টুকরো খবর
আসন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ
ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী।
বিশ্বভারতীর বিএড পাঠ্যক্রমের আসন সংখ্যা বৃদ্ধির দাবি জানাল ছাত্রপরিষদ। রবিবার ছাত্রপরিষদের সদস্যেরা বিনয়ভবনে এই দাবিতে বিক্ষোভ দেখান। পরে তাঁরা বিনয়ভবনের অধ্যক্ষকে স্মারকলিপিও দেন। ছাত্রপরিষদের তরফে শেখ কাজল, জামসেদ আলি খান, অচিন্ত্য বাগদিরা বলেন, “প্রতি বছর বিশ্বভারতী থেকে বিভিন্ন বিষয়ে স্মাতক ও স্নাতকোত্তর স্তরের প্রায় ৯০০ জন উত্তীর্ণ হচ্ছেন। তাঁদের মধ্যে বেশ কয়েকশো জন বিএড পড়ার জন্য এখানে আবেদন করেন। কিন্তু ১০০ জনের বেশি ভর্তি নেওয়া হয় না। অবিলম্বে আমরা আসন সংখ্যা বৃদ্ধির দাবি জানাচ্ছি।” প্রসঙ্গত বছর দুয়েক আগে এখানকার বিএড পাঠ্যক্রমের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছিল ন্যাশানাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (এনসিটিই)। তার পরে বিএডের আসন সংখ্যা ২৭২ থেকে কমিয়ে ১০০ করা হয়। বিনয়ভবনের অধ্যক্ষ ব্রজনাথ কুণ্ডু বলেন, “ছাত্রছাত্রীরা বিএড পাঠ্যক্রমের আসন বৃদ্ধির দাবি জানিয়েছেন। তাঁদের দাবি বিবেচনা করার জন্য বিশ্বভারতী ও এনসিটিই-কে জানাব।” তাঁর দাবি, প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা-সহ আনুসঙ্গিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সুবিধা আদায়ে নতুন সংগঠন

শিক্ষা বিস্তারের মাধ্যমে সরকারি সুযোগ-সুবিধাকে কাজে লাগানো ও নানা দাবি আদায়ের জন্য সারা ভারত ওরাওঁ কল্যাণ সমিতি নামে একটি সংগঠন তৈরি করেছে টোটেম গোষ্ঠীভুক্ত আদিবাসী জনজাতির ওরাওঁ সম্প্রদায়। শুধু তাই নয়, শিক্ষা বিস্তারের মাধ্যমে কুসংস্কার দূর করা এই সমিতির উদ্দেশ্য। সেই উদ্দেশ্য সফল করতে ১১ ফেব্রুয়ারি ময়ূরেশ্বরের পাতিয়ালি গ্রামে প্রথম জেলা সম্মেলন হয়েছে। সংগঠনের রাজ্য সম্পাদক বৈজ্যু ওরাওঁ বলেন, “রাজ্যে বা দেশে আদিবাসী সম্প্রদায়ের লোকজনের জন্য শিক্ষা, স্বাস্থ্য-সহ বহু উন্নয়নমূলক প্রকল্প আছে। এ সব সম্পর্কে ওরাওঁ জনজাতির অধিকাংশ লোকজনের কোনও ধারনা নেই। এর ফলে বেশিরভাগ সুযোগসুবিধা থেকে বঞ্চিত হতে হয়। পাশাপাশি কুসংস্কার যেমন দূর করা প্রয়োজন তেমনি আর্থসামাজিক উন্নয়ন ও শিক্ষা বিস্তার ঘটানো প্রয়োজন।” তিনি জানান, সেই জন্য ওরাওঁ অধ্যুষিত বিভিন্ন স্থানে শিক্ষামূলক সেমিনার করা হচ্ছে এবং সুযোগ-সুবিধা আদায়ের জন্য সঙ্ঘবদ্ধও করা হচ্ছে।

কংগ্রেস থেকে বহিষ্কার
কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিয়ে বোলপুরের পুরপ্রধান হওয়া সুশান্ত ভকতকে দল থেকে বহিষ্কার করল কংগ্রেস। শনিবার জেলা কংগ্রেস সভাপতি অসিত মাল এ কথা জানিয়েছেন। তিনি বলেন, “সুশান্ত ভকত-সহ বোলপুরের পাঁচ কাউন্সিলার কংগ্রেসের হয়ে পুরনির্বাচনে জিতেছিলেন। দীর্ঘদিন তাঁরা দলীয় কর্মসূচিতে যোগ দিচ্ছিলেন না বলে ৬ বছরের জন্য তাঁদের বহিষ্কার করা হল।” প্রসঙ্গত গত বিধানসভা নির্বাচনের পরেই তাঁরা তৃণমূলে যোগ দেন। তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, “কংগ্রেস আবার কাকে বহিষ্কার করবে! জেলা থেকে ওদেরকেই বহিষ্কার করা হয়েছে।” সুশান্তবাবুর প্রতিক্রিয়া, “গত জুলাই মাসে কংগ্রেস ছেড়েছি। এখন কংগ্রেস থেকে বহিষ্কার করার কোনও মানে হয় না।” এই সিদ্ধান্ত নিতে দেরি হওয়ার কারণ এড়িয়ে গিয়েছেন অসিতবাবু।

