টুকরো খবর
তৃণমূলের পতাকা নিয়েই বিধায়কের কাছে বিক্ষোভ
শিল্পশহর হলদিয়ায় সিইএসসি-র নির্মীয়মাণ বিদ্যুৎ-প্রকল্পে কাজের দাবিতে তৃণমূল বিধায়কের দফতরের সামনে শাসকদলেরই পতাকা নিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় মানুষ। সোমবার দুর্গাচকে হলদিয়ার তৃণমূল বিধায়ক শিউলি সাহা-র দফতরের সামনে বিক্ষোভকারীদের অভিযোগ ছিল, জয়নগরে সিইএসসি-র নির্মীয়মাণ তাপবিদ্যুৎ প্রকল্পে বহিরাগতদের নিয়োগ করছেন কর্তৃপক্ষ। স্থানীয়দের কাজে নেওয়ার দাবিতে প্রকল্প এলাকায় বিক্ষোভ দেখাতে গেলে জুটছে পুলিশের লাঠি। এ দিন সকালেও স্থানীয় লোকজন প্রথমে প্রকল্প-এলাকাতেই বিক্ষোভ দেখাতে যান। এমনকী শ্রমিকদের কাজে ঢুকতেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ। পরে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। তার পরেই প্রায় তিনশো গ্রামবাসী বিধায়কের কাছে বিক্ষোভ দেখাতে যান। তখন সেখানে ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) অমিতাভ মাইতিও। বিক্ষোভ চলে তাঁকে ঘিরেও। বিধায়ক গ্রামবাসীদের আশ্বাস দেন, প্রশাসন, শিল্প-কর্তৃপক্ষ ও গ্রামবাসীদের প্রতিনিধিদের নিয়ে তিনি ও সাংসদ (শুভেন্দু অধিকারী) বৈঠক করবেন। গ্রামবাসীদের প্রকল্পের কাজে কোনও রকম বাধা না দেওয়ারও পরামর্শ দেন বিধায়ক। এসডিপিও-ও আশ্বাস দেন, প্রকল্পের কাজ ব্যাহত না করে শান্তিপূর্ণ বিক্ষোভ-আন্দোলনে পুলিশ বাধা দেবে না।

শিক্ষক প্রশিক্ষণ শিবির
নিজস্ব চিত্র।
সোমবার থেকে ঝাড়গ্রাম মহকুমার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের ‘অভিমুখীকরণ কর্মশালা’ শুরু হল। কর্মশালা চলবে বুধবার পর্যন্ত। পশ্চিম মেদিনীপুর জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শকের দফতরের উদ্যোগে এবং সর্বশিক্ষা মিশনের অর্থানুকূল্যে মহকুমার বিভিন্ন ব্লকে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। এ দিন ঝাড়গ্রাম শহরের ননীবালা বিদ্যালয়ে ঝাড়গ্রাম ব্লকের কর্মশালাটির আনুষ্ঠানিক সূচনা করেন ঝাড়গ্রামের ডেপুটি ম্যাজিস্ট্রেট ইন্দ্রদেব ভট্টাচার্য। কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সঙ্ঘমিত্র মাকুড়, ঝাড়গ্রাম মহকুমার সহকারী বিদ্যালয় পরিদর্শক সমর দাস প্রমুখ। জাতীয় পাঠক্রমের রূপরেখা অনুসারে মাধ্যমিক-স্তরের সাতটি বিষয়ে কী ভাবে শিক্ষিক-শিক্ষিকারা শ্রেণিকক্ষে পাঠদান করবেন, সে নিয়েই কর্মশালায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। জেলা বিদ্যালয় পরিদর্শক বলেন, “জঙ্গলমহলের অশান্তির কারণে গত কয়েক বছর এ ধরনের কর্মশালা করা যায়নি। এ বার ননীবালা বিদ্যালয়-সহ ঝাড়গ্রাম মহকুমার ৫টি স্কুলে কর্মশালার আয়োজন করা হয়েছে। মহকুমার ১৪৪টি স্কুলের ১০০৮ জন শিক্ষক-শিক্ষিকাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।”

