রামপুরহাটে জেলেই বিয়ে
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
আদালতের নির্দেশে রামপুরহাট মহকুমা সংশোধনাগারে সুখদেব ও পুতুলের চার হাত এক হল। সুখদেব বাগদি ওই সংশোধনাগারের বিচারাধীন বন্দি। তাঁর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার পরেও বিয়ে করতে অস্বীকার করার অভিযোগ দায়ের করেছিলেন পুতুল বাগদি। দু’জনেই ময়ূরেশ্বর থানার বহড়া গ্রামের বাসিন্দা। বুধবার আদালতের নির্দেশে সংশোধনাগার চত্বরে তাঁদের বিয়ে হল। বিয়ের সময় সেখানে উপস্থিত ছিলেন তাঁদের আট বছরের মেয়ে দুঃখিনীও। সরকার পক্ষের আইনজীবী সন্তোষ বন্দ্যোপাধ্যায় জানান, ২০০২ সালের ৯ সেপ্টেম্বর ময়ূরেশ্বর থানায় পুতুলের বাবা মহাদেব বাগদি অভিযোগ করেন, সুখদেব তাঁর মেয়েকে বিয়ে করার প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। সেই সময় পুতুল অন্তঃসত্ত্বা ছিলেন। আদালতের নির্দেশে পুলিশ সুখদেব ও পুকুলের ডিএনএ পরীক্ষা করে। প্রমাণিত, হয় পুতুলের সন্তানের পিতা সুখদেবই। মামলার সাক্ষ্য প্রমাণ চলাকালীন সুখদেব এলাকা ছেড়ে পালান। জানুয়ারিতে পুলিশ ধরলে সুখদেব পুতুলকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন। রামপুরহাট আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক এস কুমার তাঁদের বিয়ের নির্দেশ দেন। |
দোকানে চুরি, গ্রেফতার ২
নিজস্ব সংবাদদাতা • ইলামবাজার |
ইলামবাজারের মোবাইল দোকান থেকে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করল পুলিশ। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “ডিসেম্বর মাসে ইলামবাজারের একটি মোবাইল দোকানে চুরি হয়েছিল। দু’জনকে গ্রেফতার করা হয়েছে। লক্ষাধিক টাকার জিনিস উদ্ধারও হয়েছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০ ডিসেম্বর ওই দোকানের দরজা কেটে মোবাইল, টাকা, মোবাইল সংক্রান্ত নানা জিনিস নিয়ে পালিয়েছিল দুষ্কৃতীরা। পরের দিন ইলামবাজার থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন ওই দোকানের মালিক। পুলিশ সুপারের নির্দেশে ইলামবাজার থানার ওসি ত্রিদীব প্রামাণিকের নেতৃত্বে একটি তদন্তকারী দল গঠন হয়েছিল। বুধবার ওই দল ইলামবাজার থানার সাবাজপুরের বাসিন্দা সাহেব শেখ ও ভগবতী বাজারের বাসিন্দা সাদ্দাম শেখকে গ্রেফতার করে। |
চুরির অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট ও মহম্মদবাজার |
জানলার লোহার রড ভেঙে এখটি ট্যাক্স কনসালটেন্সি অফিসে চুরির ঘটনা ঘটল। মঙ্গলবার রাতে রামপুরহাটের কবরস্থান সংলগ্ন এলাকায় এই চুরি হয়। ট্যাক্স কনসালট্যান্ট কামাল হাসানের অভিযোগ, “অফিস থেকে ল্যাপটপ ও নগদ টাকা চুরি গিয়েছে।” তিনি গত বিধানসভা নির্বাচনে হাসান কেন্দ্র আরসিপিআই-এর প্রার্থী হয়েছিলেন।অন্য দিকে, দড়ি দিয়ে রাস্তা আটকে পর পর তিনটি মোটরবাইক ছিনতাই হল মহম্মদবাজারে। মঙ্গলবার রাত সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে আঙ্গারগড়িয়া-সেকেড্ডা রাস্তায় ঘটনাটি ঘটে। আরোহীদের মারধর করে দুষ্কৃতীরা টাকা, মোবাইল লুঠ করে। |