|
|
|
|
প্রায় সব দাবি মেনেই সহারাকে ফেরাল বোর্ড |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সৌরভ গঙ্গোপাধ্যায়কে আইপিএল ফাইভ-এ ব্যাট হাতে দেখা যাবে। অধিনায়কের মুকুট পরেই আরও একটি প্রত্যাবর্তন ঘটাতে দেখা যাবে তাঁকে। সহারার বিদ্রোহ ঘোষণায় এ নিয়ে যে সংশয় তৈরি হয়েছিল, তা মিটে গেল বৃহস্পতিবার। দু’তরফে মধ্যস্থতাকারী এনে অবশেষে সহারা এবং ভারতীয় বোর্ডের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষর হল।
কার্যত সহারার সমস্ত দাবিই মেনে নিয়েছে বোর্ড। সহারাও জানিয়ে দিয়েছে, তারা স্পনসর হিসেবে থাকছে।
যদিও সহ-স্পনসর হিসেবে তারা অন্য কাউকে আনতে পারে বলে ইঙ্গিত রয়েছে। তেমনই ইঙ্গিত রয়েছে, পুণে ওয়ারিয়র্সের জন্যও সহ-স্পনসর আনতে পারে তারা। সৌরভের পুণে ওয়ারিয়র্সের এখন লক্ষ্য, নিলামে অংশ না নেওয়ার ক্ষতি যতটা সম্ভব পুষিয়ে নেওয়া। শুক্রবার বোর্ডের টেকনিক্যাল কমিটির বৈঠক করতে মুম্বই যাচ্ছেন সৌরভ। বোর্ডের বৈঠক সেরে সহারা-কর্তাদের সঙ্গে তিনি শুক্রবারই বসছেন পুণে টিম নিয়ে।
সহারার প্রধান দাবি ছিল, ম্যাচ কম খেলতে হচ্ছে বলে আইপিএল ফ্র্যাঞ্চাইজি ফি কমিয়ে দেওয়া হোক। সেই দাবি নিয়ে যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আরবিট্রেশনের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। ভিতরকার খবর হচ্ছে, বোর্ড এই ফি কমিয়ে দিতে রাজি হয়েছে। বিষয়টি আগে থেকেই আরবিট্রেশনে ছিল। আইনি জটিলতা এড়ানোর জন্য সেখানেই পাঠানো হচ্ছে। মনে হয় না এ নিয়ে নতুন করে কোনও বিবাদ তৈরি হবে দু’পক্ষে।
ক্রিকেটমহলে অনেকে এটাকে সহারার বড় জয় বলেও ব্যাখ্যা করছেন। যৌথ বিবৃতি জারি করার পরে-পরেই আবার কিছুটা সংশয় তৈরি হয় সহারা-প্রধান সুব্রত রায়ের মন্তব্যে। তিনি বলেন, “আমাদের আরও একটা দাবি ছিল। ২০১৩-য় সব ক্রিকেটারকে নিলামে তুলতে হবে। সেটার কথা যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়নি।” বোর্ডমহলে কেউ কেউ যা শুনে ব্যাখ্যা দিলেন যে, নিলামে সব ক্রিকেটারকে তোলার সিদ্ধান্ত এখন ঘোষণা করার ক্ষেত্রে সমস্যা রয়েছে। আইপিএল আর মাস দেড়েক পরে। এখন সামনের বারের নিলামের কথা ঘোষণা করলে সমস্যা হতে পারে। তা ছাড়া পদ্ধতিটা হচ্ছে, আইপিএল পরিচালন পরিষদের বৈঠক হয়ে এই ঘোষণা করা হবে। বোর্ড প্রেসিডেন্ট শ্রীনিবাসনের চেন্নাই সুপার কিংস এবং অম্বানীদের মুম্বই ইন্ডিয়ান্স অতীতে সব প্লেয়ার নিলামের সব থেকে বিরোধিতা করেছে, যেহেতু তাদের ধোনি এবং সচিন আছে। অনেকে এখনও বিশ্বাস করতে রাজি নন যে, শ্রীনিবাসনের বোর্ড ২০১৩-য় সচিন, ধোনি-সহ সব ক্রিকেটারকে নিলামে তুলতে রাজি হবে।
দু’তরফে বরফ গলাতে সমর্থ মধ্যস্থতাকারীদের নাম? ভারতীয় বোর্ডের পক্ষে প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর এবং কোষাধ্যক্ষ অজয় শিরকে। বৃহস্পতিবার রাতে সব থেকে বেশি শোনা যাচ্ছে শিরকের নাম। যিনি নিজে পুণের বাসিন্দা। সহারার তরফে তেমনই আসরে উদয় হয়েছিলেন কলকাতা নাইট রাইডার্স মালিক শাহরুখ খান। মুম্বইয়ে এর মধ্যে সুব্রত রায়ের সঙ্গে দেখা করতে যান শাহরুখ। তখনই সহারা-প্রধানকে সমস্ত রকম সমর্থনের আশ্বাস দিয়ে তাঁকে বলেন, “দরকার হলে আমি ফ্র্যাঞ্চাইজিদের বোঝাব। আপনি সহারা পুণে ওয়ারিয়র্সকে খেলান।”
শাহরুখ প্রধানত অন্য ফ্র্যাঞ্চাইজিদের বোঝাচ্ছেন যে, যুবরাজ জীবনযুদ্ধে লড়ছে। পুণে ওয়ারিয়র্সের পাঁচ বিদেশি খেলানোর দাবি আমরা সবাই মেনে নিই। শুনেটুনে কার মনে থাকবে যে, তিনি কেকেআর মালিক আর পুণে ওয়ারিয়র্সের ক্যাপ্টেনের নাম সৌরভ গঙ্গোপাধ্যায়! আর আইপিএল ফাইভ-এর প্রধান আকর্ষণই কিনা দাদা বনাম কিং খান!
|
রফাসূত্র |
• ফ্রাঞ্চাইজিদের মধ্যে ক্রিকেটার কেনাবেচার তারিখ বেড়ে ২৯ ফেব্রুয়ারি। |
• নিলামের জন্য বরাদ্দ টাকায় নতুন ক্রিকেটার কেনার সুযোগ পুণে ওয়ারিয়র্সের। |
• আরবিট্রেশনের মাধ্যমে গত আইপিএলে সহারার দেওয়া বেশি টাকা নিয়ে সিদ্ধান্ত। |
• পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়া ফ্র্যাঞ্চাইজিকে সহযোগী স্পনসর দেওয়া নিয়ে বোর্ডের আপত্তি নেই। |
• নিলাম রেজিস্টারে না থাকা বিদেশি ক্রিকেটারদের সই করানোর অনুমতি, যদি অন্যরা মেনে নেয়। |
• আইপিএলের একটি প্লে অফ ম্যাচ বেঙ্গালুরুর পরিবর্তে পুণে-তে হবে বেঙ্গালুরু রাজি থাকলে। |
• ফ্র্যাঞ্চাইজি ভাতার ব্যাঙ্ক গ্যারান্টি দুই কিস্তিতে বোর্ডকে দেওয়ার অনুরোধ যা বোর্ড ভেবে দেখবে। |
• বাকি ফ্র্যাঞ্চাইজিদের অনুমতি সহারা জোগাড় করলে প্রথম এগারোয় পাঁচ বিদেশি খেলাতে পারবে। |
|
|
|
|
|
|
|