ভাঙা মেলা। এগরায় ছবিটি তুলেছেন কৌশিক মিশ্র।


খেজুরির ধৃতেরা সিআইডি হেফাজতে
নন্দীগ্রাম নিখোঁজ-কাণ্ডে জেল-বন্দি দুই সিপিএম কর্মীকে এক দিনের জন্য সিআইডি হেফাজতে পাঠানোর আর্জি মঞ্জুর করল হলদিয়া এসিজেএম আদালত। এই মামলায় ৭৫ জন ‘ফেরার’-সহ (সেই সঙ্গে জেলবন্দি ৭ ও জামিনে মুক্ত ৬) মোট ৮৮ জন সিপিএম নেতা-কর্মীর নামে গত ৩০ জানুয়ারি হলদিয়া আদালতে চার্জশিট দিয়েছিল সিআইডি। ওই রাতেই ‘ফেরার’দের মধ্যে দুই সিপিএম কর্মীনাড়ু করণ ও কানাইলাল ভুঁইয়াকে খেজুরি থেকে গ্রেফতার করে সিআইডি। তাঁদের পর দিন হলদিয়া আদালতে হাজির করে সিআইডি নিজেদের হেফাজতে নিতে চায়। চার্জশিট হয়ে যাওয়ার পরে অভিযুক্তদের সিআইডি হেফাজতে নেওয়া ‘অর্থহীন’ বলে সওয়াল করেন অভিযুক্তপক্ষের আইনজীবী। আদালত ধৃতদের জেল-হাজতেই পাঠায়। এই অবস্থায় সিআইডি হাইকোর্টের শরণাপণ্ণ হলে উচ্চ আদালত জানিয়ে দেয়, চার্জশিটের পরেও ধৃতদের জিজ্ঞাসাবাদের প্রয়োজনে নিজেদের হেফাজতে নিতেই পারে তদন্তকারী সংস্থা। শেষ পর্যন্ত সোমবার নাড়ু করণ ও কানাইলাল ভুঁইয়াকে এক দিনের জন্য সিআইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দিলেন হলদিয়ার এসিজেএম। সিআইডি সূত্রের খবর, ওই দু’জনকে নিয়ে খেজুরিতে গিয়ে তল্লাশি চালানোর পরিকল্পনা রয়েছে।

জলসঙ্কট সমাধানের দাবিতে বিক্ষোভ
জলের জন্য বিক্ষোভ কাঁথিতে
তিন বছর ধরে কাঁথি-৩ ব্লকের কুসুমপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে পানীয় জলের তীব্র সঙ্কট চললেও প্রশাসন ‘নির্বিকার’ অভিযোগে এবং থমকে থাকা জলসরবরাহ প্রকল্পের কাজ অবিলম্বে চালু করার দাবিতে সোমবার কয়েকশো স্থানীয় মানুষ হাঁড়ি, কলসী, জলের বালতি নিয়ে কাঁথির জনস্বাস্থ্য কারিগরি দফতরের সহকারী বাস্তুকারের অফিসে বিক্ষোভ দেখালেন। স্থানীয় মানুষের অভিযোগ, তিন বছর ধরে জলসরবরাহ দফতরের জলের লাইন অকেজো হয়ে রয়েছে। বিকল্প কোনও ব্যবস্থা না থাকায় অঞ্চলের প্রায় ১২/১৪টি গ্রামের দশ হাজারেরও বেশি মানুষকে পুকুরের জলের উপরেই নির্ভর করতে হচ্ছে। রোগ সংক্রমণের আশঙ্কা নিয়েই প্রাথমিক বিদ্যালয় থেকে শিশু শিক্ষাকেন্দ্র, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড-ডে মিলের রান্না চলছে পুকুরের জলেই। গ্রামবাসীদের অভিযোগ স্বীকার করে নিয়েই সহকারী বাস্তুকার সুবীর ঘোষ বলেন, “বিদ্যুৎ সযোগের অভাবেই জলসরবরাহ প্রকল্পের পাম্পহাউস চালু করা যাচ্ছে না। আগামী কয়েক মাসের মধ্যে সমস্যা সমাধানের চেষ্টা হচ্ছে। এ দিনই কাঁথির গাঁধী মেলায় আসা রাজ্যের জলসম্পদ উন্নয়নমন্ত্রী সৌমেন মহাপাত্রের কাছেও গ্রামবাসীদের পক্ষ থেকে পানীয় জলের সঙ্কট সমাধানের দাবি জানানো হয়। মন্ত্রী উপযুক্ত পদক্ষেপের আশ্বাস দেন।

