গন্ডারের গুঁতোয় জখম
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
জঙ্গল লাগোয়া এলাকায় লেবু বাগান পরিচর্যা করতে গিয়ে গন্ডারের গুঁতোয় গুরুতর জখম হলেন এক ব্যক্তি। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের আলিপুরদুয়ার-১ নম্বর ব্লকের শালকুমার হাট-২ গ্রাম পঞ্চায়েতের সিধাবাড়ি গ্রামে। এলাকাটি জলদাপাড়া অভয়ারণ্যের একেবারে লাগোয়া। গুরুতর জখম ওই ব্যক্তিকে কোচবিহার জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, রবীন্দ্রনাথ বিশ্বাস নামে ওই ব্যক্তির কোমরের নীচে ও বুকে ক্ষত রয়েছে। লেবু বাগানের ঝোপ থেকে গণ্ডারটি আচমকা বার হয়ে ওই ব্যক্তিকে পিছন থেকে গুঁতো দেয়। ওই ব্যক্তির চিৎকার লোকজন ছুটে গেলে গণ্ডারটি ঘাবড়ে গিয়ে ফের জঙ্গলে ফিরে যায়। জলদাপাড়ার পূর্ব রেঞ্জের আধিকারিক বুদ্ধদেব মণ্ডল বলেন, “খাবারের খোঁজে বার হয়ে গণ্ডারটি কোনও ভাবে জঙ্গল ঘেঁষা ওই লেবু বাগানে ঢুকে পড়েছিল। জখম ব্যক্তি গণ্ডারের খুব কাছে চলে যাওয়ায় সেটি হামলা করে বলে মনে হচ্ছে। খবর পেয়েই আমরা ওই এলাকায় গিয়ে জখম ব্যক্তিকে কোচবিহার জেলা হাসপাতালে পাঠাই। জখম ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা আমরাই করছি।”
|
বাঁকুড়া থেকে দামোদর পেরিয়ে অন্ডালে ঢুকে পড়েছে এই দলছুট হাতিটি।
শুক্রবার থেকে সেখানেই ঘোরাফেরা করছে সে। রবিবার ওমপ্রকাশ সিংহের তোলা ছবি। |
সাময়িক বন্ধ হাতি খেদানো
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
একটি খুদে হাতি অসুস্থ হয়ে পড়েছে। তাই রবিবার হাতিদের ওই দলটিকে তাড়ানোর কাজ বন্ধ রাখলেন বনকর্মীরা। বিষ্ণুপুর বনবিভাগের কর্মীদের তাড়া খেয়ে ২৫টি হাতির দলটি শনিবার তালড্যাংরা রেঞ্জের পাঁচমুড়া পর্যন্ত এসেছে। রবিবার সেখানেই হাতির দলটি বিশ্রাম নেয়। ওই বনবিভাগের ডিএফও বিদ্যুৎ সরকার বলেন, “দিন কুড়ি বয়সের একটি শিশু হাতি হাঁটতে হাঁটতে দুর্বল হয়ে পড়েছে। তাই একদিনের জন্য দলটিকে বিশ্রাম দেওয়া হয়েছে।” তিনি জানান, সোমবার থেকে ফের ২৫টি হাতির এই ছোট দলটিকে তাড়ানোর কাজ শুরু করা হবে। রতনপুর, ইঁন্দপুরের জঙ্গলের পথ ধরে পুরুলিয়ার জঙ্গলে দলটিকে ফেরতা পাঠানোর পরিকল্পনা রয়েছে বনদফতরের। |
মেদিনীপুরে ডগ-শো
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুর শহরের নতুনবাজার নেতাজি অ্যাথলেটিক ক্লাব ও শিশু উদ্যান কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল ‘ডগ-শো’। সব মিলিয়ে ১০০টিরও বেশি সারমেয় প্রতিযোগিতায় যোগ দেয়। এই ‘ডগ-শো’র এ বার দ্বিতীয় বর্ষ। সারমেয়দের প্রতিযোগিতা দেখতে আশপাশ এলাকার বহু মানুষ নতুনবাজার শিশু উদ্যানের মাঠে ভিড় করেন। ক্লাবের সম্পাদক তথা শহরের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৃণাল চৌধুরি বলেন, “পশুপ্রেমীদের কথা ভেবেই এ ধরনের প্রতিযোগিতার আয়োজন। একটা ধারণা রয়েছে, শুধু বড়লোকেরাই বাড়িতে পশু পালন করেন। কিন্তু তা নয়। এখানে এমন অনেকে এসেছেন, যাঁরা কোনও সরকারি অফিসের চতুর্থ শ্রেণির কর্মী বা বেসরকারি সংস্থায় কাজ করেন। এমন প্রতিযোগিতায় পশুপ্রেমীরা উৎসাহিত হন।”
|
তিন বন্ধুর সঙ্গে গত মে মাসে আলিপুর চিড়িয়াখানায় এসেছিল এই লাল
অস্ট্রেলীয় ক্যাঙারুটি। গত বছরেই মারা যায় তার দুই সঙ্গী। রবিবার মৃত্যু হয় শেষ
সঙ্গীটিরও। দূর-প্রবাসে নিঃসঙ্গতাই এখন এর একমাত্র সঙ্গী। নিজস্ব চিত্র |