|
|
|
|
জঙ্গি দমন প্রশিক্ষণে স্কুল হবে সালুয়ায় |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সালুয়ায় তৈরি হতে চলেছে কাউন্টার ইনসার্জেন্সি অ্যান্ড অ্যান্টি-টেরোরিস্ট স্কুল। ইতিমধ্যেই পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই স্কুল তৈরির জন্য ১ কোটি ৩৪ লক্ষ টাকা বরাদ্দ করেছে সরকার। রাজ্য পূর্ত দফতরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ডিভিসন সূত্রের খবর, যত দ্রুত সম্ভব পরিকাঠামো তৈরির কাজ শেষ করার চেষ্টা হচ্ছে।
সালুয়ায় রয়েছে ইএফআরের সদর দফতর। ইএফআর জওয়ানদের প্রশিক্ষণ ও থাকার ব্যবস্থা রয়েছে এখানে। এখানেই তৈরি হয়েছে কাউন্টার ইনসার্জেন্সি ফোর্সের প্রশিক্ষণ শিবিরও। ফের ওই এলাকাতেই কাউন্টার ইনসার্জেন্সি অ্যান্ড অ্যান্টি-টেরোরিস্ট স্কুলও তৈরির পরিকল্পনা হয়েছে। যেখানে কর্মীদের থাকার ব্যারাক, রান্না-খাওয়ার ঘর, সু্যুটিং রেঞ্জ, প্রশাসনিক ভবন, প্রশিক্ষকদের থাকার জায়গা থাকবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলা রাজ্যের মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ জায়গায়। এই জেলার কলাইকুণ্ডায় বায়ুসেনার ছাউনি রয়েছে। জেলার অবস্থান তিন রাজ্যের সীমানায়। এক দিকে ওড়িশা, অন্য দিকে বিহার ও ঝাড়খণ্ড। জঙ্গল এলাকায় মাওবাদী প্রভাবও রয়েছে। যদিও কিষেণজির মৃত্যুর পর বর্তমানে মাওবাদী প্রভাব অনেকটাই কমেছে। আগে এই জেলাতেই ‘কোবরা’ প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নিয়েছিল কেন্দ্রীয় সরকার। যদিও পরবর্তীকালে তা কার্যকরী হয়নি। পরিবর্তে সালুয়ায় পুলিশের বিভিন্ন বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। তার মধ্যে যেমন রয়েছে কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স, পুলিশের বিশেষ প্রশিক্ষণ শিবির, তেমনই তৈরি হবে অ্যান্টি-টেরোরিস্ট স্কুল।
পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই ধরনের প্রশিক্ষণ-শিবির হলে নিরাপত্তার দিক থেকে জেলা অনেক বেশি সুরক্ষিত হবে। মাওবাদী প্রভাবের কারণে এখনও কেন্দ্রীয় বাহিনী রয়েছে জেলায়। এ ছাড়াও সালুয়ায় ইএফআর-ও রয়েছে। সেই সঙ্গে অন্য কয়েকটি বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র থাকলে জেলা তো বটেই সংলগ্ন অন্য জেলা বা রাজ্যের জঙ্গলমহলে ‘বিশেষ’ পরিস্থিতির মোকাবিলা সহজতর হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মূলত, মাওবাদী প্রভাবের কথা মাথায় রেখেই সালুয়ায় এই ধরনের একাধিক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার। সালুয়ায় সরকারের হাতে আগে থেকেই পর্যাপ্ত জমিও রয়েছে। ফলে, জমি-জট নিয়েও ভাবতে হচ্ছে না। |
|
|
|
|
|