টুকরো খবর
রাহুলের পথ চলা সবে শুরু: মণিশঙ্কর
উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে রাহুল গাঁধীর উপর কংগ্রেসের ‘অতি ভরসা’ বিপজ্জনক নয়। এবং এই নির্বাচনে কংগ্রেসের ফল আশাপ্রদ না হলে রাহুলের রাজনৈতিক জীবন শেষ হয়ে যাবে এটা ভাবাও ভুল। আজ এই কথা বললেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মণিশঙ্কর আইয়ার। পাশাপাশি উত্তরপ্রদেশের প্রচারে রাহুলের সঙ্গে রবার্ট বঢ়রার উপস্থিতিকে বেশি গুরুত্ব দিতে নারাজ মণিশঙ্কর বলেন, গাঁধী পরিবারের সদস্য হিসেবেই রবার্ট প্রচারে গিয়েছিলেন। তবে নির্বাচনে জিতলে সনিয়া গাঁধীর জামাতাকে সাংসদ হিসেবে মেনে নিতে কোনও আপত্তি নেই এ কথাও বলেন তিনি। আজ একটি টি ভি চ্যানেলে মণিশঙ্কর আইয়ারকে প্রশ্ন করা হয়, উত্তরপ্রদেশের নির্বাচনী প্রচারে সনিয়া গাঁধীকে বিশেষ দেখা যাচ্ছে না, তবে রাহুল গাঁধীর রমরমা দেখার মতো।
রবিবার সুলতানপুরে নির্বাচনী প্রচারে রাহুল গাঁধী ও প্রিয়ঙ্কা বঢরা। ছবি: পিটিআই
দলের যুব নেতার হাতে এত বড় দায়িত্ব ছেড়ে দেওয়া কতটা ঝুঁকিপূর্ণ? উত্তরে আইয়ার বলেন, “ঝুঁকি না নিলে জেতা যায় না। এই ঝুঁকিটা নেওয়া যেতেই পারে। আর এটা রাহুলের পথ চলা শুরু। শেষ নয়।” সনিয়া গাঁধী নির্বাচনী প্রচার থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এই মন্তব্যকেও পুরোপুরি উড়িয়ে দেন তিনি। এ ছাড়াও কংগ্রেস ‘বংশ পরম্পরায়’ রাজনীতি সমর্থন করে,এই অভিযোগের উত্তরে তিনি বলেন, নেহরু-গাঁধী পরিবারের সদস্যরা ‘গণতান্ত্রিক পদ্ধতিতে’ এই অধিকার অর্জন করেছেন।

তাওয়াং মঠে আগুনে মৃত্যু
তাওয়াংয়ের বৌদ্ধ মঠে আগুনে পুড়ে মারা গেল শিক্ষার্থী এক বালক লামা। ঘটনাটি ঘটে গত কাল সন্ধ্যায়। পুলিশ ও মঠ সূত্রে খবর, বৌদ্ধদের অন্যতম প্রধান তীর্থক্ষেত্র ১৮৬০ সালে তৈরি গালদেন নামগিয়াল লাৎসের চত্বরেই লামাদের আবাসে আগুন লেগেছিল। পূর্বের প্রবেশপথের কাছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। সেখান থেকে বাকি কাঠের বাড়িগুলিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে, লামা ফুরপা তাশির বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়। পুলিশ, এসএসবি ও জেলা প্রশাসনের কর্তারা দ্রুত মঠে পৌঁছে একজন প্রধান লামা ও চারজন যুব লামাকে উদ্ধার করেন। তবে, দশ বছরের বালক এক শিক্ষার্থী লামাকে বাঁচানো যায়নি। খারটেং গ্রাম থেকে, সন্ন্যাস ধর্মে শিক্ষা নিতে মঠে এসেছিল বালকটি। গুহা ঘিরে চাঞ্চল্য। নব-আবিষ্কৃত গুহা ঘিরে রহস্য ও আকর্ষণ বাড়ছে শহরে। সম্প্রতি গুয়াহাটির কালীপুর কদমতলা এলাকায় উমাচলের পাহাড়ে, ব্রহ্মপুত্রমুখী একটি গুহার সন্ধান পান স্থানীয় বাসিন্দারা। রাজ্য প্রত্নতত্ত্ব বিভাগের অধিকর্তা এইচ এন দত্ত জানান, গুহাটির মধ্যে ফুলের নক্শা রয়েছে। রয়েছে পাথরের কিছু অলঙ্করণ। তিনি ও উপ-অধিকর্তা রঞ্জনা শর্মা গুহাটি সরেজমিনে পরীক্ষা করেন। দত্ত বলেন, “চতুর্থ ও পঞ্চম শতাব্দীতে, মহেন্দ্রবর্মণের উমাচল শিলালিপি অনুযায়ী,ওই এলাকায় বলভদ্রস্বামীর একটি গুহামন্দির তৈরি হওয়ার উল্লেখ রয়েছে। হতে পারে, সদ্য আবিষ্কৃত গুহাটি সেই গুহামন্দিরেরই অংশ।” রঞ্জনা দেবী জানান, গুহার ভিতরে জ্যামিতিক নক্শা রয়েছে। মনে হয় সেগুলি বিশেষ উদ্দেশ্যে বানানো প্রতীক। গুহার দৈর্ঘ্য ৬.২৬ মিটার ও প্রস্থ ৫.০২ মিটার। মধ্যখানের উচ্চতা, ১.৪৮ মিটার।

