|
|
|
|
টুকরো খবর |
বিচ্ছেদের রায় রুখেই মিলিয়ে দিল হাইকোর্ট |
নিজস্ব সংবাদদাতা |
নিম্ন আদালত থেকে বিবাহ-বিচ্ছেদের রায় পেয়ে গিয়েছিলেন আর জি কর হাসপাতালের স্টাফ নার্স শাশ্বতী গুহনিয়োগী। স্বামী বিদ্যুৎ ঘোষ কলকাতা হাইকোর্টে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আপিল করেন। তাঁদের ছ’বছরের একটি ছেলে রয়েছে। বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায় গত শুক্রবার তাঁদের বলেন, বিবাহ-বিচ্ছেদের আগে আর এক বার সম্পর্কের ফাটল বুজিয়ে ফেলার চেষ্টা করা ভাল। অন্তত ছেলের দিকে তাকিয়ে।ওই দম্পতি সোমবার বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি শুক্লা কবীরের ডিডিশন বেঞ্চের কাছে জানান, ছেলেকে নিয়ে তাঁরা সপ্তাহান্তের ছুটি কাটিয়েছেন। দু’জনেই খুশি। শাশ্বতীদেবীর আইনজীবী সুমন সেহানবিশ বলেন, তাঁর মক্কেলের বাড়িতেই দু’জনে ছিলেন। সুমনদেবীও মনে করেন, বিচ্ছেদের পালা শেষ। শাশ্বতীদেবী বিবাহ-বিচ্ছেদের মামলা করেছিলেন। এ দিন তিনি আদালতকে জানান, স্বামী তাঁর বাড়িতে থাকলে কোনও আপত্তি নেই।শুক্রবার এই আপিল মামলার শুনানির সময় বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায় জানান, তিনি চান, ওই দম্পতি নিজেদের মধ্যে কথা বলুন। যদি তাঁদের দূরত্ব ঘোচে, তা হলে সকলেই খুশি হবে। তিনি ওই দম্পতিকে নিজের চেম্বারে বসে আলোচনা করতে বলেন। সে-দিন বেলা শেষে ওই দম্পতি বিচারপতিকে জানান, প্রাথমিক কথাবার্তা বলে তাঁরা খুশি। শনি ও রবিবার তাঁরা একসঙ্গে থেকে আরও কথা বলতে চান। ডিভিশন বেঞ্চ তাঁদের অনুমতি দেয়।ওই দম্পতি আদালতকে জানান, তাঁরা খুশি। আগামী ছ’মাসের জন্য বিচারপতি নিম্ন আদালতের বিচ্ছেদের রায় স্থগিত করেন। ছ’মাস পরে তাঁরা কেমন আছেন, তা জানানোর পরে হাইকোর্ট চূড়ান্ত রায় দেবে।
|
কেএমডি-র শীর্ষ পদে এলেন পুরমন্ত্রী |
কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি বা কেএমডিএ-র চেয়ারম্যানের পদ ছেড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার ওই পদে এলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। ভাইস চেয়ারম্যান পদে যেমন ছিলেন, রইলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়।মহাকরণ সূত্রের খবর, নিজের কাজের চাপ কিছুটা কমাতেই মমতা কেএমডিএ-র শীর্ষ পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শোভনবাবু। তিনি বলেন, “পুর ও নগরোন্নয়ন মন্ত্রীই কেএমডিএ-র চেয়ারম্যান হন। এতে সমন্বয়ের ভিত্তিতে কাজ করতেও সুবিধে হবে।” ফিরহাদ বলেন, “কেএমডিএ আছে নগরোন্নয়ন দফতরের অধীনেই। মুখ্যমন্ত্রী কাজের চাপ কিছুটা লাঘব করতেই এই দায়িত্ব ছেড়েছেন।”