টুকরো খবর |
মায়া-ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে মেলে প্রচুর সম্পত্তি
নিজস্ব প্রতিবেদন |
মায়াবতী-ঘনিষ্ঠ পন্টি চাড্ডার বাড়ি-অফিস তল্লাশি করে ১১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল বলে জানান কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বিভাগের (সিবিডিটি) মুখপাত্র অনুজা সারঙ্গী। তবে তল্লাশি অভিযানের খবর আগেই জেনে পন্টি সতর্ক হয়েছিলেন কি না, সে ব্যাপারে তদন্ত শুরু করছে আয়কর দফতর। দফতরের হিসেবে পন্টির দৈনিক রোজগার ছিল ৫০ কোটি টাকারও বেশি। কিন্তু দিল্লি, উত্তরপ্রদেশের নয়ডা-সহ ১৭টি জায়গায় তল্লাশিতে মাত্র নগদ ২ কোটি টাকা পান আয়কর-কর্তারা। সন্দেহ সেখানেই। বিশেষ সূত্রে খবর পেয়েই নাকি তল্লাশির ঠিক আগে পন্টির বিভিন্ন অফিসে কম্পিউটারের তথ্য বদলে ফেলা হয়। সারঙ্গী জানান, ১ ফেব্রুয়ারি আয়কর দফতরের চালানো অভিযানে ২ কোটি ৩ লক্ষ টাকা, ৫ কোটি ১৮ লক্ষ টাকার গয়না, ৪ কোটি ৪ লক্ষ টাকার স্থায়ী আমানতের কাগজ উদ্ধার করা হয়েছে। পরে পন্টির ১৩টি ব্যাঙ্ক লকার সিল করা হয় বলেও জানান তিনি। উত্তরপ্রদেশ, দিল্লি ও পঞ্জাবের বিস্তীর্ণ এলাকায় পন্টির মদ ও রিয়েল এস্টেটের ব্যবসা রয়েছে। অভিযোগ, মায়াবতীর ছত্রছায়াতেই পন্টির ব্যবসা বেড়েছে। চিনির কল, ফিল্ম ইন্ডাস্ট্রিতেও টাকা বিনিয়োগ শুরু করেন পন্টি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, উত্তরপ্রদেশে পন্টির সংস্থার প্রতি বোতল মদ মুদ্রিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা হত। ওই বাড়তি টাকা পন্টি এবং মন্ত্রীরা ভাগ করে নিতেন বলে অভিযোগ।
|
আরও এক স্বাস্থ্যকর্মী খুন উত্তরপ্রদেশে
সংবাদসংস্থা • লখনউ |
উত্তরপ্রদেশে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনে (এনআরএইচএম) যুক্ত আরও এক স্বাস্থ্যকর্মীর রহস্যজনক মৃত্যু হল। গত সন্ধ্যায় লখিমপুর খেরি জেলার পাসগাওয়ান স্বাস্থ্যকেন্দ্রের বাইরে মহেন্দ্র শর্মা (৫২) নামে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার করে উত্তরপ্রদেশ পুলিশ। তাঁর মাথায়-মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ময়না-তদন্তের রিপোর্টে বলা হয়েছে, শ্বাসরোধ করে খুন করা হয়েছে মহেন্দ্রকে। ৭ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন তিনি। এই কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পটিতে বেশ কিছু দিন ধরেই টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে। গত এক বছরে এই প্রকল্পের সঙ্গে যুক্ত মোট ৫ জনের রহস্য-মৃত্যু হল। সাক্ষী ও সন্দেহভাজনদের নিরাপত্তার ব্যবস্থা করতে রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছেন তদন্তকারী সিবিআই কর্তারা। গত বছর খুন হন স্বাস্থ্যদফতরের দুই চিকিৎসক। ওই দফতরেরই এক আধিকারিক লখনউ জেলে খুন হন। জানুয়ারিতে উত্তরপ্রদেশ জল নিগমের এক আধিকারিকের রহস্যজনক মৃত্যু হয়। পঞ্চম খুনের পর মায়াবতীকে আক্রমণ শুরু করেছে কংগ্রেস ও বিজেপি। প্রিয়ঙ্কার অভিযোগ, স্বাস্থ্যের উন্নয়নে বরাদ্দ টাকা নয়ছয় করেছেন মায়া। বিজেপি মুখপাত্র রবিশঙ্কর প্রসাদ বলেন, কেলেঙ্কারির দায় মুলায়ম ও মায়াবতীর।
|
বল্গাহীন সংস্কারে বাড়বে সঙ্কট, মত ইয়েচুরির
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দেশের অর্থনীতি ‘বল্গাহীন সংস্কারে’র পথে এগোলে ভারতের সঙ্কট আরও ঘনীভূত হবে বলে সওয়াল করলেন সীতারাম ইয়েচুরি। আসন্ন কেন্দ্রীয় বাজেটের আগে তাঁর দাবি, দেশের অর্থনীতির অভিমুখ সাধারণ মানুষের দিকে ঘোরাতে হবে। বাড়াতে হবে সরকারি বিনিয়োগের পরিমাণ। যাতে পরিকাঠামো খাতে প্রাথমিক উন্নয়ন করা যায় সাধারণ মানুষেরই স্বার্থে।সিপিএমের চলতি রাজ্য সম্মেলন উপলক্ষে মৌলালি যুবকেন্দ্রে বৃহস্পতিবার ‘পুঁজিবাদের আন্তর্জাতিক সঙ্কট ও আজকের ভারতীয় অর্থনীতি’ শীর্ষক আলোচনাচক্রে দলের পলিটব্যুরো সদস্য তথা রাজ্যসভা সাংসদ ইয়েচুরি বলেন, “অদ্ভুত ব্যাপার, বিশ্বায়নের অর্থনীতির যুগে বড়লোকের জন্য ভর্তুকিকে বলা হয় ‘ইনসেন্টিভ্স’ আর গরিবের জন্য ভর্তুকিকে বলা হয় ‘বোঝা’! আমরা বলছি, যত দিন না ব্যবস্থা বদলাচ্ছে, দু’টো ভর্তুকিই বন্ধ করা হোক। তার জায়গায় রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ বাড়ানো হোক।” তাঁর আশঙ্কা, আসন্ন বাজেটে মনমোহন সিংহের সরকার আরও বেশি করে উদারীকরণের অর্থনীতিকেই আঁকড়ে ধরবে। ইয়েচুরির মন্তব্য, “পুঁজিবাদী সঙ্কট থেকে বেরোতে গেলে তার উৎপত্তির কারণ জেনে তার থেকে শিক্ষা নিতে হবে। নীতির অভিমুখ ঘোরাতে হবে সাধারণ মানুষের দিকে।” আলোচনাচক্রের অপর বক্তা, রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত বহুজাতিক সংস্থার হাতে বাজারের নিয়ন্ত্রণ চলে যাওয়ার ‘বিপদ’ ব্যাখ্যা করেন।
|
তালিকা ছিঁড়ে সমালোচনার মুখে রাহুল
সংবাদসংস্থা • অমেঠি |
জনসভায় বিরোধীদের প্রতিশ্রুতি লেখা কাগজ ছিঁড়ে ব্যঙ্গ-বিদ্রূপের মুখে পড়লেন রাহুল গাঁধী। এর পরে তিনি রাগে সভার মঞ্চ থেকে লাফ দিতেও পারেন বলে মন্তব্য করেছেন সপার নেতা অখিলেশ যাদব। বুধবার লখনউয়ের একটি জনসভায় সমাজবাদী ও বহুজন সমাজ পার্টির প্রতিশ্রুতি লেখা একটি কাগজ ছিঁড়ে ফেলেন রাহুল। তিনি বলেন, “শুধু প্রতিশ্রুতি দিয়ে কোনও কাজ হবে না। এটা বোঝা প্রয়োজন।” অখিলেশ যাদবের মতে, রাহুলের উচিত রাগ নিয়ন্ত্রণ করা। তা