হুগলি রুরাল মেডিক্যাল অ্যাওয়ারনেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অষ্টম বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে সম্প্রতি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শ্রীরামপুর-উত্তরপাড়া ব্লকের সিমলায় রাজ্যধরপুর পঞ্চায়েতের ভবনে ওই শিবির হয়। সাধারণ রোগের পরীক্ষা ছাড়াও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা, দাঁত, চোখ, ফুসফুস, রক্তজনিত রোগের পরীক্ষা করা হয়। আকুপ্রেশার, হোমিওপ্যাথি, ফিজিওথেরাপি পরিষেবাও দেওয়া হয়। নিখরচায় ওষুধ দেওয়া হয়। প্রায় সাড়ে চারশো মানুষ সেখানে গিয়ে রোগের পরীক্ষা করান। উপস্থিত ছিলেন শ্রীরামপুরের চিকিৎসক-বিধায়ক সুদীপ্ত রায়, পঞ্চায়েত প্রধান অসীম শীল এবং বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা। সংগঠনের সম্পাদক সুভাষচন্দ্র বিশ্বাস বলেন, “স্বাস্থ্য পরিষেবাকে গ্রামে-গ্রামে বেশী করে ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য।”
|
দেশের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত এলাকায় কর্মরত হোমিওপ্যাথিক চিকিৎসকদের সমহার বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা দাবি করলেন উত্তরবঙ্গের চিকিৎসকেরা। রবিবার শিলিগুড়ির সেবক রোড এলাকায় উত্তরবঙ্গ গ্রাম পঞ্চায়েত হোমিওপ্যাথিক মেডিক্যাল অফিসার্স অ্যান্ড কমপাইন্ডার্স অ্যাসোসিয়েশনের সদস্য চিকিৎসকেরা কনভেনশন করেন। সেখানে ওই দাবিতে প্রস্তাব গ্রহণ করার পাশাপাশি আন্দোলনে নামার সিদ্ধান্ত হয়। ব্যাঙ্কের মাধ্যমে বেতন, স্থায়ী চাকরি, সার্ভিস রুল দাবি করা হয়। রাজ্য বিধানসভার স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য। তিনি চিকিৎসকদের সমস্যা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
|
কাফ সিরাপ বোঝাই লরি আটক সীমান্তে |
বাংলাদেশে পাচারের পথে ধরা পড়ল নিষিদ্ধ কাফ সিরাপ বোঝাই লরি। গ্রেফতার করা হয়েছে চালক আবদুল কালামকে। গোপন সূত্রে খবর পেয়ে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দারা গুয়াহাটি থেকে লরিটির পিছু নেয়। কাছাড় জেলার গুমড়ায় এসে গাড়িটিকে দাঁড় করালে আবদুল কালাম জানান, “চাল, সিমেন্ট ও মোরগের খাবার নিয়ে আগরতলায় যাচ্ছি।” ওই সবের নীচেই রাখা ছিল ৪৫০ প্যাকেট ‘ফেন্সিডিল’। ধৃত চালককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বাজেয়াপ্ত করা হয় কাফ সিরাপ-সহ গাড়িটি। বাজেয়াপ্ত সামগ্রীর বাজারমূল্য চল্লিশ লক্ষ টাকা। ধৃত কালামের দাবি, বঙ্গাইগাঁও থেকে কৃষ্ণ চৌধুরী নামে এক ব্যক্তি এগুলি আগরতলায় নিয়ে যেতে গাড়িতে তুলে দিয়েছে। এর বেশি কিছু তিনি জানেন না।
|
শিশুদের জন্য পৃথক নেফ্রোলজি ওয়ার্ড চালু হল কলকাতার ‘ইনস্টিটিউট অফ চাইল্ড হেল্থ’-এ। অধিকর্তা অপূর্ব ঘোষ জানিয়েছেন, এ বার থেকে তাঁরা শিশুদের ডায়ালিসিসও শুরু করছেন। এখনও পর্যন্ত এ রাজ্যে কোথাও শিশুদের পৃথক ডায়ালিসিস ইউনিট নেই বলে তাঁর দাবি।
|
থ্যালাসেমিয়া রোগের বাহক কি না, জানতে শনিবার মানবাজার রাধামাধব বিদ্যায়তনে একটি শিবির হয়েছে। স্কুল পরিচালন সমিতির সম্পাদক চণ্ডীদাস বন্দ্যোপাধ্যায় জানান, পূর্ব মেদিনীপুর ও পুঞ্চার দু’টি সংস্থার যৌথ উদ্যোগে শিবিরটি অনুষ্ঠিত হয়েছে। |