টুকরো খবর
জীবাণু রুখতে রক্তের নয়া পরীক্ষা মেডিক্যালে
যত্রতত্র রক্তদান শিবির হয়। কিন্তু সব সময় সংগৃহীত রক্তের মান যথাযথ ভাবে পরীক্ষা হয় না বলে অভিযোগ ওঠে হামেশাই। এই অবস্থায় শিবিরে সংগৃহীত রক্তের মান যাচাই করতে ‘নিউক্লিয়ার অ্যাসিড টেস্টিং’ বা ন্যাট পদ্ধতি চালু হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। মেডিক্যালের ‘ইনস্টিটিউট অফ হেমাটোলজি অ্যান্ড ট্রান্সফিউশন মেডিসিন’-এর চিকিৎসকদের বক্তব্য, সাধারণ কিট দিয়ে পরীক্ষায় রক্তের মধ্যে এইচআইভি, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি-র মতো রোগের জীবাণু বেশ কিছু ক্ষেত্রে ধরা পড়ে না। ফলে পরে যে-রোগীকে রক্ত দেওয়া হয়, তাঁর দেহে ওই সব রোগের জীবাণু ঢুকে পড়ার আশঙ্কা থাকে। ন্যাট পদ্ধতিতে সেই ভয় থাকবে না। ট্রান্সফিউশন মেডিসিনের প্রধান উৎপল চৌধুরীর কথায়, “আপাতত ন্যাট পদ্ধতিতে পরীক্ষিত রক্ত দেওয়া হচ্ছে শুধু থ্যালাসেমিয়ায় আক্রান্তদেরই। কারণ তাদেরই সব চেয়ে বেশি রক্ত লাগে এবং গৃহীত রক্তের মাধ্যমে অন্য রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে। তা ছাড়া এই পদ্ধতির খরচ বেশি বলে এখন সকলের জন্য রক্তের এই পরীক্ষার ব্যবস্থা করা যাচ্ছে না।” মেডিক্যাল সূত্রে জানানো হয়েছে, ন্যাট পদ্ধতিতে বেশ কিছু ইউনিট রক্ত পরীক্ষা করে ৬৩টি ইউনিটে এইচআইভি, হেপাটাইটিস বি অথবা সি-র জীবাণু পাওয়া গিয়েছিল। তার মধ্যে আট ইউনিট রক্তের পরীক্ষা আগেই সাধারণ কিটের সাহায্যে করা হলেও কোনও জীবাণু ধরা পড়েনি। ন্যাট পরীক্ষায় প্রমাণিত হয়েছে, প্রতি ৬৩১ ইউনিট রক্তের মধ্যে এক ইউনিট রক্তের জীবাণু সাধারণ পরীক্ষায় ধরা পড়ে না।

প্রথম শ্রেণির বন্দির মর্যাদা দাবি ৪ জনের
ঢাকুরিয়ায় আমরি হাসপাতালের অগ্নিকাণ্ডে ধৃত সেখানকার আরও চার কর্তা জেলে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা চেয়ে আদালতে আবেদন জানালেন। ওই মর্যাদা পেলে জেলে খাওয়া-শোয়া এবং অন্যান্য ব্যাপারে বিশেষ সুযোগ-সুবিধা মেলে। বুধবার চার আমরি-কর্তা পৃথা বন্দ্যোপাধ্যায়, সত্যব্রত উপাধ্যায়, সাজিদ হোসেন এবং সঞ্জীব পালের হয়ে আলিপুরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে ওই আবেদন পেশ করেন তাঁদের আইনজীবী। শুনানি চলাকালীন সরকার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, ওই ৪ অভিযুক্তের নামে অতীতের কোনও অপরাধমূলক কাজের রেকর্ড তাদের কাছে নেই। মঙ্গলবার আমরি-কাণ্ডে ধৃত চিকিৎসক প্রণব দাশগুপ্তের তরফেও জেলে ওই মর্যাদা পাওয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছে। সেই আবেদনেরও শুনানি হয়। বিচারক এ বিষয়ে আজ, বৃহস্পতিবার তাঁর নির্দেশ জানাবেন। আমরি-র ছ’জন ডিরেক্টর এর আগে আদালতের নির্দেশে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা পেয়েছেন।

ক্যানসার চিকিৎসায়
অন্তিম পর্যায়ের ক্যানসার রোগীদের চিকিৎসা নিয়ে গোটা বিশ্ব জুড়েই এখন নানা গবেষণা চলছে। এই সংক্রান্ত একটি আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে কলকাতায়। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ক্যানসার বিশেষজ্ঞরা এসে তাঁদের অভিজ্ঞতা বিনিময় করবেন এ রাজ্যের চিকিৎসকদের সঙ্গে। বুধবার এক সাংবাদিক সম্মেলনে আয়োজক সম্পাদক, চিকিৎসক অরুন্ধতী চক্রবর্তী জানান, এই সম্মেলনের থিম ‘উপশম চিকিৎসার শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা’। থাকবে মরফিনের জোগান নিয়ে একটি আলোচনাচক্রও। সম্মেলন চলবে শুক্র থেকে রবিবার পর্যন্ত।

বন্ধ্যাকরণ শিবির
কেন্দা এরিয়ার উদ্যোগে মহিলাদের বন্ধ্যাকরণ শিবির আয়োজিত হল ইসিএলের ছোড়া রিজিওন্যাল হাসপাতালে। এরিয়া কর্তৃপক্ষ জানিয়েছেন, ৫৭ জনের বন্ধ্যাকরণ করা হয় এই শিবিরে।

বিধায়কের অভিযোগ
উত্তর দিনাজপুর জেলার স্বাস্থ্য ও শিক্ষা পরিকাঠামো বেহাল বলে অভিযোগ করলেন রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত। বুধবার অনুষ্ঠানে গ্রন্থাগারমন্ত্রী আবদুল করিম চৌধুরীর সামনে তিনি এ কথা বলেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.