বাবাকে খুন করার অভিযোগে ছেলেকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে মহম্মদবাজার থানার শেওড়াকুড়ি গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রতন সোরেন (৬১)। তাঁকে খুন করার অভিযোগে ছেলে দেবাং সোরেনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সিউড়ি আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিন জেল হাজতের নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, বুধবার রাতে রতনবাবুর সঙ্গে দেবাংয়ের বচসা বাধে। এরপরে সে বাবার মাথায় কাটারির কোপ মারে বলে অভিযোগ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মহম্মদবাজার থানার ওসি কল্যাণপ্রসাদ মিত্র জানান, রতনবাবুর মাথার পেছনে জোর আঘাতের চিহ্ন আছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
|
এক ছাত্রের বিরুদ্ধে কলেজের ভেতরে ‘অশ্লীল’ আচরণ করার অভিযোগ তুললো ছাত্র সংসদ। অভিযুক্ত ওই ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অধ্যক্ষকে লিখিত ভাবে তারা জানিয়েছে। বৃহস্পতিবার মুরারইয়ের কবি নজরুল কলেজের ঘটনা। কলেজের অধ্যক্ষ নন্দদুলাল চৌধুরী বলেন, “ছাত্র সংসদের অভিযোগ পেয়ে অভিযুক্ত ছাত্রকে ডেকেছিলাম। সে লিখিত ভাবে দাবি করেছে, এক ছাত্রীর সঙ্গে গল্প করছিল। মিথ্যা অভিযোগ করা হয়েছে। কলেজের ফ্যাক্টস্ ফাউন্ডিং কমিটির সভায় উভয়পক্ষের বক্তব্য শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদের অভিযোগ, বিএ তৃতীয় বর্ষের এক ছাত্রকে ক্লাস ঘরের ভিতরে অশ্লীল অবস্থায় দেখা যায়। যদিও ছাত্রটির পাল্টা অভিযোগ, এক সহপাঠিনীর সঙ্গে গল্প করার সময় রাজনৈতিক কারণে তাঁকে মারধর করা হয়। সে টিএমসিপি-র সদস্য হওয়ায় রাজনৈতিক কারণে তার উপর হামলা করা হয়।
|
চাকরির দাবিতে বৃহস্পতিবার সিউড়ি বাসস্ট্যান্ডের সামনের রাস্তায় কিছু ক্ষণ অবরোধ করে ডিইডি ও পিটিটিআই প্রশিক্ষিত চাকরিপ্রার্থীরা। পরে তাঁরা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি রাজা ঘোষের সঙ্গে এ ব্যাপারে কথা বলেন। ডিইডি-র জেলা সম্পাদক ফাল্গুনী মুখোপাধ্যায় বলেন, ‘‘৬ ফেব্রুয়ারি থেকে কলকাতায় আমাদের সদস্যরা অনশন করছেন। অথচ সরকার কোনও ব্যবস্থা নিচ্ছে না। তাই এই পথ অবরোধ।” রাজাবাবু বলেন, “তাঁদের অভিযোগের কথা রাজ্য সরকারকে জানাব।”
|
দরজার তালা ভেঙে জিনিসপত্র চুরি যাওয়ার ঘটনা ঘটল দুবরাজপুর ৩ নম্বর ওয়ার্ডে। বাঁকুড়ার পাত্রসায়রের বাসিন্দা সন্তোষ সাঁতরা ও তাঁর স্ত্রী দুবরাজপুরের একটি বেসরকারি মোবাইল সংস্থার টাওয়ারে পাহারাদারের কাজ করেন। বছর দেড়েক হল তিনি তিন নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে ভাড়া থাকেন। তাঁর অভিযোগ, “সাকালে বাড়ি ফিরে দেখেন দরজার তালা ভাঙা। গয়না, টাকা নেই।” পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে। |