স্মরণসভা
প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রী তথা মুরারই বিধানসভার ছ’বারের কংগ্রেস বিধায়ক মোতাহার হোসেনের স্মরণসভা হল। রবিবার স্মরণসভাটি হয় মুরারইয়ের গৌরাঙ্গিনী বালিকা বিদ্যালয়ে। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি প্রদীপ ভট্টাচার্য, জেলার দুই কংগ্রেস বিধায়ক অসিত মাল, অভিজিৎ মুখোপাধ্যায়, দীপা দাশমুন্সি, সিপিএমের প্রাক্তন বিধায়ক কামরে ইলাহী-সহ রাজ্যের অন্যান্য কংগ্রেস নেতৃত্ব ও বিধায়করা। এ দিনের স্মরণসভায় প্রত্যেকেই ডাক্তারবাবুর রাজনৈতিক চিন্তাধারা নিয়ে আলোকপাত করেন।

বিস্কুট ‘পাচার’, ধৃত
সোনার বিস্কুট পাচার করার অভিযোগে বাংলাদেশের এক নাগরিককে গ্রেফতার করল ইলামবাজার থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে খবর পেয়ে ইলামবাজার থানার ওসির নেতৃত্বে পুলিশকর্মীরা হানা দিয়ে সুলতান আহমেদ নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। আনুমানিক ২০০ গ্রাম ওজনের সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। আন্তর্জাতিক সোনা পাচারকারী চক্রের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে কি না পুলিশ তদন্ত চলছে। জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “সোনার বিস্কুট পাচার করার অভিযোগে বাংলাদেশের এক নাগরিককে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

পাঠ্যপুস্তক বিলি
জেলার বিভিন্ন প্রান্তের ২৫০ জন দুঃস্থ মেধাবী ছাত্র-ছাত্রীর হাতে পাঠ্যপুস্তক তুলে দিল সিউড়ির ‘নতুন সকাল’। রবিবার সিউড়ি সিধু কানু মঞ্চে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ওই পড়ুয়াদের হাতে বই তুলে দেন শহরের বিশিষ্ট মানুষজন। সংস্থার সম্পাদক মানিক দাস বলেন, “আমাদের মূল লক্ষ্য দুঃস্থ মেধাবী পড়ুয়াদের পড়াশোনায় সহযোগিতা করা।” পাঠ্যপুস্তক দেওয়া ছাড়া আগামী দিনে অন্যান্য আনুষঙ্গিক সামগ্রী দিয়েও তাদের সাহায্য করা হবে বলে জানিয়েছে ওই সংস্থা। ছিলেন জেলা স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শিবনাথ চট্টোপাধ্যায়, অবসরপ্রাপ্ত অধ্যাপক কিশোরীরঞ্জন দাস ও জেলার অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক কামিনীমোহন সরকার-সহ বহু বিশিষ্টজন।

পরীক্ষার খাতা আরএ করা হল
পরীক্ষার হল থেকে জানলার বাইরে প্রশ্নপত্র ফেলার অভিযোগে এক ছাত্রীর উত্তরপত্র ‘আরএ’ করা হল। শনিবার সিউড়ির চন্দ্রগতি হাইস্কুলে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা চলাকালীন এই ঘটনা ঘটে। সেই প্রশ্নপত্র জেরক্স করে বিলি করা হচ্ছে বলে স্থানীয়দের কাছে অভিযোগ পেয়ে পুলিশ দু’জনকে আটক করেন। পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে প্রশ্নপত্র না পাওয়ায় পরীক্ষার পরে ছেড়ে দেওয়া হয়েছে। চন্দ্রগতি হাইস্কুলের প্রধান শিক্ষক পবিত্র দাস বক্সি বলেন, “জানলা থেকে প্রশ্ন বাইরে ফেলায় বোর্ডের নির্দেশে ওই ছাত্রীর উত্তরপত্র আরএ করা হয়েছে। বাকি পরীক্ষাগুলি তিনি দিতে পারবেন।”

জাতীয়-সেমিনার
বিশ্বভারতীর অধ্যাপক সভার উদ্যোগে ১১-১২ ফেব্রুয়ারি দু’দিন ‘রবীন্দ্র বিচিত্রা’ শীর্ষক জাতীয় সেমিনার হল। রবীন্দ্রনাথের শিক্ষাভাবনা, গ্রামোন্নয়নের আদর্শ, অর্থনৈতিক চিন্তা, পল্লী পুনর্গঠন-সহ নানা বিষয় আলোচনায় উঠে আসে। বিশ্বভারতীর ছাত্র-ছাত্রী, আশ্রমিক, প্রাক্তনীরা এতে যোগ দেন। এই জাতীয় ছিলেন উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি চৈতালি দত্ত প্রমুখ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.