বাসের ধাক্কায় নিরাপত্তা কর্মীর মৃত্যু তমলুকে
সড়কে টহল দেওয়ার সময় বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে এক নিরাপত্তাকর্মীর। রবিবার রাতে তমলুকের রাধামণি বাজারের কাছে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। মৃতের নাম সত্য প্রামাণিক (৫৮)। বাড়ি নন্দকুমারের আলাশুলি গ্রামে। একটি বেসরকারি সংস্থার নিরাপত্তাকর্মী সত্যবাবু জাতীয় সড়কে টহলদারির কাজ করতেন। রবিবার রাতে রাধামণি বাজারের কাছে টহল দেওয়ার সময়ে হাওড়াগামী একটি বেসরকারি বাস তাঁকে ধাক্কা দেয়। মৃত্যু হয় তাঁর। বাসটিকে আটক করা হয়েছে। অন্য দিকে, পাঁশকুড়া থানার সিদ্ধা বাজারের কাছে ৬ নম্বর জাতীয় সড়কে সোমবার দুপুরে ট্যাক্সির ধাক্কায় মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। মৃতের নাম কমল মান্না (৭০)। বাড়ি স্থানীয় জিয়াদা গ্রামে। পুলিশ জানিয়েছে, এ দিন দুপুরে সিদ্ধা বাজার থেকে জাতীয় সড়ক ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন ওই বৃদ্ধ। সেই সময়ে খড়্গপুরগামী একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে মেচেদার একটি নার্সিংহোমে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। পুলিশ ট্যাক্সিটিকে আটক করেছে।

জেল হাজতে ধর্ষণে অভিযুক্ত সিপিএম নেতা
ধর্ষণে অভিযুক্ত সবংয়ের এক সিপিএম নেতাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম শঙ্কর দাস। তিনি সিপিএমের মোহাড় লোকাল কমিটির সদস্য। সোমবার আদালতে হাজির করা হলে বিচারক ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন। ধর্ষণের অভিযোগে সিপিএম লোকাল কমিটির নেতা গ্রেফতার হওয়ায় সবং জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বছর খানেক আগেই এই অভিযোগ উঠেছিল। অভিযুক্ত সিপিএম নেতা ইন্দিরা আবাস প্রকল্পে বাড়ি করে দেওয়ার আশ্বাস দিয়ে অভিযোগকারিণী মহিলাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। ঘটনায় আরও এক সিপিএম নেতার নাম জড়িয়েছিল। মহিলার অভিযোগ, প্রথমে পুলিশ নিতে চায়নি বলে অভিযোগ। পরে ওই মহিলা আদালতের দ্বারস্থ হন। আদালতের নির্দেশে পুলিশ তৎপর হয়। রবিবার গ্রেফতার হয় মোহাড় লোকাল কমিটির ওই সদস্য।

আজ ভ্যালেন্টাইন্স ডে। গোলাপের চাহিদা তুঙ্গে। দামও চড়া। মেদিনীপুরে সৌমেশ্বর মণ্ডলের তোলা ছবি।


‘ভুয়ো’ মহিলা সাক্ষী গ্রেফতার
‘ভুয়ো’ মহিলা সাক্ষী ধরা পড়ার ঘটনায় সোমবার চাঞ্চল্য ছড়াল ঘাটাল আদালতে। ওই সাক্ষীর বিরুদ্ধে পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেন ঘাটালের এসিজেএম অম্বরীষ ঘোষ। আদালত সূত্রে খবর, চন্দ্রকোনা থানার এক মামলায় সোমবার আদালতে সাক্ষ্য দেওয়ার কথা ছিল মালতি প্রামাণিক নামে এক মহিলার। কিন্তু, তাঁর হয়ে সাক্ষ্য দিতে আসেন উমা প্রামাণিক নামে অন্য এক মহিলা। এ দিন যখন তিনি সাক্ষ্য দিতে ওঠেন, তখনই ‘ভুয়ো সাক্ষী’র বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেন অভিযুক্তপক্ষের আইনজীবী সমীর রায়। শোরগোল পড়ে যায় এজলাসে। বিচারক তৎক্ষণাৎ নির্দেশ দেন, ওই মহিলাকে যেন চন্দ্রকোনা থানায় হাজির করানো হয়। অভিযোগকারীর আইনজীবীকেই তিনি এই নির্দেশ দেন। পুলিশ সূত্রে খবর, ওই মহিলাকে থানায় হাজির করানো হলেই তাঁকে গ্রেফতার করা হবে। পারিবারিক বিবাদের জেরে একটি মারধরের ঘটনায় এ দিন আদালতে সাক্ষ্যগ্রহণ চলছিল।

