|
|
|
|
অসুস্থ ৬১ |
পানীয় জলে দূষণ ছড়াল পর্ণশ্রীর আবাসনে |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
নিকাশি পাইপ ফেটে পানীয় জলে দূষণ ছড়াল কলকাতা পুরসভার ১৩২ নম্বর ওয়ার্ডের পর্ণশ্রীতে। সেখানে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের একটি সমবায় আবাসনে ওই জল খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন ৬১ জন। এ ব্যাপারে মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ বলেন, “অসুস্থ বাসিন্দাদের ডায়েরিয়ার চিকিৎসা করা হয়েছে। পুরসভার মেডিক্যাল টিম ওই অঞ্চলে কাজ করছে। ক্যাম্প করে প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়া হয়েছে।”
মেয়রের পাশের ওয়ার্ডের ওই আবাসনটিতে প্রায় হাজার দুয়েক লোকের বাস। একটি গভীর নলকূপের মাধ্যমে জল উঁচু ট্যাঙ্কে ভর্তি করা হয়। তা সরবরাহ করা হয় বিভিন্ন কোয়ার্টার্সে। পুরসভার নজরদারিতেই ওই কাজ হয় বলে কো-অপারেটিভ সূত্রে জানা গিয়েছে। সোমবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পেটের রোগে কাহিল হয়ে পড়েছেন অনেকেই। আবাসনের বাসিন্দা বনানী রাহা, সুচিত্রা মণ্ডলরা বলেন, “গত শনিবার থেকেই বাড়ির সবাই পেটের অসুখে ভুগতে শুরু করেছে। প্রথমে বুঝতে পারিনি। তার পরে দেখা গেল জলে খুব দুর্গন্ধ।”
কী ভাবে ঘটল ওই ঘটনা? মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, “বহু পুরনো পাইপে কোনও ভাবে ফাটল ধরেছে। পুর-কর্মীরা পাইপলাইন সারানোর কাজ শুরু করেছেন। পরিস্থিতি সামাল দিতে পুরসভার গাড়ি করে ওই আবাসনে পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে।” কিন্তু ওই জলে সামাল দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন আবাসিকেরা। বনানীদেবী বলেন, “মুখে প্লাস্টিক বেঁধে স্নান করছি। জল ফুটিয়ে খাচ্ছি। এক অস্বস্তিকর পরিস্থিতি।” মেয়র বলেন, “দীর্ঘদিন ধরে ওই আবাসিকদের অনুরোধ করা হয়েছিল গার্ডেনরিচের জল নেওয়ার জন্য। ওঁরা নেননি। এখন কী ব্যবস্থা নেওয়া যায়, তা ভাবা হচ্ছে।” |
|
|
|
|
|