টুকরো খবর
পাট্টা দিল পঞ্চায়েত
শুক্রবার এলাকার ২০২ জনকে পাট্টা বিলি করল মাটিগাড়া পঞ্চায়েত সমিতি। এ দিন বিকালে একটি অনুষ্ঠানের মাধ্যমে পাট্টা বিলি হয়। অনুষ্ঠান শুরুর আগে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আঠারোখাই অঞ্চল কমিটির উদ্যোগে একদল তৃণমূল কর্মী পাট্টা বিলি করতে দেবেন না বলে মাইকে হুমকি দিলে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে বিডিও বীর বিক্রম রাই ভূমি সংস্কার দফতর, মাটিগাড়া পঞ্চায়েত সমিতি, আন্দোলনকারীদের নিয়ে আলোচনায় বসেন। অভিযোগ মেনে নেন ভূমি সংস্কার দফতরের কর্মীরা। পঞ্চায়েত সমিতির তরফে বাদ পড়া দুঃস্থদের দ্রুত পাট্টা বিলি করা হবে বলে ঘোষণা করা হলে পরিস্থিতি শান্ত হয়। অঞ্চল তৃণমূলের সহ সভাপতি অভিজিৎ পাল বলেন, “এদিন যে সমস্ত পাট্টা বিলি হয় সেগুলি সিপিএমের আমলে বাছাই করা হয়েছিল। বাছাইয়ের সময়ে সিপিএম দলবাজি করেছে। তৃণমূল সমর্থকদেরগুলি বাতিল হয়। এর বিরুদ্ধেই আমরা এদিন আন্দোলন করি। বিডিও’র আশ্বাসে শেষ পর্যন্ত পাট্টা বিলিতে বাধা দেওয়া হয়নি। তবে দ্রুত দাবিপূরণ না-হলে পঞ্চায়েত সমিতি অচল করে দেওয়া হবে।” বিডিও বলেন, “ব্লক ভূমি সংস্কার দফতরের তরফে কিছু ত্রুটি হয়েছে। সেগুলি ঠিক করতে বলা হয়েছে। ভবিষ্যতে যাতে এই ধরনের অভিযোগ না-ওঠে সেই ব্যাপারেও আধিকারিকদের সতর্ক করা হয়।” সিপিএমের বক্তব্য, আবেদন বাছাই করেছে ব্লক ভূমি সংস্কার দফতর।

ছাত্র সংসদ হাতবদল
ছাত্র পরিষদে গোষ্ঠীদ্বন্দ্বে ছাত্র সংসদে থাবা বসাল তৃণমূল ছাত্র পরিষদ। সোমবার ঘটনাটি ঘটে শিলিগুড়ি কমার্স কলেজে। পাশাপাশি এদিন বাগডোগরা কলেজেরও ছাত্র সংসদ দখল করে টিএমসিপি। শিলিগুড়ি কমার্স কলেজে তৃণমূল ছাত্র পরিষদের জমা প্যানেলে ছাত্র পরিষদের কুন্তল বসু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সহকারি সম্পাদক সহ বাকি সমস্ত পদে তৃণমূল ছাত্র পরিষদের প্রার্থীরা জয়ী হন। ছাত্র পরিষদের তরফে দাবি করা হয়েছে, জোটবদ্ধ ভাবে ছাত্র সংসদ গঠন করা হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের দার্জিলিং জেলা সম্পাদক নির্ণয় রায় বলেন, “ছাত্র পরিষদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল। আমরা আমাদের প্যানেল জমা দিই। সেটা থেকেই প্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন।” কমার্স কলেজের ছাত্র সংসদ নির্বাচনে ২৪টি আসনের মধ্যে ১৫টি ছাত্র পরিষদ এবং ৯টি টিএমসিপি দখল করে। বাগডোগরা কলেজে ছাত্র সংসদ গঠন করল তৃণমূল ছাত্র পরিষদ। ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হয়েছেন বিবেক ওঁরাও। ওই কলেজের ছাত্র সংসদের নির্বাচনে ত্রিমুখি প্রতিদ্বন্দ্বিতা হয়। কলেজ সূত্রে খবর, সব চেয়ে বেশি ২২ টি আসনে জেতে তৃণমূল ছাত্র পরিষদ। এসএফআই ২১ টি আসন এবং ছাত্র পরিষদ পায় ৩ টি আসন। এসএফআইয়ের জেলা সম্পাদক সৌরভ দাস বলেন, “আমরা ২২টি আসন পেলেও মানা হচ্ছে না। এ দিন ৫ প্রার্থীকে মারধর করা হয়। পুলিশে অভিযোগ জানানো হয়েছে। এসএফআইয়ের অভিযোগ ঠিক নয় বলে দাবি করেন টিএমসিপি।

