টুকরো খবর
ইউনিনর থেকে সরতে চায় টেলিনর
টেলিকম সংস্থা ইউনিনরে এ বার ইউনিটেকের সঙ্গে যৌথ উদ্যোগ থেকে সরে দাঁড়াতে চায় টেলিনর। বদলে নয়া ভারতীয় সঙ্গী খোঁজা হচ্ছে বলে দাবি সংস্থার। সুপ্রিম কোর্ট টু-জি স্পেকট্রাম লাইসেন্স বাতিলের পরেই ভারতে নিজেদের লগ্নি নিয়ে চিন্তায় পড়েছিল টেলিনর। কারণ লাইসেন্স বাতিল হওয়া সংস্থাগুলির মধ্যে থাকা ইউনিনরে নরওয়ের এই সংস্থারই সিংহভাগ অংশীদারি। টেলিনরের অভিযোগ, তাদের ভারতীয় সহযোগী ইউনিটেক যৌথ উদ্যোগটির শর্ত ভাঙাতেই বাতিল হয়েছে ইউনিনরের লাইসেন্স। এর ফলে লগ্নি, গ্যারান্টি-সহ সব ক্ষেত্রে স্বার্থহানি হওয়ায় ক্ষতিপূরণও দাবি করেছে তারা। তবে দায় অস্বীকার করে, চুক্তির গোপনীয়তা ভাঙার অভিযোগে টেলিনরের বিরুদ্ধে আদালতে যাওয়ার কথা জানিয়েছে ইউনিটেক।

দেশের বাজারে পা রাখল ওয়ার্ল্ডসিম
এখন ভারতেও ‘ওয়ার্ল্ডসিম’-এর মোবাইল সিম কার্ড কেনার সুযোগ পাবেন গ্রাহক। দেশে এই সিম কার্ড বিপণনের জন্য তামিলনাড়ুর সংস্থার হাস১০-এর সঙ্গে চুক্তি করেছে লন্ডনের এই সংস্থা। এই সিম কার্ডটি একটি প্রিপেড কার্ড। নম্বরটি ব্রিটেনের এবং সারাজীবন ব্যবহার করা যাবে। রোমিং-এ থাকার সময়ে ওই একই নম্বর ব্যবহার করা যাবে ২২০টি দেশে। যার মধ্যে ৯০টি দেশে বিনামূল্যে ফোন পেতে পারবেন গ্রাহক। সংস্থার দাবি, এর মাধ্যমে গ্রাহক প্রায় ৯৫% খরচ বাঁচানোর সুযোগ পাবেন। এতে টাকা ভরা যাবে ইন্টারনেট ব্যবহার করেই। প্রাথমিক পর্যায়ে হায়দরাবাদ ও কোচি বিমান- বন্দরে এই কার্ড কেনা যাবে। পরবর্তী ক্ষেত্রে দেশের সব বিমানবন্দরেই কার্ড মিলবে বলে জানিয়েছে হাস১০। উত্তর-পূর্ব ভারতে এর বিপণনের জন্য কলকাতার এ৩ কমিউনিকেশনের সঙ্গে চুক্তিও করেছে তারা।

ডিলারদের নতুন সংগঠন
বাম জমানার ওয়েস্টবেঙ্গল এমআর ডিলার্স অ্যাসোসিয়েশন ভেঙে গেল পশ্চিম মেদিনীপুরে। জন্ম নিল ‘মেদিনীপুর জেলা রেশন ডিলার সংগঠন’। বুধবারই নতুন সংগঠনের কথা ঘোষণা করা হয়। নতুন সংগঠনের জেলা সম্পাদক মৃত্যুঞ্জয় শ্যামলের দাবি, “শুরুতেই আমাদের সংগঠনে জেলার প্রায় সাড়ে ৫০০ রেশন ডিলার যোগ দিয়েছেন।” তাঁর অভিযোগ, “এত দিন যে সংগঠনে ছিলাম সেখানে একনায়কতন্ত্র চলছিল।” পুরনো সংগঠনের সম্পাদক মুকসেদ আলি বলেন, “নতুন সংগঠন হতেই পারে। ডিলারেরাই বুঝবেন কোন সংগঠন তাঁদের জন্য কাজ করে।” জেলায় প্রায় ১৪০০ রেশন ডিলার রয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.