জারদারির সমর্থনে নেটে কন্যারা |
দীর্ঘদিন চুপ করে থাকার পর ফের পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সমর্থনে সরব হলেন তাঁর কন্যারা। আদালত অবমাননার দায়ে প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি অভিযুক্ত হওয়ার দিনেই বিপদ বুঝে বাবার হয়ে কার্যত জনমত গঠনের কাজ শুরু করে দিলেন জারদারি-তনয়ারা। বখৎওয়ার ও আসিফা ভুট্টো জারদারি। দু’জনেই আজ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ট্যুইটারে মোটামুটি একই সুরে লিখেছেন, “পিপিপি ভীরুদের দল নয়।” বখৎওয়ারের একটি ট্যুইট বলছে, “অনেকে বাবার রক্ষাকবচ নিয়ে প্রশ্ন তুলছেন। কিন্তু এটা কেউ এক বারও বলছেন না যে, কোনও রকম অভিযোগ ছাড়াই বাবা প্রায় সাড়ে এগারো বছর জেলে কাটিয়েছেন। তাই, আমরা জেলকে ভয় পাই না।” মায়ের প্রসঙ্গে বখৎওয়ারের উক্তি, “এই সাড়ে এগারো বছর ধরে এক মহিলা শহর থেকে শহরে ছুটে বেরিয়েছিলেন নিজেকে নির্দোষ প্রমাণ করতে।” গত কাল জারদারির ছোট মেয়ে আসিফা লিখেছিলেন, “জুলফিকার আলি ভুট্টো এবং বেনজির ভুট্টোর দেখানো পথই অনুসরণ করছেন প্রধানমন্ত্রী গিলানি। তাঁর জন্য গর্বিত।” তবে জারদারি-বেনজিরের পুত্র বিলাবল ভুট্টো এখনও দেশের এই রাজনৈতিক সঙ্কট নিয়ে কোনও মন্তব্য করেননি।
|
হুইটনি হিউস্টনের আকস্মিক মৃত্যুর খবর পেয়ে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি হল তাঁর নাবালিকা মেয়ে ববি ক্রিস্টিনা ব্রাউন। মায়ের মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় সে। কিন্তু পুলিশ তাকে হুইটনির ঘরে ঢুকতে না দিলে চিৎকার করে কাঁদতে শুরু করে ববি। কিছুক্ষণের মধ্যেই শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হুইটনির মৃত্যুর কারণ পরিষ্কার নয়। চিকিৎসকদের ধারণা, নেশাগ্রস্ত অবস্থায় তিনি বাথটবে স্নান করতে গিয়ে ডুবে যেতে পারেন। |