নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
মুম্বই ফিল্ম সোসাইটির সহযোগিতায় মঙ্গলবার থেকে মুর্শিদাবাদে শুরু হচ্ছে শিশু চলচ্চিত্র উৎসব। বহরমপুরের রবীন্দ্র সদন ও ফরাক্কার রিক্রিয়েশন হল-সহ ২০ টি প্রেক্ষাগৃহে ৫ দিন ধরে চলবে এই উৎসব। বিভিন্ন স্কুলের প্রায় ৫০ হাজার ছাত্রছাত্রীর জন্য ২০ টি বাংলা ও হিন্দি ছায়াছবি দেখানো হবে বিনা পয়সায়। জেলার তথ্য ও সংস্কৃতি আধিকারিক করুণাময়ী ভৌমিক বলেন, “সবুজ দ্বীপের রাজা, কৈলাসে কেলেঙ্কারি, দ্য গোল, রাণু প্রভৃতি ছবিগুলি বিভিন্ন দিনে দেখানো হবে। ছাত্র-ছাত্রীরা স্কুলের পরিচয়পত্র দেখিয়ে প্রেক্ষাগৃহে এই চলচ্চিত্র দেখতে পাবে।”
|
গানের এ লড়াইয়ে বিচারক জনতা। জনতার ভোটেই পুরস্কৃত হবে সেরা বাংলা গান। ‘আনন্দবাজার পত্রিকা-৯১.৯ ফ্রেন্ডস এফএম এনভিডি বাংলা সঙ্গীত পুরস্কার ২০১২’-র সাংবাদিক বৈঠকে উঠে এল প্রতিযোগিতার এই বৈশিষ্ট্যই। এ বার এই প্রতিযোগিতার দ্বিতীয় বর্ষ। রবীন্দ্রসঙ্গীত, আধুনিক ও ছায়াছবির গান, এই তিন বিভাগে থাকছে নানা পুরস্কারের আয়োজন। সোমবার শহরের একটি হোটেলে তারই সাংবাদিক বৈঠকে ছিলেন রূপঙ্কর, ঋষি চন্দ প্রমুখ। |