টুকরো খবর |
টিউমার প্রায় নিশ্চিহ্ন, বলছেন যুবরাজ |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
তাঁর ফুসফুসের ম্যালিগন্যান্ট টিউমার শরীর থেকে প্রায় পুরোটাই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বলে জানিয়ে দিলেন যুবরাজ সিংহ। যুক্তরাষ্ট্রের বস্টন ইন্সটিটিউট অব ক্যানসার রিসার্চে চিকিৎসাধীন থাকা যুবরাজ আজ টুইট করেছেন, “ডাক্তার লরেন্সের কাছ থেকে আজ দুর্দান্ত একটা খবর পেলাম। আমার স্ক্যান বলছে, টিউমারটা প্রায় শরীর থেকে বেরিয়ে গিয়েছে!” তিরিশ বছর বয়সি যুবরাজ গত মাসে যুক্তরাষ্ট্রে গিয়েছেন। কেমোথেরাপি নেওয়ার জন্য তাঁকে মাথার চুল সম্পূর্ণ কামিয়ে ফেলতে হয়েছে। কেমোথেরাপি চলবে মার্চের শেষ সপ্তাহ পর্যন্ত। রিহ্যাবিলিটেশন শুরু হবে এপ্রিলে। মাত্র একদিন আগে সাইক্লিংয়ের কিংবদন্তি ক্যানসার-জিৎ ল্যান্স আর্মস্ট্রংয়ের কাছ থেকে বার্তাও পেয়েছেন। যেখানে আর্মস্ট্রং যুবরাজের পাশে থেকে তাঁর আরোগ্য কামনা করেছেন। আর্মস্ট্রং তাঁর বার্তায় লিখেছিলেন, “যুবি, আমি তোমাকে জানাতে চাই পুরো লিভস্ট্রং টিম তোমার সঙ্গে আছে। আমরা একটা সব সময় বলে থাকি। বিশ্বাসও করি। জ্ঞান হল শক্তি, সংহতি হল জোর আর অ্যাটিট্যুড হল সব কিছু। জেনে রেখো আমরা তোমাকে আর তোমার পরিবারকে সাহায্য করার জন্য আছি। গো যুবি! লিভস্ট্রং।’’ প্রসঙ্গত, ক্যানসারের বিরুদ্ধে যুদ্ধ জয়ের জন্য আর্মস্ট্রংয়ের তৈরি সংস্থার নাম লিভস্ট্রং।
যুবরাজ পাল্টা টুইট করেছেন, “আর্মস্ট্রময়ের বার্তা পেয়ে খুব ভাল লেগেছে। ল্যান্সকে ধন্যবাদ। তার মানে আমার জন্য আশা রয়েছে।” যা পরিস্থিতি, যুবরাজ সিংহ চলতি বছরের মাঝামাঝিই সুস্থ হয়ে উঠবেন বলে ডাক্তাররা মনে করছেন।
|
গড়াপেটার ছায়া ভাইচুংদের ম্যাচে |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আই লিগ দ্বিতীয় ডিভিশনে গড়াপেটার কালো ছায়া ঢুকে পড়ল। যেখানে জড়িয়ে গেল ভাইচুং ভুটিয়ার ইউনাইটেড সিকিমের নামও। যার ফলে পদত্যাগ করে বসলেন তাদের প্রতিপক্ষের বাঙালি কোচ। শিলচরে ম্যাচ নিয়ে তুলকালাম। শিলং আরহিমার কোচ সুব্রত ভট্টাচার্য বৃহস্পতিবার শিলচর থেকে ফোনে বললেন, “আমাদের বেশ কিছু ফুটবলারকে ইউনাইটেড সিকিম প্রভাবিত করেছে। এই খবরটা জানতে পেরেই পদত্যাগ করে দিয়েছি। তবে কর্তারা আশ্বাস দেওয়ায় কাল মাঠে থাকব। পদত্যাগপত্র তুলছি না।” শুক্রবার ইউনাইটেড সিকিমের সঙ্গে গুরুত্বপূর্ণ খেলা আর হিমার। কারা মূলপর্বে যাবে, তা নির্ভর করছে ম্যাচের উপর। আরহিমা কোচের সন্দেহ বেড়েছে, আগের গ্রুপ ম্যাচে ফুটবলাররা ৪-০ এগিয়েও ৪-৪ ড্র করায়। এ দিন ভাইচুং খেলবেন কি না নির্ভর করছে ম্যাচ কমিশনারের সঙ্গে বৈঠকের উপর। সুব্রত প্রশ্ন তুললেন, “বুঝছি না, এক দিনের মধ্যে কী করে ও কমিটির সামনে আসবে, আবার খেলবে।” গড়াপেটার প্রসঙ্গ উড়িয়ে দিয়ে ইউনাইটেড সিকিমের ম্যানেজার অরুণাভ ভট্টাচার্য বলেন, “এমন কিছু জানা নেই। ভাইচুং গভীর রাতে আসবে। ম্যাচ কমিশনার অনুমতি দিলে কাল খেলবে।”
|
আর্সেনালকে চূর্ণ করল মিলান |
সংবাদসংস্থা • মিলান |
গোলের পর রোবিনহো।
