|
|
|
|
জিটিএ বিল নিয়ে কেন্দ্রে মত জানিয়ে দিল রাজ্য |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
|
রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানোর আগে জিটিএ বিল নিয়ে রাজ্য সরকারের কাছে কিছু ব্যাখ্যা চেয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সোমবার সেই সব বিষয়ে নিজেদের মতামত কেন্দ্রকে জানিয়েছে রাজ্য। মুখ্যসচিব সমর ঘোষ এ দিন মহাকরণে এ কথা জানিয়ে বলেন, “মঙ্গলবার রাজ্যের বক্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পৌঁছে যাবে। ওই মন্ত্রক যে-সব বিষয়ে ব্যাখ্যা চেয়েছিল, সেই সব প্রসঙ্গ ধরেই রাজ্যের মতামত জানানো হয়েছে।
মুখ্যসচিব জানান, কেন্দ্রের যে-সব মন্ত্রক ও বিভাগের তরফে জিটিএ বিল সম্পর্কে ব্যাখ্যা চাওয়া হয়েছে, সেগুলি হল পঞ্চায়েতি-রাজ মন্ত্রক, বন ও পরিবেশ মন্ত্রক, তথ্য-সম্প্রচার মন্ত্রক এবং গ্রামোন্নয়ন মন্ত্রকের অধীন ভূমিসম্পদ বিভাগ, অর্থ মন্ত্রকের অধীন আর্থিক বিষয়ক ও ব্যয় সংক্রান্ত বিভাগ। শুধু চ্যানেলের বিষয়টি তথ্য-সম্প্রচার মন্ত্রকের অধীনে পড়ে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সেগুলি একত্র করে রাজ্য সরকারের কাছে মতামতের জন্য পাঠিয়েছিল। সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রকগুলি কী ধরনের ব্যাখ্যা চেয়েছে এবং রাজ্যই বা তার কী জবাব দিয়েছে, মুখ্যসচিব সেই সম্পর্কে কিছু বলতে চাননি। জিটিএ বিলে ছাড়পত্র দেওয়ার জন্য গোর্খা জনমুক্তি মোর্চা নেতৃত্ব ২৭ মার্চের ‘চূড়ান্ত সময়সীমা’ বেঁধে দিয়েছেন। তার মধ্যেই শিলিগুড়ি সফরের সময়, গত শনিবার রোশন গিরি, হরকা বাহাদুর ছেত্রীর মতো মোর্চা নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জিটিএ বিলে ছাড়পত্র পেতে দেরি হওয়ায় শিলিগুড়িতে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রীও। তিনি জানান, জিটিএ চুক্তি রূপায়ণ ত্বরান্বিত করার আর্জি জানাতে তিনি ২২ ফেব্রুয়ারি দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে যাবেন।
|
শাহরুখই বাংলার ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসডর হতে রাজি হলেন বলিউড অভিনেতা শাহরুখ খান। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এ কথা জানান। গত ১০ নভেম্বর কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখকে ওই প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। তাঁর আপত্তি নেই বলে মৌখিক ভাবে জানিয়েছিলেন ওই অভিনেতা। অবশেষে সম্মতি জানিয়ে এ দিন তাঁর চিঠি এসেছে মহাকরণে। শাহরুখ লিখেছেন, ‘কলকাতা আমার দ্বিতীয় বাড়ি। এ রাজ্যের মানুষের কাছ থেকে অনেক ভালবাসা পেয়েছি। তাই এই সম্মান পেয়ে আমি গর্বিত।’ |
|
|
|
|
|