এত দিন লাভপুরের বুনিয়াডাঙাল হাইস্কুলে মাধ্যমিক পরীক্ষায় ভাল ফল করা পড়ুয়াদের পুরস্কৃত করার কোনও রেওয়াজ ছিল না। পুরসস্কার দেওয়ার মত আর্থিক সঙ্গতি ওই স্কুলের ছিল না। ফলে আশপাশের স্কুলের ছাত্র-ছাত্রীদের পুরস্কার পাওয়ার কথা শুনে মন খারাপের অন্ত ছিল না বুনিডাঙাল স্কুলের পড়ুয়াদের। এবার তাদের সেই অভিমানের পালা শেষ হল স্কুলেরই এক অবসরপ্রাপ্ত শিক্ষক নিখিলকুমার মণ্ডলের উদ্যোগে। সফল ছাত্র-ছাত্রীদের পুরস্কার দেওয়ার জন্য তিনি ওই স্কুলকে ৮০ হাজার টাকা দান করলেন।
|
— নিজস্ব চিত্র। |
স্থানীয় কাদোয়া গ্রামের বাসিন্দা ছাত্রদরদী ওই শিক্ষক বুনিয়াডাঙাল হাইস্কুলেরই কর্মশিক্ষার শিক্ষক ছিলেন। ওই স্কুলের মাধ্যমিকে সেরা হওয়া ছাত্র ও ছাত্রীকে তাঁর দেওয়া টাকা থেকে পুরস্কৃত করা হবে। সোমবার সেই টাকা থেকেই গত বছরের মাধ্যমিকের সেরা দুই ছাত্র-ছাত্রী পিনাকীরঞ্জন পাল ও পিয়ালী সাহাকে আনুষ্ঠানিক ভাবে তিন হাজার টাকা করে তুলে দেওয়া হয়েছে। পুরস্কার পেয়ে আপ্লুত ওই দুই পড়ুয়া জানালো, পুরস্কারের টাকা তারা পড়াশুনোর কাজে লাগাবে। স্কুলের প্রধান শিক্ষক তাপসকুমার দাস বলেন, “নিখিলবাবুর দান করা টাকায় একটি তহবিল গড়া হয়েছে। ওই টাকার সুদ থেকে প্রতিবছর স্কুলের মাধ্যমিকের সেরা দুই ছাত্র-ছাত্রীকে পুরস্কৃত করা হবে।”
এখানেই থেমে নেই নিখিলবাবুর উৎসাহ। ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াতে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, স্কুলটি উচ্চমাধ্যমিক স্তরে উন্নীত হলে উচ্চ মাধ্যমিকের সেরা দুই ছাত্র-ছাত্রীকেও পুরস্কার দেওয়া হবে। নিখিলবাবু বলেন, “পুরস্কার ছাত্র-ছাত্রীদের অনুপ্রাণিত করে। তাতে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার মান বাড়ে। নিজের জমানো টাকা এমন কাজে দিতে পেরে ভাল লাগছে।” এ দিকে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক মনিরুল ইসলাম। তিনি ওই স্কুলটিকে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত করার ক্ষেত্রে যথাসাধ্য সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। |