আর্থিক ত্রাণ প্যাকেজ পেতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আন্তর্জাতিক অর্থভাণ্ডার (আই এম এফ)-এর দেওয়া শর্ত মেনে নিল গ্রিস মন্ত্রিসভা। শনিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার আলোচনায় এই সংক্রান্ত বিলটি পাশ হয়েছে বলে খবর। আগামী দু’এক দিনের মধ্যেই পার্লামেন্টে বিলটি পাশ করাতে ভোট হওয়ার কথা। যা হলে গ্রিসের পক্ষে সহজ হবে ১৩ হাজার কোটি ইউরোর ত্রাণ প্রকল্প পাওয়া। অবশ্য এই পরিমাণ অর্থ ত্রাণ হিসেবে দেওয়ার আগেই ৩২.৫ কোটি ইউরো ব্যয় সঙ্কোচের শর্তও রেখেছে ইইউ। তা হলেই ওই ১৩ হাজার কোটি ত্রাণ হিসেবে দেবে বলে জানিয়েছে তারা। আর এই ব্যয় সঙ্কোচের ফলে গ্রিসে কর্মীদের বেতন কমতে পারে প্রায় ২২%। এর সঙ্গে দেড় লক্ষ কর্মী ছাঁটাই হবে ও পেনশন কমবে। যার প্রতিবাদে এ দিনও সারা দেশে ধর্মঘট পালন করেছে কর্মী সংগঠনগুলি।
|
অ্যাকজো নোবেল ইন্ডিয়ার সঙ্গে মিশে যেতে চলেছে তাদের মূল সংস্থা নেদারল্যান্ডের অ্যাকজো নোবেলের তিন শাখা সংস্থা। সেগুলি ভারতেই ব্যবসা করত। সস্প্রতি এ ব্যাপারে শেয়ারহোল্ডারদের অনুমোদন মিলেছে। সংস্থার আশা, ফলে ২০১৫-এর মধ্যে অ্যাকজো নোবেল ইন্ডিয়াকে ৬ হাজার কোটি টাকার সংস্থায় পরিণত করার লক্ষ্যমাত্রায় পৌঁছনো সম্ভব হবে। অ্যাকজো নোবেল ইন্ডিয়ার এমডি অমিত জৈনের আশা, এই মিলনের ফলে উচ্চ মানের রঙের বাজারে তাঁদের দখল বাড়বে। তাঁর দাবি, বর্তমানে ডেকরেটিভ রঙের বাজারের প্রায় ১২% তাঁদের দখলে। যে ৩ সংস্থা অ্যাকজো লোবেলের সঙ্গে মিশল সেগুলি হল: অ্যাকজো নোবেল কার রিফিনিশেজ ইন্ডিয়া, অ্যাকজো নোবেল কেমিক্যালস ইন্ডিয়া ও অ্যাকজো নোবেল কোটিংস ইন্ডিয়া।
|
ফসল তোলার পরে ব্যাঙ্ক থেকে নেওয়া স্বল্প মেয়াদি কৃষিঋণ সময় মতো শোধ করলে সুদে বাড়তি ছাড় দেওয়ার কথা ঘোষণা করল কেন্দ্র। নাবার্ডের মাধ্যমে এই প্রকল্প রূপায়িত এই প্রকল্পে উৎপাদনের পর ফসল গুদামজাত করা-সহ বিভিন্ন ক্ষেত্রে কৃষকদের ৩ লক্ষ টাকা পর্যন্ত ঋণে এই সুবিধা মিলবে। এই সুদে ৩% ছাড় পাওয়া যাবে বলে জানিয়েছে নাবার্ড। আগে তা ছিল ২%। সর্বোচ্চ ১ বছরের জন্য এই সুবিধা মিলবে। ব্যাঙ্কগুলিও নিজেদের তহবিল ঋণ হিসেবে দিলে এখন সুদে ২% ছাড় পাবে। আগে তা ছিল ১.৫%।
|
লগ্নির ক্ষেত্রে নতুন পোর্টফোলিও ম্যানেজমেন্ট প্রকল্প ‘নার্নোলিয়া ইন্ডিয়া থ্রিটি মিডক্যাপ ফান্ড’ আনল নার্নোলিয়া সিকিউরিটিজ। সংস্থা জানিয়েছে, বিভিন্ন ক্ষেত্রে লগ্নি করতে চাইলে তাদের কাছে পোর্টফোলিও অ্যাকাউন্ট খুলতে পারবেন গ্রাহক। উপযুক্ত সঞ্চয়ের ক্ষেত্র বেছে নিতে সাহায্য করবে ও প্রয়োজনীয় পরামর্শ দেবে তারা। তবে সেবি-র নিয়ম অনুযায়ী এ ক্ষেত্রে ন্যূনতম লগ্নি হতে হবে ২৫ লক্ষ টাকা। কমপক্ষে তিন থেকে পাঁচ বছরের জন্য লগ্নি করতে হবে।
|
এক থেকে ৫ কোটি টাকা পর্যন্ত আমানতে সুদ বাড়াল ইউকো ব্যাঙ্ক। ৬১-৯০ দিনের জমায় নয়া সুদ হবে ৯.৫%। ৯১-১২০ এবং ১২১-১৫০ দিনের আমানতে নয়া সুদ যথাক্রমে ৯.২৫% ও ৯%। প্রবীণ নাগরিকরা ৭৫ বেসিস পয়েন্ট বেশি সুদ পাবেন।
|
রুগ্ণ অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর স্বীকৃতি পেল কলকাতার অ্যান্ড্রু ইউল। ২০০৯-’১০-এ এই নিয়ে চুক্তিবদ্ধ হয়েছে এমন ১৯৭টি কেন্দ্রীয় সংস্থার মধ্যে ৭৩টিকে কেন্দ্রের পক্ষ থেকে ‘মউ এক্সলেন্স’ সম্মান দেওয়া হয়েছে। সিএমডি কল্লোল দত্তের হাতে সম্মান তুলে দেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ।
|
দেশে উন্নত নির্মাণ-পরিকাঠামো গড়তে আমেরিকার টার্নার কনস্ট্রাকশন কোম্পানি এবং অ্যাক্রোপোলিস ক্যাপিটাল গোষ্ঠীর সঙ্গে চুক্তি করল সহারা প্রাইম সিটি। সহারা টার্নার কনস্ট্রাকশন যৌথ উদ্যোগটির মাধ্যমে গড়ে তোলা হবে ‘সহারা সিটি হোমস’ নামে আবাসন প্রকল্প। পাঁচ বছরে দেশে সংস্থা লগ্নি করবে ২৫০ কোটি ডলার।
|
• অশোক আয়কত ভারত চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করেছেন।
• মুকুল কুমার ইন্ডিয়ান অয়েল অফিসার্স অ্যাসোসিয়েশন-এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
• ভি এস ওখড়ে ইন্ডিয়ান অয়েলের ডিরেক্টর (পাইপলাইন্স) হয়েছেন।
• সুনীল গ্যাডগিল ভারতে নিভিয়ার ডিরেক্টর (বিপণন) হয়েছেন। |