টুকরো খবর
বিক্ষোভে ফের অশান্ত মিশর
প্রাক্তন প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতনের এক বছর পরে ফের অশান্ত হয়ে উঠল মিশর। শনিবার সামরিক শাসন অবসানের দাবিতে প্রতিরক্ষা মন্ত্রকের সামনে বিক্ষোভ দেখিয়েছেন হাজার হাজার মানুষ। পরে আরও বড় আন্দোলনে নামার পরিকল্পনা রয়েছে বিক্ষোভকারীদের। মুবারকের পতনের পরে মিশরে ক্ষমতার রাশ রয়েছে সেনাবাহিনীর হাতে। ২০১২ সালে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পরে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছে সশস্ত্র বাহিনীর সুপ্রিম কাউন্সিল। কিন্তু, সেই প্রতিশ্রুতিতে খুশি নন দেশবাসীর একটি বড় অংশ। শনিবার সশস্ত্র বাহিনী কাউন্সিলের প্রধান ফিল্ড মার্শাল হুসেন টানটাউইয়ের মৃত্যুদণ্ডের দাবিও করেছেন বিক্ষোভকারীরা। সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন ও ধর্মঘটের পরিকল্পনা নিয়ে অবশ্য মতবিরোধ দেখা দিয়েছে মিশরের বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে। মুবারক-বিরোধী আন্দোলনকে সমর্থন করেছিল মুসলিম ব্রাদারহুড। সাম্প্রতিক নির্বাচনে পার্লামেন্টে বেশ কিছু আসনও পেয়েছে তারা। কিন্তু, আন্দোলন ও ধর্মঘটের পরিকল্পনাকে সমর্থন করেনি তারা। সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনে সারা দেশে সেনা মোতায়েন করা হবে।

সিঙ্গাপুরে মিলল ভারতীয়ের দেহ
সিঙ্গাপুরে উড়ালপুলের তলায় এক ভারতীয় নাগরিকের মৃতদেহ পাওয়া গেল। পুলিশের অনুমান ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। রাজু অরিভাঝগন নামে ৩২ বছরের ওই ব্যক্তি আদতে তামিলনাড়ুর তিরুচিনাপল্লির বাসিন্দা। গত ছ’বছর ধরে সিঙ্গাপুরে একটি নির্মাণ সংস্থায় কাজ করতেন। গত মঙ্গলবার থেকেই তিনি নিখোঁজ ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

সাংবাদিক দম্পতি খুন ঢাকায়
সাংবাদিক দম্পতির খুন ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বাংলাদেশ জুড়ে। ঢাকায় নিজের বাড়িতেই খুন হয়েছেন জনপ্রিয় সাংবাদিক সাগর সারওয়ার ও তাঁর স্ত্রী মেহরুন রুনি। নিহত এই দম্পতি ও দু’টি বেসরকারি টিভি চ্যানেলে উচ্চপদে কমর্রত ছিলেন। আজ বাড়ি থেকেই তাঁদের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়না তদন্তের পরে চিকিৎসকেরা জানিয়েছেন, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, “পুলিশকে আগামী ৪৮ঘণ্টার মধ্যে এই হত্যাকাণ্ডের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।” দোষীর কঠোর শাস্তির দাবিতে ধর্নায় বসেন সাংবাদিকরা।

অমর্ত্যকে সম্মানিত করবেন ওবামা
আগামী সোমবার অথর্নীতিবিদ অমর্ত্য সেনকে ‘ন্যাশনাল হিউম্যানিটিস মেডেল’ দিয়ে সম্মানিত করবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সংশ্লিষ্ট অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ফার্স্ট লেডি মিশেল ওবামাও। হোয়াইট হাউজের তরফে জানানো হয়েছে, দারিদ্র, দুর্ভিক্ষ ও অবিচারের বিষয়ে গবেষণায় নতুন দিশার সন্ধান দিয়েছেন অমর্ত্য সেন। পাশাপাশি উন্নয়নমূলক নীতির মুল্যায়ন-সহ অনটনের মোকাবিলাতে নানা পথের সন্ধান দিয়েছেন তিনি। বিভিন্ন ক্ষেত্রের একাধিক কৃতীকেও সংবর্ধনা দেওয়া হবে এ দিন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.