ছবি-শিকারে গিয়ে ‘আক্রান্ত’ শাকিরা |
বেড়াতে গিয়ে সি-লায়নের খপ্পরে পড়লেন পপ গায়িকা শাকিরা। দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের সমুদ্র সৈকতে আচমকাই শাকিরার দিকে তেড়ে আসে সিলের গোত্রভুক্ত ওই সামুদ্রিক স্তন্যপায়ীটি। তবে ভাই টনির তৎপরতায় অক্ষতই আছেন শাকিরা। ফেসবুকে শাকিরা জানিয়েছেন, এক দল পর্যটকের সঙ্গে সি-লায়ন দেখতে গিয়েছিলেন তিনি। মোবাইলে ছবি তুলতে গিয়ে সেগুলির খুব কাছাকাছি চলে যান তিনি। তখনই তাঁর দিকে তেড়ে আসে একটি সি-লায়ন। শাকিরার কথায়, “নড়তে পারছিলাম না ভয়ে। টনি সামনে লাফিয়ে পড়ে আমাকে ওখান থেকে সরিয়ে নিয়ে গেল।” তাঁর দাবি, “ফোনটাকে ও নিশ্চয়ই মাছ বলে ভুল করেছিল। তাই ওটা কেড়ে নিতে আমার দিকে তেড়ে এসেছিল।”
|
বিএসএফের বিরুদ্ধে নালিশ হাসিনার |
বিএসএফের বিরুদ্ধে আমেরিকার কাছে নালিশ জানাল বাংলাদেশ। কাল রাতে আমেরিকার সহকারী বিদেশ সচিব রর্বাট ও ব্লেকের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে তিনি জানান, ভারতীয় সীমান্ত রক্ষীদের হাতে বাংলাদেশিরা অত্যাচারিত এবং খুন হচ্ছেন। ভারত সরকার বার বার তা বন্ধের আশ্বাস দিলেও কাজ হয়নি। হাসিনার সহকারী প্রেসসচিব নজরুল ইসলাম আজ এই কথা জানিয়েছেন। বাংলাদেশের বিদেশ সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির হিসেব অনুযায়ী গত তিন বছরে ভারতীয় সীমান্তরক্ষীদের হাতে বিভিন্ন চেকপোস্টে ১৪১ জন বাংলাদেশি খুন হয়েছেন।
|
পাক বিদেশসচিব হচ্ছেন জিলানি |
পাকিস্তানের পরবর্তী বিদেশসচিব হচ্ছেন জলিল আব্বাস জিলানি। বর্তমান পাক বিদেশসচিব সলমন বশির অবসর নিচ্ছেন আগামী ৩ মার্চ। তাঁরই স্থলাভিষিক্ত হবেন পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির ঘনিষ্ঠ আত্মীয় জিলানি। প্রসঙ্গত, ২০০৩ সালে কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের অর্থ সাহায্য করার অভিযোগে তৎকালীন পাক ডেপুটি হাই কমিশনার জিলানিকে বহিষ্কার করেছিল ভারত। অবসরের পর সলমন বশির ভারতে পাক হাই কমিশনার হিসেবে নিযুক্ত হতে পারেন বলেও জানা গিয়েছে। |