|
|
|
|
রঞ্জি ওয়ান ডে, পিচে জল, চিন্তায় সিএবি |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পিচ কভার দেওয়া নেই, অসময়ের বৃষ্টিতে দেদার ভিজল ইডেনের উইকেট এবং সমস্যা তৈরি হল রঞ্জি একদিনের টুর্নামেন্ট আয়োজন নিয়ে। যা আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা ইডেনে। প্রশ্ন উঠে গেল, আর দিন তিনেক বাদে যখন শুরু হচ্ছে টুর্নামেন্ট, তখন কী ভাবে এত উদাসীন থাকতে পারে সিএবি?
বৃহস্পতিবার সকালে ইডেনে গিয়ে দেখা গেল, পিচের উপর জল জমে। অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় সহ গোটা টিমের এ দিন পুরোদমে প্র্যাক্টিস করার কথা থাকলে কী হবে, কেউ মাঠেই নামতে পারেননি। ইন্ডোরে গিয়ে হাল্কা গা ঘামিয়ে এ দিনের মতো অনুশীলনে দাঁড়ি টানতে হয়। এবং মাঠের হালহকিকত দেখে সিএবি-র পিচ কিউরেটর প্রবীর মুখোপাধ্যায় নিজেই জানাচ্ছেন, পিচের যা অবস্থা তাতে আবহাওয়ার পরিবর্তন না হলে ম্যাচ করা মুশকিল। আর আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী চব্বিশ ঘণ্টা ভাল রকম বৃষ্টির সম্ভাবনা আছে। আগাম ব্যবস্থা নেওয়া হয়নি কেন? যখন জানা ছিল দু’তিন দিন পর টুর্নামেন্ট শুরু হচ্ছে? প্রবীরবাবুর বক্তব্য, “জানব কী ভাবে যে বৃষ্টি হবে? আর ম্যাচের আগের দিন ছাড়া পিচ কভার দেওয়া হয় না। পিচের ক্ষতি হয়। গত সেপ্টেম্বরে পিচ এ ভাবে ঢাকতে গিয়ে মুশকিলে পড়েছিলাম।” কিন্তু পিচ প্রস্তুকারকের যুক্তি নিয়ে দ্বিমত আছে সিএবি-তে। অনেকেই গাফিলতি খুঁজে পাচ্ছেন। যুগ্ম-সচিব সুজন মুখোপাধ্যায় বললেন, “উনি কিউরেটর। যা ভাল বুঝেছেন, করেছেন।” ক্রিকেটাররাও প্র্যাক্টিস নিয়ে লাগাতার ভোগান্তিতে হতাশ। সৌরভ ইডেন ছাড়ার আগে এ দিন বলে গেলেন, “বাকিরা তবু ম্যাচ খেলছে। আমি তো সে ভাবে প্র্যাক্টিস করতেই পারছি না।”
এ দিকে, ময়দানের আম্পায়ারিং বিতর্ক মেটাতে বিভিন্ন ক্লাবের কাছে সার্কুলার পাঠিয়ে আম্পায়ার চাইল সিএবি। ক্লাবগুলোকে বলা হল, ক্লাবের সদ্য প্রাক্তন হওয়া কোনও ক্রিকেটার আম্পায়ারিংয়ে ইচ্ছ্ুক হলে সিএবিকে জানাতে। পাশাপাশি বলা হল, সিএবি-র ম্যাচে শান্তি বজায় রাখতে। |
|
|
|
|
|