অ্যাডভেঞ্চার ফিল্ম উৎসব নৈহাটিতে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
নৈহাটি পুরসভার ঐকতান মঞ্চে অনুষ্ঠিত হল পঞ্চদশ বার্ষিক অ্যাডভেঞ্চার ফিল্ম উৎসব। উদ্যোক্তা মিত্রপাড়া ইউথ মাউন্টেনিয়ার্স অ্যান্ড কালচার অ্যসোসিয়েশন। রবিবার বর্ষীয়ান পর্বতপ্রেমী গোষ্ঠবিহারী দে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দেখানো হয় বাঙালি পর্বতারোহীদের সফল এভারেস্ট ও কাঞ্চনজঙ্ঘা অভিযানের রোমহর্ষক ছবি। পাশাপাশি, সংবর্ধনা জানানো হয় এভারেস্টজয়ী দীপঙ্কর ঘোষ ও এভারেস্ট ও কাঞ্চনজঙ্ঘাজয়ী বসন্ত সিংহরায়কে। নতুন প্রজন্মকে পাহাড়কে ভালবাসার আহ্বান জানান সংস্থার সম্পাদক করুণাপ্রসাদ মিত্র। |
টাকিতে ‘ইচ্ছে পূরণ’
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
বসিরহাটের টাকিতে গত ১২ ফেব্রুয়ারি টাকি নাট্যম সংস্থার পক্ষ থেকে শিশু-কিশোরদের জন্য নাটকের প্রশিক্ষণ কেন্দ্র ‘ইচ্ছেপূরণ’-এর উদ্বোধন হয়। উদ্বোধন করেন নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী। ওই দিন টাকি নাট্যম-এর তরফে ‘বন জোছনা’ নাটকটি মঞ্চস্থ হয়। |
কবি সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • গোপালনগর |
বাল্মীকি সাহিত্য পত্রিকার উদ্যোগে রবিবার গোপালনগরের বারাকপুর বিভূতিভূষণ স্মৃতিঘাটে এক কবি সম্মেলন অনুষ্ঠিত হল। সম্মেলনে স্থানীয় ট্যাংরাকলোনি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার রায়ের উপন্যাস ‘তরুণী শাহানারা’ প্রকাশিত হয়। |