হাসিস পাচার করতে গিয়ে ধৃত |
পেটের মধ্যে ক্যাপসুল, ক্যাপসুলের মধ্যে হাসিস।
মাদক পাচার করতে গিয়ে শুল্ক দফতরের হাতে ধরা পড়ে গেল এক যুবক। শুক্রবার বাংলাদেশ বিমানের উড়ানে খিদিরপুরের বাসিন্দা ২৪ বছরের মহম্মদ মুরসেলিন ঢাকা ঘুরে হংকং যাচ্ছিলেন। শুল্ক দফতরের কাছে আগে থেকেই খবর ছিল। মুরসেলিনকে আটকে এক্স-রে করে দেখা যায়, তাঁর পাকস্থলীর মধ্যে রয়েছে ক্যাপসুল। আদালতের অনুমতি নিয়ে তাঁকে সারা রাত বিমানবন্দরে আটকে রেখে ওষুধ ও কলা খাওয়ানো হয়। শনিবার সকালে তাঁর মলের মধ্যে ৪৯টি ক্যাপসুল পাওয়া গিয়েছে। ক্যাপসুলের ভিতরে ছিল ৬০০ গ্রাম হাসিস।
|
ন’তলা থেকে পড়ে মৃত্যু শ্রমিকের |
আলিপুর এলাকার ডায়মন্ড হারবার রোডের একটি নার্সিংহোমের ন’তলা থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর নাম রঞ্জিত ত্রিপাঠী (৪৫)। বাড়ি ভবানীপুরের প্রিয়নাথ মল্লিক লেনে। শনিবার গ্যাস পাইপলাইন সারাইয়ের কাজ করছিলেন রঞ্জিতবাবু। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তখনই ‘সেফটি বেল্ট’ ছিঁড়ে নীচে পড়ে যান। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
|
প্রতারণার অভিযোগে দুই সংস্থা-কর্তা ধৃত |
প্রতারণার অভিযোগে মঙ্গলবার রাতে একটি বেসরকারি আর্থিক সংস্থার দুই কর্তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতদের নাম দিব্যেন্দু ঘোষ ও সঞ্জিত হালদার। রাতে সংস্থার এজেন্টরা মুচিপাড়া থানার সামনে বিক্ষোভ দেখান। ডেপুটেশনও দেন। তাঁদের অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় ওই দু’জনকে।
|
জীবনবিমা দফতরের পাঁচতলায় আগুন |
সেন্ট্রাল অ্যাভিনিউয়ে জীবনবিমা নিগমের একটি শাখা অফিসে শনিবার আগুন লাগে। দমকল সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ৬টা নাগাদ ওই অফিসের পাঁচতলার একটি ঘরে আগুন লেগেছিল। ঘণ্টাখানেকের চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে। জীবনবিমা নিগম সূত্রে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ কোনও নথি ক্ষতিগ্রস্ত হয়নি। তবে, কয়েকটি কম্পিউটার এবং কিছু যন্ত্র পুড়ে গিয়েছে। নিগমের সমস্ত শাখায় কাজকর্মও স্বাভাবিক ছিল।
|