্থায় নাকাশিপাড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে আনার পথে তাঁর মৃত্যু হয়। বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই গ্রামেরই মাসিদুল মল্লিক নামে এক যুবককে গ্রেফতার করেছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, দু’জনেই একই স্কুলে পড়াশোনা করতেন। অভিযোগ, বুধবার রাতে মাসিদুল রিঙ্কুকে মোটরবাইক নিয়ে অপহরণ করতে যান। কিন্তু তাকে ধরে ফেলে রিঙ্কুর বাড়ির লোকজন। তারপর তাঁকে আটকে রেখে পুলিশকে খবর দেন। ইতিমধ্যে কীটনাশক খেয়ে ফেলেন রিঙ্কু।

লরির ধাক্কায় মৃত্যু, যানজট
পণ্যবোঝাই দুই লরির মুখোমুখি ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে অজ্ঞাতপরিচয় এক লরি চালকের। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ধুবুলিয়ার বাহাদুরপুরের কাছে জাতীয়সড়কে। আশঙ্কাজনক অবস্থায় আর এক লরি চালককে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনার পরে দুপুর থেকে রাত পর্যন্ত ওই এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়।

বাস দুর্ঘটনায় মৃত এক
বাস দুর্ঘটনায় মৃত্যু হল চঞ্চল হালদার (৩৫) নামে এক ব্যক্তির। বাড়ি চাপড়ার ফুলবাড়ি গ্রামে। বুধবার রাত একটা নাগাদ ঘটনাটি ঘটেছে চাপড়ার মহেশনগর এলাকায়। ওই ঘটনায় জখম হয়েছেন আরও ১৮ জন। আহতদের শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত একটা নাগাদ বিয়ের অনষ্ঠান সেরে ফেরার পথে বাসটি আচমকা রাস্তা থেকে পাল্টি খেয়ে জলঙ্গী নদীর ধারে পড়ে যায়। যাত্রীদের চিৎকার শুনে ছুটে আসে আশপাশের মানুষ।

অজ্ঞাতপরিচয় দেহ উদ্ধার
অজ্ঞাতপরিচয় এক মহিলার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় রানিনগরের রামনগর গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, ওই মহিলার দেহের বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন পাওয়া গিয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.