এ দিনই কলকাতা পুরসভা অথরিটি এলাকা (কেএমএ)-র শহরাঞ্চলের গরিবদের জন্য ন্যূনতম পরিষেবা (বিএসইউপি) প্রকল্পে কেন্দ্রের অর্থ ফেরত যাওয়া আটকাতে কলকাতার লাগোয়া ৩১ পুরসভার সঙ্গে বৈঠক করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। পুরসভাগুলিকে সাত দিনের মধ্যে ওই প্রকল্পের পড়ে থাকা কাজের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন তিনি। মন্ত্রী বলেন, “কলকাতার লাগোয়া পুর এলাকায় বিএসইউপি প্রকল্পে ১৬ হাজার বাড়ি তৈরির কাজ বাকি। তার মধ্যে ১০ হাজারের কাজ আগামী ৩১ মার্চের মধ্যে শুরু করতে পারলে কেন্দ্রের টাকা ফেরত যাবে না। বাকি কাজ শেষ করতে আমরা আরও দু’বছর সময় পাব।” তাঁর দাবি, “বাম সরকারের আমলে এ ক্ষেত্রে কোনও কাজই হয়নি। সেই কারণেই এই প্রকল্পের কাজ পড়ে ছিল।”
|
ফের বস্তায় দেহ, পুলিশ নাজেহাল |
কলকাতা ও শহরতলিতে বস্তাবন্দি মৃতদেহ উদ্ধারের যেন হিড়িক পড়ে গিয়েছে! পার্ক সার্কাস, ঢাকুরিয়া, শিয়ালদহ-কল্যাণীর পরে সোমবার সকালে ২৫-২৬ বছরের এর যুবকের বস্তাবন্দি মৃতদেহ পাওয়া গিয়েছে দক্ষিণ শহরতলির বাঁকড়াহাট রোড এলাকায়। প্রতিটি ক্ষেত্রেই নিহতের নাম-পরিচয় জানতে নাকাল হতে হচ্ছে পুলিশকে। নিহতদের শনাক্ত করা যাচ্ছে না। নাগাল পাওয়া যাচ্ছে না খুনিদেরও। পুলিশ জানায়, বিষ্ণুপুর থানা এলাকার বাঁকড়াহাট রোডে পাওয়া মৃতদেহে আপাতদৃষ্টিতে আঘাতের কোনও চিহ্ন ছিল না। অনুমান করা হচ্ছে, শ্বাস রোধ করে তাঁকে খুন করা হয়েছে। যুবকটির পরনে ছিল কালো চেক টি-শার্ট এবং কালো ট্রাউজার্স। দুষ্কৃতীরা অন্য কোথাও খুন করে দেহটি ওখানে ফেলে গিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তাঁর পরিচয় পাওয়া যায়নি। কে বা কারা তাঁকে খুন করল, জানা যায়নি তা-ও। শুক্রবার বারুইপুর থানা খাসমল্লিকপুরে রাস্তার পাশে অরূপ হালদার (২৫) নামে বিষ্ণুপুর থানা এলাকার এক বাসিন্দার মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ। কারা তাঁকে খুন করেছে, এখনও তা জানা যায়নি। দিন সাতেক আগে শিয়ালদহ এবং কল্যাণী স্টেশনে চারটি বস্তায় দেহাংশ উদ্ধার করেছিল রেল পুলিশ। দেহাংশগুলি একই যুবকের কি না, তা নিয়ে তারা এখনও নিশ্চিত হতে পারেনি। তার আগে কলকাতার লেক থানা ও পার্ক সার্কাস স্টেশন থেকেও দু’টি মেয়ের বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করা হয়। কোনও ক্ষেত্রেই নিহতদের পরিচয় জানতে পারেনি পুলিশ।
