পাক ভূখণ্ড লিজ পেতে পারে চিন
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
আমেরিকার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার পর থেকেই চিনের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাতে উঠেপড়ে লেগেছে পাকিস্তান। সেই লক্ষ্যে এ বার পাক-অধিকৃত কাশ্মীরের গিলগিট-বালতিস্তান অঞ্চলটি ৫০ বছরের জন্য চিনকে লিজ দেওয়ার কথা ভাবছে তারা। স্বভাবতই ভারতের পক্ষে সেটা যথেষ্ট দুশ্চিন্তার কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। গত নভেম্বরে ন্যাটোর হামলায় ২৪ জন পাক সেনা মারা যাওয়ার পরেই আমেরিকার সঙ্গে সম্পর্ক খারাপ হতে থাকে পাকিস্তানের। এর পরেই চিনের সঙ্গে নিজেদের সম্পর্ক উন্নত করার জন্য ঝাঁপায় পাকিস্তান। এই বছরের জানুয়ারি মাসে পাঁচ দিনের সফরে চিনে গিয়েছিলেন পাক সেনাপ্রধান জেনারেল আশফাক কিয়ানি। সেখানে চিনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের সঙ্গে কিয়ানি ওই লিজ প্রস্তাব নিয়ে বৈঠক করেন বলে খবর। জিয়াবাও বলেন, “দু’দেশের সম্পর্কের উন্নতিতে আমরা নিজেদের মধ্যে সামরিক আদানপ্রদান বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।” পাকিস্তানের বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, চলতি বছরের জুনের মধ্যেই ওই বিতর্কিত অঞ্চলের দায়িত্ব নিতে পারে চিন। একটি স্থানীয় উর্দু পত্রিকায় এক চিন-বিশেষজ্ঞ লিখেছেন, দু’টি ধাপে গিলগিট-বালতিস্তান অঞ্চল চিনের হাতে তুলে দেওয়া হতে পারে।
প্রথমে ওই অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভার নেবে চিন। পরে তারা ধীরে ধীরে ৫০ বছরের জন্য ওই অঞ্চলের দায়িত্বভার নিজেদের হাতে তুলে নেবে বলে সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। |
সন্তানরা ইউরোপ-আমেরিকায় লেখাপড়া করুক, চাইতেন ওসামা
সংবাদসংস্থা • লন্ডন |
যে পশ্চিমী দুনিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল সবচেয়ে খারাপ, সেখানেই নিজের সন্তানদের পড়তে পাঠাতে চাইতেন ওসামা বিন লাদেন। ওসামার পঞ্চম স্ত্রী আমলের ভাই জাকারিয়া অল-সদহার দাবি এমনটাই। এই খবর প্রকাশিত হয়েছে ব্রিটেনের একটি সংবাদপত্রে। শুধু ইউরোপ-আমেরিকায় পড়তে যাওয়াই নয়, বিন লাদেন চাইতেন সন্তানরা যেন তাঁর মতো জেহাদের পথে না যায়, বরং শান্তিতে নিজেদের জীবন কাটায়। তিনি নিজে ছিলেন সৌদি আরবের এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আর পাঁচ জন বাবার মতোই নিজের ছেলে-মেয়েদের শিক্ষিত করে তুলতে চেয়েছিলেন ওসামাও। নিউ ইয়র্ক-ওয়াশিংটনে হামলার ঘটনা যে তাঁর সন্তানদের ভবিষ্যতে খারাপ প্রভাব ফেলবে, তাও চিন্তায় রেখেছিল দুনিয়ার এক সময়ের ‘মোস্ট ওয়ান্টেড’ এই জঙ্গিকে। |
ভারতীয় ছাত্রকে
খুনের চেষ্টা, ধৃত ৩ ভারতীয়
সংবাদসংস্থা • লন্ডন |
ব্রিটেনে ভারতীয় ছাত্র প্রবীণ রেড্ডিকে হত্যার চেষ্টার পিছনে জাতি বা বর্ণবিদ্বেষের কোনও সম্পর্ক নেই বলে জানিয়ে দিল পুলিশ। এমবিএ-র ছাত্র প্রবীণকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তিন ভারতীয় যুবককে। এঁরা হলেন, অমরেশ্বর আর্ভা (২৫), সাই কিশোর বালগুরি (২৫), নিশান্ত পুত্তাপকা (২৩)। কাল এঁদের টেমস ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হবে। আহত প্রবীণের বাবা সুধাকর রেড্ডি এবং এক আত্মীয়ের জন্য ২৪ ঘণ্টার মধ্যেই ভিসার ব্যবস্থাও হয়ে গিয়েছে। রবিবার রাতেই তাঁরা হায়দরাবাদ থেকে লন্ডন রওনা দেন। বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ এখানকার বর্তমান হাই কমিশনার রাজেশ প্রসাদকে রেড্ডি পরিবারের সঙ্গে সব ধরনের সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন। প্রবীণের পরিবার জানিয়েছে, প্রবীণের অবস্থা এখনও রীতিমতো আশঙ্কাজনক। |