টুকরো খবর |
মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
জাতীয় খো খো প্রতিযোগিতায় সেমি ফাইনালে উঠল বাংলার ছেলে এবং মেয়েরা। শনিবার শিলিগুড়িতে অনূর্ধ্ব১৬ এই প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে বাংলার ছেলেরা ছত্তিশগড়কে হারিয়েছে। সেমিফাইনালে বাংলার ছেলেরা মুখোমুখি হবে কর্ণাটকের। মেয়েদের বিভাগে বাংলা কোয়ার্টার ফাইনালে হারিয়েছে ঝাড়খণ্ডকে। সেমি ফাইনালে তারা কেরালার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। অন্য দিকে কাবাডিতেও বাংলার ছেলেরা সেমিফাইনালে উঠেছে। এ দিন কোয়ার্টার ফাইনালে তারা হারিয়েছে তামিলনাড়ুকে। সেমি ফাইনালে তারা খেলবে হরিয়ানার সঙ্গে। এ দিন উদ্যোক্তাদের অন্যতম তথা শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের সচিব নান্টু পাল জানান, ইচ্ছে থাকলেও ব্যস্ততার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় প্রতিযোগিতার মাঠে যেতে পারেননি। নান্টুবাবুর সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে। মুখ্যমন্ত্রী সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।
|
আত্মঘাতী স্কুলছাত্রী
নিজস্ব সংবাদদাতা • রাজগঞ্জ |
গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে দশম শ্রেণির এক ছাত্রী। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ থানার সন্ন্যাসীকাটা অঞ্চলের ভুগরিভিটা গ্রামে। পুলিশ জানায়, তাঁর নাম সেলিনা বেগম (১৫)। সে ফুলবাড়ি হাইস্কুলের পড়াশোনা করত। ঘটনাস্থল থেকে একটি ‘সুইসাইড নোট’ উদ্ধার হয়েছে। ওই নোটে সে আত্মহত্যা করেছে বলে লেখা রয়েছে। পুলিশ ও তার পরিবার সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকালে তাঁর বাবা-মা সহ পরিবারের সদস্যরা এক বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। বাড়িতে সে একাই ছিল। বাড়ির লোকেরা ফিরে এসে শোওয়ার ঘরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে তাঁকে মৃত বলে জানানো হয়। ওই ঘটনায় মাটিগাড়া থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।
|
দুর্নীতিতে অভিযুক্ত মহকুমাশাসক
নিজস্ব সংবাদদাতা • মেখলিগঞ্জ |
বিধি ভেঙে বাংলো সংস্কার ও সরকারি গাড়ির অপব্যহারই নয়, একাধিক দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ উঠেছে মেখলিগঞ্জের মহকুমাশাসকের বিরুদ্ধে। কোচবিহারের জেলাশাসকের কাছে লিখিত ভাবে অভিযোগ জানিয়েছেন মেখলিগঞ্জ মহকুমা কংগ্রেস নেতৃত্ব। অভিযোগ পেয়ে জেলাশাসক তদন্তের নির্দেশ দিয়েছেন। তার মধ্যেই শনিবার রাজ্যের অনগ্রসর কল্যাণ দফতরের মন্ত্রী উপেন বিশ্বাস, ঘোকসাডাঙায় আয়োজিত রাজ্য ভাওয়াইয়া অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে মেখলিগঞ্জ সার্কিট হাউসে গেলে অভিযোগ জানান কংগ্রেস নেতারা। তবে মহকুমাশাসক দেবাশিস কর্মকার তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, “নিয়ম ভেঙে কাজ করিনি। কারও প্রতি বিমাতৃসুলভ আচরণেরও ব্যাপার নেই।” জেলাশাসক মোহন গাঁধি বলেন, “মেখলিগঞ্জের মহকুমাশাসকের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এক জন অতিরিক্ত জেলাশাসককে পুরো বিষয়টি তদন্ত করে রিপোর্ট দিতে বলেছি।”
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
