ন্যাশনাল সিকিওরিটি গার্ড বা এনএসজি-র আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। কাল, শনিবার উত্তর ২৪ পরগনার বাদুতে ওই কেন্দ্রের উদ্বোধন হবে। আমন্ত্রিত হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে যাচ্ছেন না। রাজ্যের পক্ষে থাকার কথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। মুম্বই বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে পূর্বাঞ্চলের জন্য কলকাতায় এনএসজি-র আঞ্চলিক কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। বাদুতে বিমানবন্দর-কর্তৃপক্ষের ২০ একর জমিতে ওই কেন্দ্র গড়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। অনুষ্ঠানে থাকার জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন বিমানবন্দর-কর্তৃপক্ষ। কিন্তু মুখ্যমন্ত্রী যেতে পারবেন না বলে তাঁর অফিস থেকে এনএসজি-কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়। সরকারি সূত্রের খবর, শনিবার সকালে বিএসএফের বিশেষ বিমানে দমদমে নামবেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাদুতে সাড়ে ৯টা থেকে এক ঘণ্টা অনুষ্ঠান চলবে। সেখান থেকে ওই বিমানেই আগরতলা যাবেন চিদম্বরম।
|
চুরির উদ্দেশ্যে জড়ো হওয়া চার দুষ্কৃতীকে ধরল পুলিশ। বৃহস্পতিবার ভোরে দমদমের সুভাষনগরের একটি মাঠ থেকে ধরা পড়া ওই চার যুবকের বাড়ি দমদম ও নিমতা থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছে তালা ভাঙার যন্ত্র ও শাবল মিলেছে। গত কয়েক মাসে দমদমের বিভিন্ন বাড়িতে ও মন্দিরে চুরির ঘটনার সঙ্গে তারা যুক্ত কি না, খতিয়ে দেখছে পুলিশ। এ দিকে, বুধবার রাতে খড়দহ থানার কাছে বিটি রোডের ধারে এক বিপণন সংস্থার দফতর থেকে কয়েক লক্ষ টাকার সিগারেট-সহ নানা জিনিস চুরি যায়। ব্যারাকপুরের অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার বিশ্বজিৎ ঘোষ বলেন, “সংস্থার অভিযোগ খতিয়ে দেখে তদন্ত শুরু করা হচ্ছে।”
|
নিউ টাউনে কোন এলাকায় কে নির্মাণ সামগ্রী সরবরাহ করবে, তা নিয়ে গণ্ডগোলের জেরে সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানায়, ধৃতদের নাম খোকন ঢালি ও সুশান্ত মণ্ডল। দু’জনেরই বাড়ি নিউ টাউনে। নিউ টাউনের অ্যাকশন এরিয়া ওয়ান অঞ্চলে নির্মাণ সামগ্রী সরবরাহ করা নিয়ে বৃহস্পতিবার দু’জনের বিরোধ বাধে। মারপিটও হয়। দু’জনেই থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে খোকন ও সুশান্তকে গ্রেফতার করে পুলিশ।
|
এক ট্যাক্সিচালককে পুলিশ মারধর করেছে এই অভিযোগে বৃহস্পতিবার সল্টলেকের সিটি সেন্টারের কাছে সিটু সমর্থিত ট্যাক্সি ইউনিয়নের সদস্যেরা পনেরো মিনিট পথ অবরোধ করেন। পরে পুলিশ এসে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। ট্যাক্সিচালকদের অভিযোগ অবশ্য পুলিশ অভিযোগ অস্বীকার করেছে।
|