না হলে এর পরে সভার মঞ্চ থেকে লাফ দিতে পারেন তিনি। বিজেপি মুখপাত্র রবিশঙ্কর প্রসাদ বলেছেন,“এই আচরণ অর্থহীন। এ ভাবে রাহুল ভোট পাবেন না।” ঘটনাকে গুরুত্ব দিতে রাজি নন রাহুলের বোন প্রিয়ঙ্কা। তাঁর বক্তব্য, “রাহুল কাগজ ছিঁড়েছেন। কোনও দলের ইস্তাহার নয়।” তাঁর দাবি, উত্তরপ্রদেশের মানুষ প্রতিশ্রুতি শুনে ক্লান্ত। কেন্দ্রীয় মন্ত্রী অম্বিকা সোনির মতে, রাহুল জনসভায় নিজের বক্তব্য বোঝাতে যা প্রয়োজন তাই করেছেন।
|
সুপ্রিম কোর্ট: আধুনিক দৃষ্টিতেই সমকামিতাকে দেখা উচিত
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
সমাজ বদলাচ্ছে এবং সেই নিরিখেই সমকামিতাকে দেখা উচিত বলে মনে করে সুপ্রিম কোর্ট। বিচারপতি জি এস সিঙ্ঘভি এবং বিচারপতি এস জে মুখোপাধ্যায়ের বেঞ্চ আজ বলেছে, “লিভ-ইন বা গর্ভ ভাড়া দেওয়ার ঘটনাকে তিরিশ-চল্লিশ বছর আগেও লোকে অস্বাভাবিক বলত। তবে সম্প্রতি তা সবাই মেনেই নিয়েছেন। এক জন অবিবাহিত পুরুষ কৃত্রিম প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে বাবা হচ্ছেন, এমনও আজকাল হচ্ছে। সমকামিতাকেও পরিবর্তিত এই সময়ের নিরিখেই দেখা উচিত।” দিল্লি হাইকোর্ট সমকামিতাকে অপরাধের তকমামুক্ত করার যে রায় দিয়েছিল, তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। তারই শুনানিতে এ দিন শীর্ষ আদালত বলেছে, ভারতে ১৮৬০ সালের আগে সমকামিতা অপরাধ বলে গণ্য হত না। এ প্রসঙ্গে খাজুরাহোর মন্দিরে ভাস্কর্যের উল্লেখ করেন বিচারপতিরা। সমকামিতা কেন প্রকৃতির বিরুদ্ধে বলে তারা মনে করে, সমকামিতা-বিরোধী সংগঠনের কাছে তার ব্যাখ্যা চেয়েছে সুপ্রিম কোর্ট।
|
চার মদ্যপের মারে হত ক্যান্টিন মালিক
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
মদ খেয়ে মারামারির জেরে দিফু বিশ্ববিদ্যালয় চত্বরে ক্যান্টিন মালিকের মৃত্যু হল। গত রাতে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, বিশ্ববিদ্যালয় চত্বরে ক্যান্টিন চালাতেন মহেশ ইংতি নামে এক ব্যক্তি। গত কাল রাতে রহন রংপি, অজয় টকরি, কমল সিংহ টিংস ও বিদ্যা সিংহ নামে চার ব্যক্তি সেখানে মদ্যপান করছিল। মহেশবাবুর সঙ্গে তাদের বচসা বাধে। ঝগড়া হাতাহাতিতে গড়ায়। চার ব্যক্তি একজোট হয়ে মহেশবাবুকে বেধড়ক পেটান। পরে হাসপাতালে তাঁর মৃতু হয়। পুলিশ আজ রহন ও অজয়কে গ্রেফতার করেছে। বাকিরা পলাতক।
|
মেয়ে-জামাইয়ের হাতে বাবা খুন
নিজস্ব সংবাদদাতা • পটনা |