আলাদা হলেও স্বামীর বাড়িতে থাকার অধিকার
আলাদা হয়ে যাওয়ার পরেও স্বামীর বাড়িতে স্ত্রীর থাকার অধিকার আছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। এ ছাড়া পারিবারিক হিংসা আইন অনুসারে স্ত্রীর জীবনধারণের জন্য প্রয়োজনীয় অর্থ দিতে তাঁর স্বামী বাধ্য বলেও জানিয়েছে শীর্ষ আদালত। ২০০৫ সালে এই পারিবারিক হিংসা আইন চালু হয়। এর আগে যে সব মহিলা তাঁর স্বামীর থেকে আলাদা থাকেন তাঁরাও এই আইনের আওতায় আসবেন বলে বিচারপতি আলতামাস কবীর এবং জে চেলামেশ্বেরের বেঞ্চ জানিয়েছে। তাঁরা আরও জানিয়েছেন, এই আইন অনুযায়ী স্বামীকে তাঁর বাড়ির একটি অংশ আসবাবপত্র দিয়ে এমন ভাবে সাজিয়ে দিতে হবে যাতে স্ত্রী ভাল ভাবে ও যথেষ্ট সম্মানের সঙ্গে জীবনধারণ করতে পারেন। ২০০৬ সালের নভেম্বর মাসে দিল্লির বাসিন্দা সবিতা ভানত তাঁর স্বামী ভি ডি ভানতের বিরুদ্ধে একটি মামলা করেন। সেই মামলায় রায় দিতে গিয়েই সর্বোচ্চ আদালত এই মন্তব্য করেছে।

পটেলের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু
প্রাক্তন বিমানমন্ত্রী প্রফুল্ল পটেলের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগের প্রাথমিক তদন্ত শুরু করল সিবিআই। তদন্তকারীরা এখনও কোনও অভিযোগ দায়ের করেননি। এয়ার ইন্ডিয়াকে ‘বায়োমেট্রিক সিস্টেম’ জোগান দেওয়ার বরাত পেতে ঘুষ দেওয়া হয়েছিল বলে দাবি করেন কানাডার নাগরিক নাজির কারিগর। নাজিরের বিরুদ্ধে মামলা শুরু করবে কানাডার পুলিশ। এই বিষয়টি সে দেশের একটি সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পরে অভিযোগ অস্বীকার করেন পটেল। ঘটনার তদন্ত চেয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে চিঠিও লেখেন তিনি। নাজিরের দাবি, প্রফুল্ল পটেলের সঙ্গে তাঁর বৈঠকের ব্যবস্থা করে দিয়েছিলেন মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার হাসান গফুর। এই তদন্তের বিষয়ে সিবিআইয়ের সঙ্গে কূটনৈতিক স্তরে যোগাযোগ করেছে কানাডার পুলিশ। তাদের কাছ থেকে নাজিরের লিখিত বিবৃতি চেয়েছেন সিবিআই কর্তারা।