|
রাতে সিপি-র নির্দেশ, বদলি কসবার ওসি |
কলকাতার পুলিশ কমিশনার রঞ্জিতকুমার পচনন্দার নির্দেশে সোমবার কসবা থানার ওসি গৌতম চট্টোপাধ্যায়কে বদলি করা হয়েছে। তাঁকে কোথায় বদলি করা হল এবং ঠিক কেন বদলি করা হল, তা অবশ্য এ দিন জানা যায়নি। তবে পুলিশি সূত্রের খবর, কসবা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পরিপ্রেক্ষিতেই এ দিন সন্ধ্যার পরে তাঁকে বদলি করা হয়। কসবার নতুন ওসি-র দায়িত্বে এসেছেন বাঁশদ্রোণী থানার ওসি সৈয়দ শাকিলুর রহমান। কলকাতা পুলিশের সাবেক এলাকা এবং সংযোজিত অঞ্চলে ইদানীং অপরাধমূলক কাজকর্ম বেড়ে যাওয়ায় নড়েচড়ে বসেছে প্রশাসন। এ দিন সকালেই মহাকরণের চাপে বড়বাজার-পোস্তা এলাকা পরিদর্শনে যেতে হয়েছিল পুলিশ কমিশনারকে। তবে দুষ্কৃতীদের দাপট সব চেয়ে বেশি কসবা এলাকাতেই। গত ২৪ জানুয়ারি কসবায় বিদ্যা দেশাই নামে এক মহিলার হার ছিনতাইয়ের পরে দুষ্কৃতীরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। ১০ ফেব্রুয়ারি ভরসন্ধ্যায় সেখানে একটি বাড়িতে ঢুকে শিশুর মাথায় বন্দুক ঠেকিয়ে লুঠপাট চালানো হয়। পরপর এই ধরনের ঘটনা ঘটায় কসবার আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে পুলিশমহলেই। তার পরেই ওসি-কে সরানোর সিদ্ধান্ত হয়।
|
বেতন হয়নি, কর্তারা ঘেরাও সিটিসি-তে |
চার মাস বেতন না-পাওয়ায় সোমবার কলকাতা ট্রাম সংস্থা (সিটিসি)-র কর্তাদের ঘেরাও করে বিক্ষোভ দেখান কিছু কর্মী। সিটিসি অফিসের চারতলায় চেয়ারম্যান, এমডি এবং অন্য কর্তাদের সকাল সাড়ে ১০টা থেকে রাত সওয়া ১১টা পর্যন্ত ঘেরাও করে রাখা হয়। অভিযোগ, সংস্থার ২৫৮ জন কর্মী বেতন পাচ্ছেন না। হেয়ার স্ট্রিট থানার ওসি বৈদ্যনাথ সাহা রাতে প্রশাসনের যোগাযোগ করে আজ, মঙ্গলবার মহাকরণে পরিবহণমন্ত্রী মদন মিত্রের সঙ্গে বিক্ষুব্ধদের চার প্রতিনিধির বৈঠকের ব্যবস্থা করেন। ঘেরাও তুলে নেওয়া হয়। সিটিসি-র চেয়ারম্যান শান্তিলাল জৈন বলেন, “ওই কর্মীদের নিয়োগ অনিয়মিত, এই যুক্তি দেখিয়ে অর্থ দফতর বেতনের টাকা মঞ্জুর করছে না।” সিটিসি, সিএসটিসি, এনবিএসটিসি এবং এসবিএসটিসি এই চার পরিবহণ নিগমের নিয়মিত কর্মীদেরও জানুয়ারির বেতন হয়নি। দফতরের এক অফিসার বলেন, “গত সপ্তাহে ওই সব নিগমের নিয়মিত কর্মীরা ডিসেম্বরের বেতন পেয়েছেন। কয়েক দিনের মধ্যেই ওঁদের জানুয়ারির বেতন দেওয়া হবে।”
