|
|
|
|
টুকরো খবর |
বন্দির কাছ থেকে উদ্ধার মোবাইল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ফের এক বন্দির কাছ থেকে উদ্ধার হল মোবাইল হ্যান্ডসেট। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে। শেখ নজরুল নামে এক বন্দির কাছ থেকেই শুক্রবার দুপুরে মোবাইল সেটটি উদ্ধার হয়। ওই বন্দি খুনের মামলায় অভিযুক্ত। গত মাসেও জেলে মোবাইল সেট উদ্ধার হয়েছিল। অভিযোগ, জেলের মধ্যে কিছু বন্দি মিলে একটি চক্র তৈরি করেছে। ওই চক্রের মাধ্যমেই একাংশ বন্দির হাতে মোবাইল সেট পৌঁছচ্ছে। কখনও কখনও জেলের চার নম্বর পাঁচিল দিয়ে মোবাইল ছুড়ে দেওয়া হচ্ছে ভিতরে। এক শ্রেণির জেলকর্মীর যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ।
জেল সূত্রে খবর, শুক্রবার মোট ১৬ জন বন্দিকে মেডিক্যাল টেস্টের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। তাঁদের অন্যতম নজরুল। দুপুরে বন্দিরা যখন সংশোধনাগারে ফেরত যান, তখন তাঁদের রুটিন তল্লাশি করা হয়। সেই সময়েই ওই অভিযুক্তের কাছ থেকে একটি মোবাইল হ্যান্ডসেট উদ্ধার হয়। সংশোধনাগারের এক কর্তার ধারণা, মেদিনীপুর মেডিক্যালে সম্ভবত কোনও পরিচিতের সঙ্গে দেখা হয়েছিল নজরুলের। তাঁর মাধ্যমেই মোবাইল সেটটি পেয়ে থাকবেন ওই বন্দি কিন্তু, নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে কী ভাবে সামগ্রী-বিনিময় হল, সে প্রশ্ন উঠছেই। সংশোধনাগার কর্তৃপক্ষ অবশ্য নিয়ে মুখে কুলুপ এঁটেছেন।
|
সিআইআইয়ের উদ্যোগে শিবির
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
সিআইআই ও টেলকনের যৌথ উদ্যোগে খড়্গপুর শিল্পতালুকে টেলকন কারখানা-চত্বরেই একটি প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন হল শুক্রবার। উদ্বোধন করেন রাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআইআইয়ের চেয়ারম্যান রণবীর সিংহ, প্রাক্তন চেয়ারম্যান সন্দীপন চক্রবর্তী, খড়্গপুরের মহকুমাশাসক সুদত্ত চৌধুরি প্রমুখ। ‘স্কিল ডেভলপমেন্ট ইনিসিয়েটিভ’ হিসাবেই চিহ্নিত করা হচ্ছে এই শিবির। ৩ মাসের কোর্স। শিবিরের ফলে স্থানীয় ছাত্রছাত্রীরা উপকৃত হবেন বলে দাবি উদ্যোক্তাদের। শিল্পে কাজ করার জন্য প্রয়োজনীয় দক্ষতার বিকাশই লক্ষ্য এই শিবিরের। |
|
|
|
|
|