ইতালির জাহাজ থেকে গুলি করে দুই ভারতীয় মৎস্যজীবীকে মারার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানাল ভারত। আজ ইতালির রাষ্ট্রদূত জিয়াকোমো সানফেলিস দি মন্টেফোর্টকে ডেকে প্রতিবাদ জানিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রকের সচিব (পশ্চিম) এম গণপতি। কাল সন্ধেয় আলাপুঝা বন্দর থেকে কিছুটা দূরে মৎস্যজীবীদের বোট লক্ষ্য করে গুলি চালায় ইতালির জাহাজ এনরিকা লেক্সির নিরাপত্তারক্ষীরা। প্রাথমিক তদন্তের পর নৌ কর্তৃপক্ষের ধারণা, মৎস্যজীবীদের বোটটিকে ভুল করে জলদস্যুদের বোট ভেবেছিল ইতালির জাহাজের নিরাপত্তারক্ষীরা। তাতেই এই বিপত্তি। প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনি বলেন, “ব্যাপারটি গুরুতর ও দুর্ভাগ্যজনক। আইন অনুযায়ী সব ব্যবস্থা নেওয়া হবে।” গুলি চালনার ঘটনায় নিহত হন অজেশ বিঙ্কি (২৫) এবং জালেস্টিয়ান (৪৫)। দু’জনের বাড়ি কোলাচলে। তবে কয়েক বছর ধরে তাঁরা কেরলে রয়েছেন। তবে গোটা ঘটনায় ভারত যে যথেষ্ট ক্ষুব্ধ তা মন্টেফোর্টকে ডেকে পাঠানো থেকেই পরিষ্কার। গণপতির সঙ্গে বৈঠকের পর ইতালির রাষ্ট্রদূত জানান, গোটা ঘটনাটি প্রথমে পরিষ্কার হওয়া দরকার। তিনি বলেন, “ঘটনাটি খুব দুঃখজনক।”
|
প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনির পরে এ বার বয়স-বিতর্কে ইতি টানতে চাইলেন সেনাপ্রধান বিজয়কুমার সিংহও। লন্ডনে সফররত সেনাপ্রধানকে ওই ব্যাপারে প্রশ্ন করা হলে আজ তিনি বলেন, “আমার মনে হয় না, তেমন কোনও বিতর্ক ছিল। থাকলেও তা আমি পিছনে ফেলে এসেছি। যে ভাবে গোটা বিষয়টা মিটে গিয়েছে তাতে আমি খুশি।” এর আগে সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ে হেরে যাওয়ায় ভি কে সিংহ ইস্তফা দিতে পারেন বলে শুরু হয়েছিল জল্পনা। কিন্তু আজ বয়স-বিতর্ক মিটে গিয়েছে দাবি করে ওই প্রসঙ্গে আর কোনও পদক্ষেপ করবেন না বলেই ইঙ্গিত দিয়েছেন সেনাপ্রধান। ব্রিটেনের সঙ্গে ভারতের সামরিক সম্পর্ক মজবুত করার জন্য আপাতত লন্ডনে সেনাপ্রধান। |