আদিবাসী উৎসব
আদিবাসী মহাসভার উদ্যোগে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পিডব্লুডি ময়দানে রবিবার হয়ে গেল আদিবাসী উৎসব। উৎসব উপলক্ষে আদিবাসী নৃত্য, ঝুমুর নাচ ও যাত্রার আয়োজন করা হয়েছিল। আদিবাসীদের উন্নয়নের লক্ষ্যে গঠিত আদিবাসী মহাসভার পাঁশকুড়া ব্লক কমিটির আয়োজনে উৎসবের উদ্বোধন করেন আদিবাসী মহাসভার রাজ্য সভাপতি জিতু সোরেন। উপস্থিত ছিলেন পাঁশকুড়ার প্রাক্তন বিধায়ক চিত্তরঞ্জন দাসঠাকুর, গোবিন্দনগর পঞ্চায়েতের প্রধান কালীপদ মাজি। আদিবাসী মহাসভার উদ্যোগে গত ৩০ জানুয়ারি থেকে পাঁশকুড়ায় আদিবাসী ফুটবল, হা-ডুডু, দৌড়, তীরন্দাজি, মুরগি-লড়াইয়ের আয়োজন করা হয়েছিল।

বালকের মৃত্যু
মাঠে খেলার সময় সাইকেলের ধাক্কা লেগে মৃত্যু হয়েছে এক বালকের। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে নন্দকুমারের গুড়িয়া গ্রামে। ত্রিদিব গুছাইত (১১) নামে ওই বালকের বাড়ি নন্দকুমারের মান্দারগেছিয়া গ্রামে। পঞ্চম শ্রেণির ছাত্র ত্রিদিব গুড়িয়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে এসেছিল। রবিবার দুপুরে গুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলার সময়ে রাস্তা দিয়ে যাওয়া সাইকেলের সঙ্গে ত্রিদিবের ধাক্কা লাগে। গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই ওই বালকের মৃত্যু হয়।

অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। নাম নলিনীবালা প্রধান। নবতিপর ওই বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয়েছেন তাঁর ছেলে নরেন্দ্রনাথ প্রধান। সোমবার ভোররাতে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানা এলাকার ফুলনি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, রবিবার রাতে বাড়িতে ঘুমিয়েছিলেন ওই বৃদ্ধা এবং তাঁর পরিবারের সদস্যেরা। ভোররাতে খড়ের ছাউনি দেওয়া ওই বাড়িতে আগুন লাগার পরে বাড়ির অন্য সদস্যেরা বেরিয়ে এলেও ওই বৃদ্ধা বের হতে পারেননি। তাঁর ছেলে ওই বৃদ্ধাকে উদ্ধার করলেও স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পথেই নলিনীদেবীর মৃত্যু হয়।

কেশপুরের স্কুলে সুবর্ণজয়ন্তী-পূর্তি
স্কুলের সুবর্ণজয়ন্তী-পূর্তিতে শোভাযাত্রা কেশপুরে। নিজস্ব চিত্র।
কেশপুর লক্ষ্মীনারায়ণ হাইস্কুলের সুবর্ণজয়ন্তী বর্ষপূর্তি অনুষ্ঠান হল সোমবার। এই উপলক্ষে দিনভর নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকালে ছাত্রছাত্রী, অভিভাবকদের নিয়ে শোভাযাত্রা বেরোয়। দুপুরে অনুষ্ঠানে ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা, মেদিনীপুর রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের প্রধান শিক্ষক স্বামী সুনিষ্ঠানন্দ, মেদিনীপুর বিএড কলেজের প্রাক্তন অধ্যক্ষ সত্যশংকর গোস্বামী, চিত্ত গরাই প্রমুখ।

নক-আউট ক্রিকেট
রবিবার বিনপুরের পল্লিক্লাব ময়দানে ‘অজিত সাহা স্মৃতি নক-আউট ক্রিকেট টুর্নামেন্ট ২০১২’-এর ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হল। এ বার ছিল টুর্নামেন্টের পঞ্চম বর্ষ। উদ্যোক্তা পল্লিক্লাব। গত ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে অংশ নেয় জঙ্গলমহলের ১৬টি ক্রিকেট-দল। রবিবার ফাইনালে ‘কাঁকো কেওয়াইসি’-কে ৩৭ রানে হারিয়ে বিজয়ী হয় ‘ঝাড়গ্রাম রুট এডুকেশন’। বিজয়ী ও বিজিত দলকে ট্রফি ও নগদ পুরস্কার দেওয়া হয়। বিজয়ী দল ‘ঝাড়গ্রাম রুট এডুকেশন’-এর অলরাউন্ডার প্রবীণ সিংহকে ‘ম্যান অফ দ্য ম্যাচ’ এবং ‘ম্যান অফ দ্য সিরিজ’-এর ট্রফি দেওয়া হয়। পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন বিনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিভাস বাস্কে, সমাজসেবী মায়া সাহা, ঝাড়গ্রাম ব্লকের সমবায় পরিদর্শক কৌশিক সাহা, চিকিৎসক বকুল মল্লিক প্রমুখ। পল্লিক্লাবের সম্পাদক সহদেব পাত্র বলেন, “এলাকার জনদরদী সমাজসেবী অজিত সাহার স্মৃতিতে ২০০৮ সাল থেকে প্রতি বছর এই টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।”

