ফের ভারতীয় ছাত্রের উপরে হামলার ঘটনা ঘটল। শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ লন্ডনের নিউ হ্যাম এলাকার ঘটনা। গুরুতর আহত অবস্থায় প্রবীণ রেড্ডি নামে ওই ছাত্র এখন হাসপাতালে ভর্তি। তদন্ত শুরু করেছে স্কটল্যান্ড ইয়ার্ড। তাদের তরফে জানানো হয়েছে, প্রবীণের দেহে তিনটি আঘাতের চিহ্ন রয়েছে। এর মধ্যে দু’টি বুকে ও একটি পেটে। এর সব ক’টিই ছুরির আঘাত বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। এর মধ্যেই ওপেন হার্ট সার্জারি-সহ প্রবীণের তিনটি অস্ত্রোপচারও হয়েছে। পেটের আঘাতের ফলে প্রবীনের যকৃতের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। এই নিয়ে গত দু’মাসে চার বার বিদেশে পাঠরত ভারতীয় ছাত্রদের উপরে হামলার ঘটনা ঘটল। এর আগে অনুজ বিদভে নামে আর এক ভারতীয় ছাত্রও লন্ডনে গুলিতে নিহত হন। বর্ণ বিদ্বেষের জেরেই এই হত্যার ঘটনা ঘটেছিল বলে জানা গিয়েছে। ২৬ বছরের প্রবীণ লন্ডন বিজনেস স্কুলে ম্যানেজমেন্ট পড়তে এসেছিলেন।
হায়দরাবাদ থেকে প্রবীণের বাবা জে সুধাকর রেড্ডি জানিয়েছেন, আজ সকালেই লন্ডন পুলিশ তাঁদেরকে প্রবীণের ছুরির আঘাতে আহত হওয়ার খবর দিয়েছে। হাসপাতাল সূত্রে প্রবীণের অবস্থা আশঙ্কাজনক বলে তাঁদের জানানো হয়েছে বলে সুধাকর দাবি করেন। যত তাড়াতাড়ি সম্ভব তাঁদের লন্ডনে আসার কথাও বলা হয়েছে বলে জানান তিনি। ১৭ ফেব্রুয়ারি ভাইয়ের বিয়ে উপলক্ষে প্রবীণের ভারতে যাওয়ার কথা ছিল। শুক্রবার ভোরেও প্রবীণের সঙ্গে কথা হয়েছে বলে জানান সুধাকর। ছেলেকে দেখতে যেতে তাড়াতাড়ি ভিসা পাওয়ার আবেদন জানিয়েছেন সুধাকর।
বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ ব্রিটেনে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে আহত ছাত্রের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন। ছেলেকে দেখতে যেতে প্রবীণের বাবার যাতে কোনও অসুবিধা না হয় এবং যাতে তিনি তাড়াতাড়ি ভিসা পেয়ে যান সে ব্যাপারেও সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন কৃষ্ণ।
এই ঘটনায় ১১ জনকে এখনও পর্যন্ত গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে কয়েক জন ভারতীয়ও আছে বলে খবর। তবে ধৃত ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি। এর মধ্যে চার জন জেল হেফাজতে রয়েছে। বাকি সাত জন জামিনে মুক্তি পেয়ে গিয়েছে। প্রবীন নিউ হ্যামের একটি ঘর ভাড়া নিয়ে ছিলেন। তাঁর সঙ্গে আরও তিন জন ভাড়া থাকতেন। পুলিশের তরফে জানানো হয়েছে, শুক্রবার ভোরে ওই তিন জনের মধ্যে এক জনের জন্মদিন উপলক্ষে পার্টি ছিল। সম্ভবত সেই পার্টিতে কারও সঙ্গে বাদানুবাদের জেরেই প্রবীণকে ছুরি মারা হয় বলে পুলিশের অনুমান। ওই ঘরটি সিল করে দেওয়া হয়েছে। |