ছবি: রয়টার্স |
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, ম্যাঞ্চেস্টার সিটি বিদায় নিয়েছে আগেই। এ বার ইংল্যান্ডের আর এক নামী দল, আর্সেনালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে যাওয়ার আশা প্রায় শেষ। থিয়েরি অঁরি আর্সেনালের জার্সিতে আপাতত শেষ ম্যাচ খেললেন মিলানের সান সিরোয়। ওয়েঙ্গারের দল ০-৪ হারল এসি মিলানের কাছে। কোচ আর্সেন ওয়েঙ্গার বলেছেন, “ইউরোপীয় প্রতিযোগিতায় সবচেয়ে বিশ্রী হার।” মানছেন, শেষ আটে আশা আর নেই।
যে তিন জন দুর্দান্ত খেলে ম্লান করে দিলেন ওয়েঙ্গারের দলকে, সেই কেভিন-প্রিন্স বোয়াতেং, রোবিনহো (২) এবং ইব্রাহিমোভিচ (পেনাল্টি) গোল করলেন। বোয়াতেং ১-০ করেন ১৫ মিনিটেই। আর্সেনাল আর ঘুরে দাঁড়াতে পারেনি। ইব্রাহিমোভিচের ক্রসে হেডে ২-০ করেন রোবিনহো। বিরতির ঠিক আগেই। এ দিন রবিন ফান পার্সি বিশেষ সুবিধা করতে পারেননি। ওয়েঙ্গার দ্বিতীয়ার্ধের শুরুতে নামান থিয়েরি অঁরিকে। আর্সেনালের জার্সিতে শেষ ম্যাচটা অবশ্য মনে রাখার মতো হল না তাঁর কাছে। অঁরি মাঠে নামার পরেই ৩-০ এগিয়ে যায় মিলান। এবারও রোবিনহো। এবারও তাঁকে বল বাড়িয়েছিলেন ইব্রাহিমোভিচ। ম্যাচ শেষ হওয়ার মিনিট এগারো আগে পেনাল্টি থেকে নিজেও গোল পেয়ে যান ইব্রাহিমোভিচ।
|
মন্ত্রী যখন কোচ |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কলকাতার টানে: মহমেডান মাঠে প্রাক্তনদের ফুটবলে ভিনরাজ্যের তিন
পরিচিত মুখ। অমলরাজ, আকবর ও উলাগানাথন। ছবি: শঙ্কর নাগ দাস |
বিবেকানন্দ কাপ জিতল চৌবাগা হাইস্কুল। বুধবার মহমেডান মাঠে কলকাতা পুরসভার উদ্যোগে আয়োজিত স্কুল ফুটবলে তারা টাইব্রেকারে ৪-৩ গোলে হারায় নাকতলা হাইস্কুলকে। চৌবাগার বাবলু সরদার, সোমনাথ সিংহ নজর কাড়ে। নাকতলা স্কুলের হয়ে কার্যত ‘কোচিং’ করতে দেখা যায় যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাসকে। এই ম্যাচের পর প্রাক্তনদের ম্যাচে অংশ নেন আকবর, উলাগানাথন, অমলরাজ, শ্যামল বন্দ্যোপাধ্যায়-সহ বহু প্রাক্তন ফুটবলাররা। খেলতে নামেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র, মেয়র পারিষদ দেবাশিস কুমারও। ম্যাচে ক্রীড়ামন্ত্রী একাদশ ১-০ হারায় মেয়র একাদশকে। গোল করেন অমিত দাস। মেয়র শোভন চট্টোপাধ্যায় বললেন, “এই টুর্নামেন্ট থেকে বাছাই ফুটবলারদের বিদেশে টুর্নামেন্ট খেলতে পাঠানো হবে।”
|
দ্বিতীয় ডিভিশনের মূলপর্বে মহমেডান |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
শিলংয়ের ল্যাংস্নিংকে ২-০ হারিয়ে মহমেডান আই লিগের দ্বিতীয় ডিভিশনের মূলপর্বে উঠল। গোল করলেন স্ট্যানলি এবং শঙ্কর শীল। মূলপর্বের খেলা শিলিগুড়িতে। এখনও এই পর্বের কিছু খেলা বাকি। কটকে যেমন সেসা, রয়্যাল ওয়াহিংডো এবং কালিঘাট মিলন সঙ্ঘের মধ্যে লড়াই মূলপর্বে যাওয়ার। দিল্লি থেকে মহমেডান ছাড়াও উঠতে পারে ল্যাংস্নিং বা ভাস্কো। বৃহস্পতিবার দিল্লিতে ম্যাচের ১০ মিনিটেই দর্শনীয় ভলিতে ১-০ করেন স্ট্যানলি। পিছিয়ে তেড়েফুড়ে খেলছিল শিলংয়ের দলটি। কিন্তু মহমেডান রক্ষণের দৃঢ়তায় শিলংয়ের দৌড় শেষ হয়ে যায় বক্সের মাথায়। ম্যাচ শেষ হওয়ার ছ’-সাত মিনিট আগে দু’নম্বর গোল শঙ্করের। ব্যাকপাস ধরতে গিয়ে ল্যাংস্নিংয়ের গোলকিপারের ভুলে গোলের বল পেয়ে যান শঙ্কর।
