ভর দুপুরে জনবহূল রাস্তায় এক ব্যবসায়ীর কপালে পিস্তল ঠেকিয়ে ৫ কিলো রুপো ও মোটা অঙ্কের নগদ টাকা ছিনতাই করে পালাল দু’জন দুষ্কৃতী। রবিবার দুপুরে শহরের জনবহুল ও ব্যস্ততম এলাকা খাগড়া বিবি সেন রোডে মোটরবাইকে চড়ে দু’জন দুষ্কৃতী সঞ্জীব পাল নামে ওই ব্যবসায়ীর রিকশার পথ আটকে দাঁড়ায়। তারপরে তাঁর কাছ থেকে রুপোর তৈরি আংটি ও মোটা অঙ্কের নগদ টাকা নিয়ে চম্পট দেয়। বাধা দিতে গেলে ওই ব্যবসায়ীকে পিস্তলের বাট দিয়ে মাথায় আঘাতও করা হয়। সঞ্জীববাবুকে আহত অবস্থায় বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর মাথায় একটি সেলাই পড়েছে। সঞ্জীববাবু বলেন, “দুপুর ৩টে নাগাদ বাস ধরার জন্য রিকশায় বহরমপুর বাসস্ট্যান্ড যাচ্ছিলাম। সেই সময়ে মোটরবাইকে দুজন দুষ্কৃতী হাতে পিস্তল নিয়ে রিকশার পথ আটকায়। তা দেখে চালক রিকশা ছেড়ে পালায়। আমার হাতে ধরা ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা।” আমি বাধা দিতে গেলে প্রথমে শূন্যে গুলি চালায়। পরে আমার মাথায় পিস্তলের বাট দিয়ে জোরে আঘাত করে। তারপরে হাতের ব্যাগ ছিনিয়ে নিয়ে তারা মোটরবাইক চালিয়ে চলে যায়।” পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “গুলি চালানোর কোনও প্রমাণ আমরা পাইনি। তবে পিস্তলের বাঁট দিয়ে ওই ব্যবসায়ীকে আহত করা হয়েছে। দুষ্কৃতীদের গ্রেফতারের জন্য তল্লাশি শুরু হয়েছে।”
|
মুর্শিদাবাদ জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দলগত চ্যাম্পিয়ন হয়েছে লালবাগের তরুণ সমিতি। মুর্শিদাবাদ স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার বহরমপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ক্রীড়া প্রতিযোগিতায় যোগ দেয় জেলার ১০টি ক্লাব। তার মধ্যে বয়স অনুযায়ী পুরুষ ও মহিলা বিভাগে বিভিন্ন ইভেন্টে ভাল ফল করায় তরুণ সমিতি প্রতিযোগিতায় দলগত ভাবে চ্যাম্পিয়ন হয়েছে। এর আগে ২০১১ সালেও দলগত চ্যাম্পিয়ন হয় তারা। ফলে এই নিয়ে টানা দু-বছর তরুণ সমিতি দলগত চ্যাম্পিয়নের শিরোপা পেল। সমিতির পক্ষে প্রশিক্ষক হেমন্ত ঘোষ বলেন, “এ দিন ক্লাবের হয়ে ১১০ জন প্রতিযোগী বিভিন্ন ইভেন্টে যোগ দিয়েছিল। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে যোগ দিয়ে পুরুষ ও মহিলা বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে আমাদের ক্লাবের ছেলেমেয়েরা।” প্রশিক্ষক সত্যরঞ্জন রায়ের স্মৃতিতে তাঁর নামে অ্যাথলেটিক কোচিং সেন্টার চলে লালবাগ তরুণ সমিতির পরিচালনায়। ওই কোচিং সেন্টারের শিক্ষার্থী অ্যাথলেটিক ছেলেমেয়েরা এ দিন জেলা বার্ষিক প্রতিযোগিতায় যোগ দেয়। ওই প্রতিযোগিতায় রোনার্স হয়েছে বহরমপুরের এমজিওয়াইএস ক্লাব।
|
ট্রাক্টর উল্টে মৃত্যু হয়েছে মিলন বাগদি (২৪) নামে এক যুবকের। শনিবার সন্ধ্যায় যশহরি আনখা ১ নম্বর অঞ্চলের মাধুনিয়া গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, এলাকার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা ওই যুবক শনিবার বিকালে ট্রাক্টর চালানো শিখছিলেন। হঠাৎই ট্রাক্টরটি উল্টে যায় এবং মিলনবাবু ট্রাক্টরের নিচে চাপা পড়ে গিয়ে জখম হন। স্থানীয় বাসিন্দারা ওই যুবককে উদ্ধার করে কান্দি হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই তাঁর মৃত্যু হয়। পুলিশের অনুমান, ট্রাক্টরের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। ট্রাক্টরটির যান্ত্রিক কোনও ত্রুটি আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
|
বাস দুর্ঘটনায় আহত হলেন ৩০ জন যাত্রী। রবিবার দুপুরে সুতির সাজুরমোড়ে কলকাতা থেকে বালুরঘাটের বুনিয়াদপুর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে যায় বাসটি। আহতদের মধ্যে ১১ জনকে জঙ্গিপুর ও মহেশাইল স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, সাইকেল নিয়ে রাস্তা পেরোচ্ছিল এক যুবক। তাকে বাঁচাতে গিয়েই ঘটনাটি ঘটে।
|
বাস চাপা পড়ে মৃত্যু হল দেবব্রত বিশ্বাস (৩৪) নামে এক ব্যাক্তির। বাড়ি কোতোয়ালির ভীমপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যোয় বাড়ি ফেরার সময়ে মাজদিয়াগামী একটি বাস তাকে ধাক্কা মারে। |