মেয়েকে বাঁচাতে খুন স্বামীকে, মুক্তি মায়ের
আত্মরক্ষার জন্য স্বামীকে খুন করতে বাধ্য হয়েছিলেন ঊষা রানি। তাই খুনের মামলা থেকে তাঁকে অব্যাহতি দিল আদালত। পুলিশ সুপার জানান, গত কয়েক মাস ধরে মেয়েকে নিয়ে আলাদা থাকতেন ঊষা রানি। স্বামীর নামে পুলিশের কাছে অভিযোগও জানিয়েছিলেন তিনি। তদন্তে দেখা গিয়েছে মদ্যপ অবস্থায় ঊষা রানির উপর হামলা করেন ওই ব্যক্তি। এমনকী নিজের মেয়েকে ধর্ষণের চেষ্টাও করেন। মেয়েকে নিগ্রহের হাত থেকে বাঁচাতে গিয়ে স্বামীর মাথায় ক্রিকেট ব্যাট দিয়ে আঘাত করেন ঊষা।

সিট-রিপোর্ট নিয়ে শুনানি আজ
গোধরা পরবর্তী দাঙ্গার তদন্ত রিপোর্ট নিয়ে আগামিকাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে শুনানি। তার আগে গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী হুমকি দিলেন, গুজরাত-বিরোধী শক্তি রাজ্যের ক্ষতি করার চেষ্টা করবে। কিন্তু তারা সফল হবে না।” মোদী এবং তাঁর প্রশাসনের বিরুদ্ধে গোধরা-পরবর্তী দাঙ্গায় মদত দেওয়ার অভিযোগের তদন্ত করেছে সুপ্রিম কোর্টের গড়ে দেওয়া বিশেষ তদন্ত কমিটি (সিট)। গুলবার্গ সোসাইটি হত্যাকাণ্ডে নিহত কংগ্রেস নেতা এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরি মোদী প্রশাসনের বিরুদ্ধে যে নিষ্ক্রিয়তার অভিযোগ করেছিলেন, তার তদন্ত হয়েছে। বন্ধ খামে সেই রিপোর্ট গত সপ্তাহে জমা পড়েছে ম্যাজিস্ট্রেটের আদালতে।

সমঝোতা কাণ্ডের অভিযুক্ত ধৃত
সমঝোতা এক্সপ্রেস বিস্ফোরণ কাণ্ডের অন্যতম অভিযুক্ত কমল চৌহানকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। শনিবার ইনদওর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ২০০৭ সালের ১৮ ফেব্রুয়ারি দিল্লি-লাহৌর সমঝোতা এক্সপ্রেসে শক্তিশালী বিস্ফোরণ হয়।

আগুনে মৃত ৫ শিশু
ঝুপড়িতে আগুন লেগে মারা গেল সাত মাসের শিশু-সহ পাঁচ ভাইবোন। গুরুতর জখম তাদের মা সোনকালি মোহনলাল গুপ্ত। গত রাতে ঘটনাটি ঘটে ভিওয়ান্ডি এলাকায়। পুলিশের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগে ঝুপড়িতে।

সোমনাথকে সম্মান
২০১১ সালের অরুণকুমার চন্দ স্মৃতি সম্মান পাচ্ছেন সোমনাথ চট্টোপাধ্যায়। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন ২০১০-এ এই সম্মান চালু করেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের সার্ধশতবর্ষ ছিল বলে প্রথম বছর রবীন্দ্র-গবেষক সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে তা দেওয়া হয়। সোমনাথবাবু হবেন এই সম্মান প্রাপক দ্বিতীয় ব্যক্তি। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নীতীশ ভট্টাচার্য জানিয়েছেন, আগামী ১১ মার্চ শিলচরে আনুষ্ঠানিক ভাবে সোমনাথবাবুকে এই সম্মান প্রদান করা হবে। সেইসঙ্গে তিনি সে দিন বিপিনচন্দ্র পাল স্মারক বক্তৃতা করবেন। নির্ধারিত বিষয়, গণতন্ত্র ও সংসদীয় কাঠামো। নীতীশবাবুর কথায়, সোমনাথ চট্টোপাধ্যায় শুধু বাঙালি স্পিকার নন, শ্রেষ্ঠ সাংসদ হিসাবেও সম্মানিত হয়েছিলেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.