শালবনিতে হচ্ছে আইটিআই
জঙ্গলমহলে কারিগরি শিক্ষায় জোর মন্ত্রীর
‘পিছিয়ে পড়া’ এলাকার ছেলেমেয়েদের কর্মসংস্থানে রাজ্য সরকার বিশেষ ভাবে উদ্যোগী হয়েছে। তাই কারিগরি শিক্ষা প্রসারের চেষ্টা চলছে।
এ ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে জঙ্গলমহলকে। শুক্রবার শালবনিতে বেসরকারি এক আইটিআইয়ের শিলান্যাস অনুষ্ঠানে এসে এ কথা বলেন রাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়। তাঁর আশ্বাস, “আইটিআইয়ে পড়া শেষে যাতে বেকার যুবক-যুবতীরা কাজ পান, সে জন্য রাজ্য সরকার সব রকম ভাবে সহযোগিতা করবে।”
বাঁকিবাঁধে আইটিআইয়ের শিলান্যাসের আগে কারিগরি শিক্ষামন্ত্রীকে অভ্যর্থনা। ছবি: সৌমেশ্বর মণ্ডল।
বেসরকারি উদ্যোগে শালবনির বাঁকিবাঁধে আইটিআই গড়ে ওঠার কথা। ইতিমধ্যেই পরিকল্পনা তৈরি হয়েছে। এ দিন প্রস্তাবিত কারিগরি শিক্ষাকেন্দ্রের শিলান্যাস অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গেই উপস্থিত ছিলেন বিধায়ক মৃগেন মাইতি, শ্রীকান্ত মাহাতো, শালবনির বিডিও জয়ন্ত বিশ্বাস প্রমুখ। সব মিলিয়ে ৩০ বিঘা জমির উপর আইটিআই গড়ে উঠবে। ইলেকট্রিসিয়ান, ফিটার, মোটর ভেহিকেল মেকানিক-সহ মোট ১০টি বিষয়ে এখানে পড়ানো হবে। আসন থাকবে ৫০০টি। ক্যাম্পাসেই থাকবে হস্টেল। ফলে, অন্য এলাকার ছেলেমেয়েরাও এখানে থেকে পড়াশোনার সুযোগ পাবে। প্রস্তাবিত আইটিআইয়ের ডিরেক্টর অসিতকুমার ঘোষ বলেন, “অগস্ট মাসের আগেই কাজ শেষের চেষ্টা করছি। দারিদ্র লজ্জার নয়। তাকে শ্রম ও বুদ্ধি দিয়ে হারিয়ে দেওয়া যায়। কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে কাজ পাওয়ার অনেক সুযোগ থাকে। বিশেষ করে, এখন যখন এ জেলাতেও শিল্পের সম্ভাবনা তৈরি হয়েছে।” তাঁর কথায়, “জঙ্গলমহল এলাকার উপেক্ষিত বেকার তারুণ্য-শক্তিকে কাজে লাগিয়ে তাঁদের কারিগরি শিক্ষা-প্রদান করে দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তোলাই এই প্রকল্পের লক্ষ্য।”
শালবনিতে জিন্দল প্রকল্পের কাজ চলছে। প্রকল্প এলাকায় পাঁচিল দেওয়ার কাজ আগেই হয়ে গিয়েছে। এখন দ্রুত গতিতে চলছে কর্মীদের আবাসন তৈরি, মূল প্রকল্পের কাজ। কিছু দিন আগেই প্রকল্পের কাজ সরেজমিনে খতিয়ে দেখতে এলাকায় এসেছিলেন জিন্দল গোষ্ঠীর কণর্র্ধার সজ্জন জিন্দল। স্থানীয় মানুষের আশা, এই প্রকল্প চালু হলে এলাকার পরিস্থিতি পাল্টে যাবে। এক দিকে যেমন এই কারখানায় এলাকার বেকার ছেলেমেয়েদের কর্মসংস্থানের সুযোগ থাকছে, অন্য দিকে আরও কারখানা গড়ে ওঠারও সম্ভাবনা রয়েছে। এ দিন কারিগরি শিক্ষামন্ত্রীও জানান, জিন্দল প্রকল্প গড়ে উঠলে বহু কর্মসংস্থান হবে।
বাঁকিবাঁধের আইটিআই থেকে প্রশিক্ষণপ্রাপ্তরাও কাজ পেতে পারেন। কারিগরি শিক্ষা দফতরের এক আধিকারিক বলেন, “প্রয়োজনে আমরাও জিন্দলদের সঙ্গে কথা বলব। বেশি সংখ্যক স্থানীয় ছেলেমেয়ে যাতে কাজ পান, সে জন্য সব রকম চেষ্টা করব।” মন্ত্রীর অভিযোগ, “গত ৩৪ বছরে কারিগরি শিক্ষা-ক্ষেত্রে যে ধরনের উন্নতি উচিত ছিল, তা হয়নি। তবে, এখন দ্রুত কাজ এগোচ্ছে। লালগড়ের রামগড়ে পলিটেকনিক কলেজ ও আইটিআই গড়ে উঠবে। বাঁকুড়ার ছাতনাতেও আইটিআই গড়ে উঠবে। ফলে স্থানীয় ছেলেমেয়েদের কাছে কারিগরি শিক্ষার সুযোগ আসবে।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.