|
প্র্যাক্টিস থেকে ছুটি নিলেন ধোনিরা |
সংবাদসংস্থা • ব্রিসবেন |
পর পর দুটো কঠিন ম্যাচের পর আজ প্র্যাক্টিস থেকে আবার ছুটি নিলেন ভারতীয় ক্রিকেটাররা। কেউ কেউ নিজেদের হোটেলে ঘরবন্দি করে রাখলেন। কোনও কোনও ক্রিকেটারকে দেখা গেল ভিডিও গেমসে ডুবে। ভারতের পরের ম্যাচ রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। রোটেশন নীতি অনুযায়ী ওই ম্যাচে বসতে পারেন ফর্মে থাকা গৌতম গম্ভীর। ফিরতে পারেন বীরেন্দ্র সহবাগ। কিন্তু গম্ভীরকে বসানোর ঝুঁকি কি নেবে ভারত? ধোনি অবশ্য ইঙ্গিত দিয়েছেন, ব্যক্তিগত স্বার্থের চেয়েও টিম স্বার্থ বড়। এবং সেক্ষেত্রে রোটেশন নীতি অনুযায়ী গম্ভীরকে ছাড়াই হয়তো নামবে ভারত।
আগামিকাল রিকি পন্টিংয়ের নেতৃত্বে অস্ট্রেলিয়া নামছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। ভারতের বিরুদ্ধে টাই করা শ্রীলঙ্কাকে টুর্নামেন্টে টিকে থাকতে গেলে এই ম্যাচে জিততেই হবে।
|
ব্যারেটো আরও খেলতে পারেন বলছেন সুব্রত |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
হোসে রামিরেজ ব্যারেটোর এটাই শেষ মরসুম কি না জল্পনা চলছে কয়েক দিন ধরে। ব্যারেটো নিজে সাংবাদিক সম্মেলনে বলেছেন, এখনও এ ব্যাপারে তিনি নিশ্চিত নন। তাঁর টিডি সুব্রত ভট্টাচার্য মনে করেন, ব্যারেটো এখনও আরও দু’তিন বছর খেলতে পারেন। সুব্রত বৃহস্পতিবার বললেন, “ব্যারেটো এই মুহূর্তে চোটের জন্য ছন্দে নেই। কিন্তু ওর ফিটনেস যে লেভেলে আছে, তাতে ও ভারতীয় ফুটবলে আরও দু’-তিন বছর টেনে দিতে পারবে।” সুব্রতর সঙ্গে মোহনবাগান টেকনিক্যাল কমিটির তিন সদস্যকে পরের বারের ফুটবলার বাছাইয়ের জন্য চিঠি দিয়েছেন কর্তারা। তালিকা কবে জমা পড়বে ঠিক নেই।
|
কলকাতায় আসছে ইউরো কাপ |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বিশ্বকাপ ঘুরে গিয়েছে আগেই। এ বার কলকাতায় আসছে ইউরো কাপের আসল ট্রফিও। জুন-জুলাইয়ে টুর্নামেন্ট হচ্ছে ইউক্রেন ও পোল্যান্ডে। তার আগে ট্রফি ঘুরছে গোটা বিশ্বে। ভারতে কলকাতা, দিল্লি ও মুম্বইয়ে আসবে কাপ। কলকাতায় ২৬ ফেব্রুয়ারি দুপুরে সাউথ সিটি মলে রাখা হবে ট্রফি।
|
শেষ চারে আনন্দবাজার |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কলকাতা জার্নালিস্টস ক্লাব আয়োজিত ফাইভ-এ-সাইড মিডিয়া ফুটবলে সেমিফাইনালে উঠল আনন্দবাজার পত্রিকা। বৃহস্পতিবার তারা টাইমস অব ইন্ডিয়াকে ৩-০ গোলে হারাল। প্রথমার্ধের শুরুতেই আনন্দবাজারকে এগিয়ে দেন সঞ্জীব দাস। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে ব্যবধান বাড়ান সুমিত ঘোষ। সেমিফাইনালে শনিবার আনন্দবাজার খেলবে সংবাদ প্রতিদিন বনাম উত্তরবঙ্গ সংবাদ ম্যাচের বিজয়ীর সঙ্গে।
|
কাল থেকে ট্রায়াল |
ফিফা-ফেডারেশনের চারটি অ্যাকাডেমির জন্য শনি ও রবিবার অনূর্ধ্ব ১৪ ফুটবলারদের ট্রায়াল মোহনবাগান মাঠে। থাকবেন রব বান ও স্কট ওডোনেল। |
|