টুকরো খবর
চন্দ্রকোনায় হেরোইন-সহ গ্রেফতার ২
বৃহস্পতিবার ভোরে হেরোইন-সহ দু’জনকে গ্রেফতার করল চন্দ্রকোনা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের ডিএসপি (ক্রাইম) ওয়াংদেন ভুটিয়ার নেতৃত্বে চন্দ্রকোনা থানার পুলিশ এ দিন আচমকাই হানা দেয় চন্দ্রকোনা শহরের নতুনহাট এলাকায়। নতুনহাট বাজার থেকে ১০০ গ্রাম হেরোইন-সহ সাধন বন্দ্যোপাধ্যায় ও হাফিজুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। দু’জনেরই বাড়ি আদতে গড়বেতায়। কিন্তু বেশ কয়েক বছর ধরে সাধনবাবু চন্দ্রকোনার নতুনহাটে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। হাফিজুর গড়বেতার বরডিহায় থাকেন। পুলিশের দাবি, এই হাফিজুরকে এর আগে নকল টাকা-সহ এক বার গ্রেফতার করা হয়েছিল। আপাতত সে জামিনে মুক্ত। ধৃতদের জেরা করে চক্রের আরও কয়েক জনের হদিস পেতে চাইছে পুলিশ। চন্দ্রকোনায় মাদক কারবারের রমরমা নিয়ে বিভিন্ন মহল থেকে পুলিশের কাছে অভিযোগ আসছিল। কিছুদিন আগে পুলিশ চন্দ্রকোনার মাংরুলে গাঁজার ঠেকে অভিযান চালায়।

এসডিওকে স্মারকলিপি
আজ, শুক্রবার উরস উপলক্ষে বাংলাদেশ থেকে বিশেষ ট্রেন মেদিনীপুরে পৌঁছবে। ট্রেনে ১৮৬৫ জন উরসে যোগ দিতে আসছেন বলে উরস-কমিটির ম্যানেজার ফজলুর রহমান জানিয়েছেন। এ ছাড়াও রাজ্যের আরও বিভিন্ন জায়গা থেকেও কয়েক হাজার মানুষ আসবেন। সাধক সুফি সৈয়দ শাহ মুরশেদ আলি আলক্কাদরি আল বাগদাদি আলাজাদ্দেহি-র ১১১ তম উরস হচ্ছে এ বার। মেদিনীপুর শহরের জোড়া মসজিদে প্রতি বছরই এই দিনটি বিপুল উৎসাহে পালন করা হয়। এই উপলক্ষ্যে শহরে বিরাট মেলাও বসে।
আজ উরস উৎসব। মেদিনীপুরে তারই প্রস্তুতি। নিজস্ব চিত্র।
উরসের সময়ে মেদিনীপুর শহরে বহিরাগতদের ভাল ভাবে থাকার ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে দাবি জানাল বিজেপি যুব মোর্চা। বৃহস্পতিবার এই দাবিতে মেদিনীপুরের মহকুমাশাসকের (এসডিও) কাছে স্মারকলিপি দেয় তারা। উরসের সময়ে মেদিনীপুর শহরে হাজির হন হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ। এক সঙ্গে বহু মানুষ এসে পড়ায় তাঁদের থাকা, পানীয় জল, শৌচাগার প্রভৃতি নিয়ে সমস্যা হয়। যাতে এই ধরনের সমস্যা না দেখা দেয়, সে জন্য প্রশাসনের কাছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আর্জি জানায় মোর্চা।

ফের খাওয়ানো হল সেই স্কুলে
স্কুলের প্রীতিভোজে প্রায় ৩০০ ছাত্রের খাবার কম পড়ে গিয়েছিল। তা নিয়ে বিক্ষোভ হয়েছিল স্কুল-চত্বরেই। ক্লাসঘরে পাখার ব্লেড বাঁকিয়ে দিয়েছিল ক্ষুব্ধ ছাত্ররা। প্রধান শিক্ষক ফের খাওয়ানোর কথা ঘোষণা করে, অভুক্ত ছাত্রদের টিফিনের ব্যবস্থা করে বিক্ষোভ থামিয়েছিলেন। প্রধান শিক্ষকের ঘোষণা মতোই, বৃহস্পতিবার ফের সমস্ত ছাত্রকেই খাওয়ানো হল মেদিনীপুর টাউন স্কুলে। তবে এ বার আর খাবারে টান পড়েনি। বরং কিছুটা অতিরিক্তই হয়েছিল। পেট ভরে খেয়ে ছাত্ররাও সকলে হাসি মুখে বাড়ি ফেরে। তৃপ্তির হাসি প্রধান শিক্ষক বিবেকানন্দ চক্রবর্তীরও। বলেন, “ছাত্রেরা খুশি হলে আমিও খুশি।”

ছাত্রদের অবরোধ
প্রাথমিক শিক্ষক-শিক্ষণকেন্দ্র থেকে পাশ করা সমস্ত ছাত্রছাত্রীর চাকরি সুনিশ্চিত করার দাবিতে বৃহস্পতিবার মেদিনীপুর শহরের কেরানিতলায় পথ অবরোধ হল। তবে সাধারণ মানুষের প্রতিবাদে বেশিক্ষণ অবরোধ চলেনি। সাইকেল, মোটরবাইক আরোহীদেরও আটকে দেওয়ায় অবরোধকারীদের প্রতি বিক্ষুব্ধ হয়ে ওঠে জনতা। আন্দোলনকারীরা অবশ্য তার আগেই রাজ্যের প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি মানিক ভট্টাচার্যের কুশপুতুল পোড়ান। পরে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনেও বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, পিটিটিআই নিয়ে তৃণমূল নির্বাচনের আগে যা বলেছিল, ক্ষমতায় আসার পর তা করছে না।

সাংস্কৃতিক অনুষ্ঠান
সম্প্রতি খড়্গপুরের তালবাগিচায় ছাতিমতলা ক্লাবের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। স্থানীয় শিল্পীরা ছাড়াও অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কলকাতার শিল্পীরা। ক্লাবের পক্ষ থেকে স্বাস্থ্যপরীক্ষা শিবির এবং বসে-আঁকো প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিল।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.