বিক্ষোভ
বকেয়া বেতনের টাকা অন্য ডিপোর তুলনায় কম পাঠানোয় ক্ষুব্ধ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের আলিপুরদুয়ার ডিপোর কর্মীরা বিক্ষোভ দেখালেন। সোমবার দুপুর নাগাদ ওই বিক্ষোভ আন্দোলনের জেরে প্রায় এক ঘন্টা সরকারি বাস পরিষেবা বন্ধ থাকে। নিগমের আলিপুরদুয়ারের ডিপো আধিকারিক কানাই দাস বলেন, “কর্মীদের ডিসেম্বর ও জানুয়ারি মাসের বেতন বকেয়া রয়েছে। ডিসেম্বর মাসের বকেয়া বেতনের ৬৪ শতাংশ টাকা এদিন ব্যাঙ্কে জমা পড়েছে খবর পেয়ে কর্মীরা বিক্ষোভ দেখায়। কর্তৃপক্ষ আশ্বাস দিলে আন্দোলন উঠে যায়।” ডিপোর বাস চালক রতন দে, দীপক রায় জানান, ডিসেম্বর মাস থেকে কর্মীদের বেতন হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং পরিবহণ মন্ত্রী মদন মিত্র দ্রুত বকেয়া মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। কিন্তু ডিসেম্বর মাসের বেতনের ৭৫ শতাংশ অন্য ডিপোগুলিতে দেওয়া হলেও আলিপুরদুয়ারে পাঠানো হয়েছে ৬৪ শতাংশ। কর্মীদের কেউ ওই বৈষম্য মেনে নিতে পারছে না। অবসরপ্রাপ্ত কর্মী নির্মলকুমার সাহা জানান, চার মাসের পেনশন বকেয়া ছিল। ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে এক মাসের টাকা দেওয়া হয়েছে। তিন মাসের পেনশন বকেয়া রয়েছে।

সংসদে বামেরা
কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সোমবার আলিপুরদুয়ার কলেজে ছাত্র সংসদ গঠন করল এসএফআই। কলেজের অধ্যক্ষ সুব্রত পঞ্চানন জানান, প্রসেনজিৎকিশোর মুন্সি ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কলেজ সূত্রে জানা গিয়েছে, গত ৪ ফ্রেবুয়ারি ছাত্র সংসদের নিবার্চনে এসএফআই ২৯টি এবং তৃণমূল ছাত্র পরিষদ ও ছাত্র পরিষদ জোট ১৮টি আসনে জয়লাভ করে। গত ৬ ফেব্রুয়ারি ছাত্র সংসদ গঠনের সময় জোটের পক্ষ থেকে এসএফআই-র শ্রেণি প্রতিনিধিদের কলেজে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। শুরু হয় গোলমাল।

পঞ্চানন বর্মার জন্মজয়ন্তী পালন
শিলিগুড়ির পঞ্চানন স্মারক সমিতির উদ্যোগে আজ, মঙ্গলবার ঠাকুর পঞ্চানন বর্মার জন্মজয়ন্তী পালন করা হবে। ওই উপলক্ষ্যে শিলিগুড়ির নৌকাঘাট মোড়ে পঞ্চানন মূর্তির সামনে সকালে আনুষ্ঠান হবে। শিবমন্দির বিএড কলেজের মাঠে বিকেলে হবে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। শিলিগুড়ির পঞ্চানন স্মারক সমিতির সম্পাদক চিত্তরঞ্জন বর্মন জানান, এ বছর পঞ্চানন বর্মার ১৪৭ তম জন্মজয়ন্তী পালন করা হচ্ছে।

সদ্যোজাতের দেহ
মহানন্দা নদীর পাড় থেকে একটি সদ্যোজাতের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। সোমবার শিলিগুড়ি থানা এলাকার তথা পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে মহানন্দা পাড়ায় ঘটনাটি ঘটেছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

পুড়ল চানাচুর কারখানা
আগুন লেগে পুড়ে গেল একটি চানাচুর কারখানা। সোমবার বেলা ১ টা নাগাদ শিলিগুড়ি পুরসভার ৪৩ নম্বর ওয়ার্ডের প্রকাশনগর এলাকায় এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে দমকলের ২ টি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কী করে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে দমকল। দমকল সূত্রে জানা গিয়েছে, এ দিন কারখানায় চানাচুর তৈরির কাজ করছিলেন কর্মীরা। তেল গরম করার সময় সেখান থেকেই কারখানায় আগুন লাগে। আতঙ্কিত কর্মীরা কারখানা ছেড়ে বাইরে বেরিয়ে পড়েন। কারখানা লাগোয়া বাড়িতে থাকেন মালিক। আগুন লাগার খবরে ভয় পেয়ে তিনি এবং পরিবারের লোকেরাও বাড়ি থেকে বেরিয়ে পড়েন। পরে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। এলাকার কাউন্সিলর রাগিণী সিংহ বলেন, “চানাচুর কারখানাটি আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে। কী ভাবে আগুন লাগল তা দমকলকে খতিয়ে দেখতে বলেছি।”

পলাতক স্বামী
পারিবারিক বিবাদের জেরে স্ত্রীর গায়ে আগুন দিয়ে পালিয়ে গেলেন স্বামী। রবিবার রাতে ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার শহরের ৯ নম্বর ওয়ার্ড এলাকায়। আলিপুরদুয়ার থানার আইসি মনোজ চক্রবর্তী বলেন “রাতে ঝগড়ার সময় কৃষ্ণ রায় নামে এক ব্যক্তি তাঁর স্ত্রী পম্পা দেবীর গায়ে আগুন দিয়ে পালায়। পম্পা দেবীকে আলিপুরদুয়ার মহকুমা হাসপাতলে ভর্তি করানো হয়েছে।” পম্পা দেবীর মা ঊষা দাস জামাই কৃষ্ণ রায় এবং মেয়ের শাশুড়ির বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। পুলিশ জানায়, অভিযুক্তরা পলাতক।

চা ও আদিবাসী উৎসব
রাজ্য অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের উদ্যোগে শুরু হল ৪ দিনের চা ও আদিবাসী উৎসব। সোমবার সন্ধ্যায় শামুকতলা সাঁওতালপুর মিশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই উৎসবের উদ্বোধন করেন দফতরের মন্ত্রী উপেন বিশ্বাস। ছিলেন বিধায়ক দেবপ্রসাদ রায়, অনিল অধিকারী, জোয়াকিম বাক্সলা, মিহির গোস্বামী-সহ অনেকেই।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.