খাদ্য দফতরে ‘গাঁধী-গিরি’
খড়্গপুরে খাদ্য দফতরে যুব কংগ্রেসের বিক্ষোভ
রেশনে বণ্টন করা গমের মান খারাপ বলে অভিযোগ করল যুব কংগ্রেস। নিম্নমানের গম অবিলম্বে বাতিল করার দাবিতে সোমবার খড়্গপুর মহকুমা খাদ্য দফতরে স্মারকলিপিও দিল যুব কংগ্রেস। অভিযোগ, বর্তমানে রেশনে যে গম দেওয়া হচ্ছে তার মান খুবই খারাপ। খড়্গপুর জুড়ে সরকারি নিয়মে রেশন দোকান খোলা থাকে না বলেও অভিযোগ করা হয়। এ বিষয়ে খাদ্য দফতর যাতে উপযুক্ত পদক্ষেপ করে সে জন্য মহকুমা খাদ্য নিয়ামককে চন্দনের টিপ পরিয়ে কর জোড়ে আবেদন জানানোর মধ্যে দিয়ে গাঁধীগিরি করেন কংগ্রেস কর্মীরা। নেতৃত্ব দেন যুব কংগ্রেস নেতা অলোকেশ মহাপাত্র।

পুলিশকর্মীদের নামে ‘সমন’
শিল্পশহর হলদিয়ায় ছাত্রীকে উত্ত্যক্ত করা এবং প্রতিবাদী দোকানদারকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের মামলায় অন্যতম অভিযুক্ত কোইদ পটোয়ারিকে ধরে মারধরের সময়ে জনতার উপরে পুলিশি লাঠিচার্জের ঘটনায় অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে ‘সমন’ জারি করল আদালত। সোমবার হলদিয়া এসিজেএম আদালত হলদিয়া থানার অভিযুক্ত আইসি মোয়াজ্জেম হোসেন-সহ ৪ পুলিশকর্মীর বিরুদ্ধে সমন জারি করে আগামী ১২ মার্চের মধ্যে তাঁদের আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেন। আদালতে এ নিয়ে মামলা দায়ের করেন আইনজীবী বাপ্পাদিত্য দাস। এসিজেএম সর্বাণী মল্লিক চট্টোপাধ্যায় অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন।

জিতল টালিগঞ্জ
তমলুকের রাখাল মেমোরিয়াল ময়দানে তাম্রলিপ্ত কাপ ফুটবলে সোমবার টালিগঞ্জ ২-০ গোলে হারাল ঝাড়গ্রাম ডিয়ার পার্ককে। তমলুকের খেলাঘর ক্লাবের পরিচালনায় রবিবার থেকে শুরু হয়েছে এই টুর্নামেন্ট।

অস্ত্র-সহ ধৃত
এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতে উদ্দেশ্যহীন ভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করার অভিযোগে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। খবর পেয়ে ভবানীপুর থানার পুলিশ রবিবার মধ্যরাতে হলদিয়ার গাঁধীনগরে হানা দিয়ে গ্রেফতার করে শেখ সিরাজুলকে। ধৃতের বাড়ি ওই এলাকাতেই। ধৃতের বিরুদ্ধে চুরি, ছিনতাই, তোলাবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে বলে পুলিশের দাবি। তাঁর কাছ থেকে একটি ওয়ান-শটার পিস্তল উদ্ধার হয় বলে পুলিশ জানিয়েছে।

প্রশিক্ষণ শিবির
শিশু-শিক্ষার্থীদের মধ্যে শিল্প-সংস্কৃতির প্রসার ঘটানোর লক্ষ্যে সম্প্রতি এক প্রশিক্ষণ শিবির হল সবংয়ের চাউলকুড়ি প্রাথমিক বিদ্যালয়ে। কী ভাবে ছবি আঁকতে হয়, নাটক-পট-পটুয়া পুতুলের মতো শিল্প-মাধ্যমের সঙ্গে শিক্ষার যোগ কোথায়, হাতে-কলমে তা পড়ুয়াদের বোঝানো হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.