টাকার লোভে বাবাকে গলা টিপে হত্যা করল মেয়ে। তাকে সঙ্গ দিল তার স্বামী। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের সিদওয়ালিয়া থানার সিরোয়া গ্রামে। নিহতের নাম ভিখু পরিত (৫৫)। পুলিশ জানিয়েছে, ভিখু কলকাতায় কাজ করতেন। দু’দিন আগে তিনি বাড়ি ফিরেছেন। বুধবার রাতে মেয়ে সুশীলা এবং তার স্বামী হরিকিশোর বাবার কাছে টাকা চাইতে আসে। সেই সময় তিনি ঘরে একাই ছিলেন। বাবা টাকা দিতে অস্বীকার করলে দু’জনে মিলে তাঁর গলা টিপে ধরে। তাতেই তাঁর মৃত্যু হয়েছে।
|
অস্ত্র-সহ ৬ জঙ্গির আত্মসমর্পণ
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
তিনটি সংগঠনের ছ’জন জঙ্গি মণিপুরে আত্মসমর্পণ করল। গত কাল নিংথৌখং এলাকায় বিএসএফ-এর দফতরে তারা অস্ত্র জমা দেয়। এদের মধ্যে রয়েছে: ইউএনএলএফ-এর ল্যান্স কর্পোরাল শৈলেন্দ্র ও আরও দুই জঙ্গি, পিএলএ-র এক জঙ্গি ও পিইউএলএফের প্রচার সচিব হামিশ। জঙ্গিরা একটি কার্বাইন ও পাঁচটি পিস্তল জমা দিয়েছে।
|
আটক ১ কোটি টাকা, নোটিস প্রতিভা পুত্রকে
সংবাদসংস্থা • অমরাবতী |
আটক হওয়া এক কোটি টাকার বিষয়ে বিস্তারিত জানতে প্রতিভা পাটিলের ছেলে তথা বিধায়ক রাওসাহেব শেখাওয়াত-সহ পাঁচ জনকে নোটিস পাঠিয়েছেন জেলা কালেক্টর রাহুল মাহিওয়াল। ২১ ফেব্রুয়ারি তাঁদের আইনজীবীর বক্তব্য শুনবেন তিনি। রবিবার নাগপুর থেকে অমরাবতীতে আসা একটি গাড়িতে ১ কোটি টাকা আটক করে পুলিশ। এই ঘটনায় গ্রেফতার হয় দু’জন।
|
আক্রান্ত দলিত যুবক
সংবাদসংস্থা • হিসার |
তথাকথিত উচ্চ জাতের কলসি ছুঁয়েছিলেন। সেই ‘অপরাধে’ এক দলিত যুবকের হাতে কাস্তের কোপ বসাল এক কৃষক। হরিয়ানার ফতেহাবাদের সানিয়ানা গ্রামে এই ঘটনায় কৃষককে গ্রেফতার করা হয়েছে। গতকাল ওই যুবক কাজের খোঁজে দৌলতপুর গ্রামে যাচ্ছিলেন। পথে তেষ্টা পাওয়ায় খেতে রাখা কলসি থেকে জল খেতে যান। কলসি ছোঁয়া মাত্র ওই কৃষক এসে তাঁর হাতে কোপ মারে।
|
ফের অস্ত্রোপচার হবে অমিতাভের
সংবাদসংস্থা • মুম্বই |
আরও একটি অস্ত্রোপচার হবে অমিতাভ বচ্চনের। পাকস্থলীতে অস্ত্রোপচারের পর নিয়মিত নিজের শারীরিক অবস্থা সম্পর্কে ব্লগে লিখছিলেন অমিতাভ। আজ তিনি লেখেন, “নতুন কিছু শারীরিক সমস্যা শুরু হয়েছে। এই মুহূর্তে আর খবরাখবর দিতে পারব না।” বর্তমানে তিনি মুম্বইয়ের সেভেন হিলস হাসপাতালে ভর্তি।
|
বৃহন্মুম্বই পুরসভা ভোট |
|
ছবি: পি টি আই |
ভোট দিলাম, কিন্তু তার মানেই কি আঙুলে কালির চিহ্ন দেখাতে হবে? বৃহস্পতিবার বৃহন্মুম্বই পুরসভা-সহ বেশ কয়েকটি পুরসভার নির্বাচন ছিল। ভোটদানের পরে আলোকচিত্রীদের অনুরোধে যথেষ্ট বিরক্ত শাহরুখ খান ক্ষোভ জানালেন টুইটারে। লিখলেন, “জিভ দেখালে ভাল হত? খুব রূঢ় হত কী?” মুম্বইকরদের ভোট দেওয়ার অনুরোধ করে বুধবার থেকেই বলিউড তারকারা আর্জি জানিয়েছেন টুইটারে। ছুটি দেওয়া হয়েছিল সব সরকারি প্রতিষ্ঠানেও। তবু মাত্র ৪৬ শতাংশ ভোটই পড়েছে বলে শেষ পাওয়া খবরে জানা গিয়েছে। |
|