ট্রাকের ধাক্কায় এক কলেজ ছাত্রীর মৃত্যুর ঘটনা নিয়ে উত্তপ্ত হয়ে উঠল রায়গঞ্জ শহরের হাসপাতাল মোড় এলাকা। শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃত ছাত্রীর নাম টুসি দেব (১৯)। বাড়ি রায়গঞ্জের সুভাষগঞ্জ দেবপাড়া এলাকায়। তিনি রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজে স্নাতক স্তরের প্রথম বর্ষের ছাত্রী। দুর্ঘটনার পরে উত্তেজিত জনতা ট্রাকে ভাঙচুর চালিয়ে আগুন লাগানোর চেষ্টা করে। বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি সামাল দেয়। উত্তেজনা ছড়ানোর অভিযোগে এক যুবককে পুলিশ আটক করে।
|
আইনের বিরোধিতা
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
খুচরো ব্যবসায়ে বিদেশি বিনিয়োগে বিরোধিতা করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন ভারতীয় উদ্যোগ ব্যাপার মণ্ডলের সর্বভারতীয় সভাপতি শ্যামবিহারি মিশ্র। শনিবার মালদহ মার্চেন্ট চেম্বার অ্যাসোসিয়েশন ৫৬ তম বাণিজ্যিক প্রকাশ্য অধিবেশন ও রাজ্য সন্মেলনের হাজির হয়ে তিনি জানান, ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। তবে, সম্মেলনে মালদহ মার্চেন্ট চেম্বার অফ কর্মাসের সভাপতি জয়ন্ত কুন্ডু বলেন, “রাজ্য সরকারের কৃষিপণ্য আইনের তীব্র বিরোধিতা করছি। ওই আইন বাতিল করতে হবে।”
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ফাঁসিদেওয়া |
গাড়ির ধাক্কায় এক সাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৭ টা নাগাদ ফাঁসিদেওয়া থানার ফুডপার্ক এলাকায় বাইপাস সড়কে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, শিলিগুড়ির বাসিন্দা ওই যুবকের নাম পরীক্ষিতকুমার রায় (২০)। এ দিন ফুডপার্কের ভিতরে একটি কাজে এসেছিলেন ওই যুবক। বাড়ি ফেরার পথে একটি ট্রাক ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
|
কলেজে সংঘর্ষ
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
কলেজে অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধল তৃণমূল ছাত্র পরিষদ ও ছাত্র পরিষদের মধ্যে। মারপিটে দু’পক্ষের পাঁচ জন জখম হয়েছে। শনিবার সন্ধ্যায় জলপাইগুড়ি ফার্মেসি কলেজে এ ঘটনা ঘটেছে। জখমদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
|
বাইক চুরিতে ধৃত
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
বাইক চুরির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। শনিবার সকালে ঘটনাটি ঘটে চাকুলিয়া থানা এলাকায়। বিহার পুলিশের সঙ্গে যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। বেশ কিছু দিন ধরে বাইক চুরির চক্রকে ধরার চেষ্টা চালাচ্ছিল পুলিশ। ধৃতরা চাকুলিয়ার বিভিন্ন এলাকা ও বিহারের বাসিন্দা। ইসলামপুর মহকুমার পুলিশ আধিকারিক নীলকান্ত সুধীর কুমার বলেন “বাইক চুরির সঙ্গে যুক্ত অভিযোগে পুলিশ চার জনকে গ্রেফতার করেছে। এক জনকে আটক করা হয়েছে।”
|
ডাকাত গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
পাঁচ ডাকাতকে গ্রেফতার করল পুলিশ। তাদের কাছ থেকে ২টি পাইপগান, ৭ রাউন্ড গুলি, ২টি হাঁসুয়া উদ্ধার হয়েছে। শুক্রবার রাত ১ টা নাগাদ মালদহ থানার পুলিশ নবাবগঞ্জের ইটভাটা থেকে ওই ডাকাত দলের ৫ জনকে গ্রেফতার করে। |
|