টুকরো খবর
মেডিক্যালে কংগ্রেসের দল
নিজস্ব চিত্র।
প্রদেশ কংগ্রেসের মেডিক্যাল সেল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনে এল বুধবার। এই দলে ছিলেন সেলের সাধারণ সম্পাদক দুর্গাদাস বিশ্বাস, সভাপতি সুনীল বন্দ্যোপাধ্যায়-সহ ১০ জন। এ দিন ১২টা নাগাদ এসে তাঁরা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মঞ্জুশ্রী রায়ের সঙ্গে বৈঠক করেন। পরে তাঁরা হাসপাতালের শিশু ও প্রসূতি বিভাগ ঘুরে দেখেন। পরে দুর্গাদাসবাবু বলেন, “বিভিন্ন হাসপাতালে গিয়ে আমরা শিশু-মৃত্যু, শিশু বদল বা চুরি এবং চিকিৎসায় গাফিলতির অভিযোগগুলি নিয়েই অধ্যক্ষার সঙ্গে আলোচনা করেছি। তিনি বলেছেন, আমাদের দাবিগুলি তিনি সরকারকে জানাবেন।” অধ্যক্ষা বলেন, “ওই দলের সদস্যেরা আমার সঙ্গে মূলত পরিকাঠামোগত সমস্যা নিয়ে কথা বলেছেন। যে টুকু পরিকাঠামোগত উন্নয়ন ঘটেছে তা আমি তাঁদের জানিয়েছি।”

বি সি রায়ে এ বার ডিজিটাল এক্স-রে
ডিজিটাল এক্স-রে মেশনি বসল বি সি রায় পলিক্লিনিকে। কাটোয়া পুরসভা পরিচালিত ওই ক্লিনিকে বুধবার বিকেলে এক্স-রে মেশিনটির উদ্বোধন করেন মহকুমাশাসক দেবীপ্রসাদ করণম। পুরসভা সূত্রে জানা গিয়েছে, রাঁচির বাসিন্দা সঞ্জিত চট্টোপাধ্যায়, প্রাক্তন কাউন্সিলর মৃত্যুঞ্জয় ঘোষের আর্থিক অনুদানে এবং কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের এলাকা উন্নয়ন তহবিলের টাকা থেকে ওই এক্স-রে মেশিনটি কেনা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ে থালাসেমিয়া শিবির
থ্যালাসেমিয়া বাহক-নির্ণয় ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প বিভাগ ও থ্যালাসেমিয়া সোসাইটি অব মিদনাপুর ডিসট্রিক্ট-এর যৌথ উদ্যোগে বুধবার এক শিবির হয়ে গেল। এ দিনের শিবিরে শতাধিক ছাত্রছাত্রীর রক্ত পরীক্ষা করা হয়। বাহক-নির্ণয় শিবিরে এসে উপাচার্য রঞ্জন চক্রবর্তী ছাত্রছাত্রীদের বলেন, “শুধু নিজেদের রক্ত পরীক্ষা করালেই হবে না, পরিবারের প্রত্যেককে এতে সামিল করতে হবে।” এ দিনের শিবিরে উপস্থিত ছিলেন অধ্যাপক সুরজিৎ ঘোষ, কুন্তল চক্রবর্তী, তপনকুমার দে। সুরজিৎবাবু জানান, পর্যায়ক্রমে এই ধরনের শিবির করে সমস্ত ছাত্রছাত্রীর রক্ত পরীক্ষার পরিকল্পনা রয়েছে তাঁদের।

মশা মারতে বিশেষ প্রশিক্ষণ
শুধু মশা নিয়ন্ত্রণের পরিকাঠামো নয়, মশার লার্ভা চিহ্নিত করার কাজেও পিছিয়ে আছেন বিধাননগর পুরসভার কর্মীরা। তাই কলকাতা পুরসভার মশা বিভাগের আধিকারিকেরা বিধাননগর পুরসভার কর্মীদের উন্নত প্রশিক্ষণ দেবেন। মশার লার্ভা কোথায় রয়েছে, কলকাতা পুরসভার বিশেষজ্ঞেরা মঙ্গলবার থেকেই বিধাননগরের পুরকর্মীদের সঙ্গে নিয়ে সেই বিষয়ে সমীক্ষা চালান। সেই রিপোর্ট বিধাননগর পুরসভায় জমা পড়েছে। মশা নিয়ন্ত্রণের ব্যাপারে বুধবার প্রতিমন্ত্রী (সেচ) শ্যামল মণ্ডল ও কলকাতা পুরসভার মেয়র-পারিষদ অতীন ঘোষের সঙ্গে বৈঠকে বসেন বিধাননগর পুর-কর্তৃপক্ষ। পরে প্রশিক্ষণের কথা জানান বিধাননগর পুরসভার চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী।

স্বাস্থ্যশিবির
জেলা পুলিশের উদ্যোগে বুধবার মহম্মদবাজারের আধিবাসী অধ্যুষিত বারোমেশিয়া গ্রামের কমিউনিটি হলে স্বাস্থ্যশিবির হয়েছে। দায়িত্বে ছিলেন ডিএসপি (শৃঙ্খলা ও প্রশিক্ষণ) প্রশান্তকুমার চৌধুরী। তিনি বলেন, “দু’জন স্ত্রীরোগ বিশেষজ্ঞ, এক জন শিশু চিকিৎসক, মহম্মদবাজারের বিএমওএইচ-সহ ৮ জন চিকিৎসক ছিলেন। মোট ৮৮৪ জনের স্বাস্থ্য পরীক্ষা করেন তাঁরা।”

চক্ষুপরীক্ষা শিবির
স্বামী বিবেকানন্দের সার্ধশত বর্ষ উপলক্ষে আয়োজিত হল চক্ষুপরীক্ষা শিবির। ১৭৫ জনের চোখ পরীক্ষা করার পর ৪২ জনকে অস্ত্রোপচারের জন্য চিহ্নিত করা হয়েছে।

হোমিও-উৎসব
হোমিওপ্যাথি চিকিৎসক ও ওষুধ কোম্পানির প্রতিনিধিদের নিয়ে সম্প্রতি ‘হোমিও উৎসব’-এর আয়োজন করে এগরার একটি সংস্থা। ছিলেন দুই মেদিনীপুর ও ওড়িশার কয়েক জন চিকিৎসক।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.