|
কলেজ ভোটের পরে হাতাহাতি |
কলেজ কাউন্সিলের নির্বাচনকে ঘিরে উত্তেজনা ছড়াল তিলজলার একটি বেসরকারি প্রযুক্তি কলেজে। সোমবার ওই ঘটনায় কয়েক জন জখম হন। কর্তৃপক্ষ ঘটনার কথা স্বীকার করলেও আহত হওয়ার কথা মানতে চাননি। ৩৬টি আসনের নির্বাচনে যোগ দেয় তিনটি অরাজনৈতিক দল। সন্ধ্যায় ফল ঘোষণার পরে জয়ী ও পরাজিতদের মধ্যে গোলমাল বাধে। বচসা থেকে হাতাহাতি হয়। তবে পুলিশের কাছে কোনও অভিযোগ জমা পড়েনি। আহত এক ছাত্র জানান, কলেজের হস্টেলের নিয়ন্ত্রণ নিয়ে মাঝেমধ্যেই দু’টি গোষ্ঠীর মধ্যে গোলমাল হয়। এ দিন একটি গোষ্ঠী জিতে যাওয়ায় অন্য গোষ্ঠী চড়াও হয় তাদের উপরে।
|
দমকলের নয়া গাড়ি |
কলকাতার বস্তি ও সরু গলিতে আগুন নেভানোর জন্য ছোট গাড়ি কিনছে দমকল দফতর। ওই গাড়ি থেকে এক সঙ্গে জল ও কার্বন ডাই-অক্সাইড দেওয়া যাবে। পাইলট প্রকল্প হিসেবে আপাতত ১০টি গাড়ি কেনা হবে বলে সোমবার মহাকরণে জানান দমকলমন্ত্রী জাভেদ খান। তিনি আরও জানান, বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশিকা পাঠানো হয়েছে। তা কতটা মানছে, নজর রাখা হচ্ছে সে দিকেও। মন্ত্রী বলেন, “ফর্টিস হাসপাতালের একটি ইউনিটের লাইসেন্স নবীকরণ না করার জন্য স্বাস্থ্য দফতরকে অনুরোধ করেছে দমকল। কারণ, এই ইউনিটটি দমকল বিধি মানছে না।” ওই হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে, দমকলের নির্দেশিকা তারা মেনে চলেছে। কয়েকটি ক্ষেত্রে কাজ শুরু হয়েছে।
|
টাকা হাতিয়ে ধৃত |
সই জাল করে ব্যাঙ্ক থেকে টাকা হাতানোর অভিযোগে বিহার থেকে দুই ব্যক্তি গ্রেফতার হয়েছে। ধৃতদের নাম দেবব্রত কুমার ও পাপ্পু কুমার। পুলিশ জানায়, বড়বাজারের ব্যবসায়ী অনুপ অগ্রবাল অভিযোগ করেন, তাঁর অ্যাকাউন্ট থেকে ২৭ লক্ষ টাকা তোলা হয়েছে। এ দিকে, গড়ফার এক দোকানে চুরির অভিযোগে রবিবার তিন যুবক গ্রেফতার হয়। ধৃতদের নাম মহম্মদ শাহজাহান, রাজেশ করি ও মার্ক মণ্ডল।
|
সাইকেল পুলিশ |
ছিনতাই-ইভটিজিং রুখতে সাইকেল পুলিশ ফিরিয়ে আনা হচ্ছে বিধাননগরে। কলকাতার ধাঁচেই তৈরি হচ্ছে এই বাহিনী। তিনটে শিফ্ট মিলিয়ে মোট ১৫০ জন স্বেচ্ছাসেবীকে এ কাজে নামানো হচ্ছে। সোমবার বিধাননগর কমিশনারেটের ডেপুটি পুলিশ কমিশনার (সদর) সুব্রত বন্দ্যোপাধ্যায় এ কথা জানান। আগেও বিধাননগরে সাইকেল পুলিশ ছিল। তবে পুলিশকর্মীর সংখ্যা কমে যাওয়ায় তা বন্ধ হয়ে যায়। |
|
|
|
|
|