মিনাখাঁয় প্রসাদ খেয়ে অসুস্থ শতাধিক
পুজোর প্রসাদ খেয়ে মিনাখাঁর কালীতলা ও সংলগ্ন কয়েকটি গ্রামের বেশ কয়েকটি শিশু-সহ অসুস্থ হয়ে পড়েছেন শতাধিক বাসিন্দা। বুধবার সকাল থেকে দলে দলে অসুস্থদের এনে মিনাখাঁ হাসপাতালে ভর্তি করানো হয়। একটি শিশুকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করানো হয়েছে।
বসিরহাটের মহকুমা স্বাস্থ্য আধিকারিক অসিত পাণ্ডে বলেন, “প্রায় ২৫০ জন গ্রামবাসী সিন্নি খেয়েছিলেন। খাদ্যে বিষক্রিয়ার ফলে তাদের অনেকেই বমি-পায়খানা করায় অসুস্থ হয়ে পড়েন। সিন্নির নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। ২৯টি শিশু-সহ ১১৮ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।” পরিস্থিতি আয়ত্তের মধ্যেই রয়েছে বলে দাবি অসিতবাবুর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাঘী পূর্ণিমা উপলক্ষে কালীতলার লক্ষ্মণ মণ্ডলের বাড়িতে মঙ্গলবার রাতে লক্ষ্মীনারায়ণ পুজো হয়। বহু মানুষ এসেছিলেন। রাতে এবং বুধবার ভোরে দু’দফায় প্রসাদ হিসাবে সিন্নি বিতরণ করা হয়। ওই প্রসাদ যাঁরা খেয়েছিলেন, তাঁদের অনেকেই বুধবার বেলা বাড়তেই অসুস্থ হয়ে পড়েন।
হাসপাতালে আচমকা এত রোগী আসতে থাকায় প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসকের অভাব দেখা দেয়। মিনাখাঁ হাসপাতাল কর্তৃপক্ষ মহকুমা স্বাস্থ্য আধিকারিককে সমস্যার কথা জানান। মহকুমা স্বাস্থ্য আধিকারিক ওষুধ ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে হাসপাতালে যান। আসেন এসডিপিও (বসিরহাট) আনন্দ সরকারও। দেড় বছরের রানা দাস নামে এক শিশুকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করানো হয়েছে। লক্ষ্মণবাবুর বাড়িতে গিয়েও জিজ্ঞাসাবাদ করেন স্বাস্থ্যকর্তারা। স্বাস্থ্যকর্তাদের অনুমান, সিন্নিতে বিষাক্ত কিছু পড়ার জন্য এই অবস্থা।
অসুস্থদের চিকিৎসা চলছে হাসপাতালে।--নিজস্ব চিত্র।
লক্ষ্মণবাবুর পরিবারের সদস্য নেপাল মণ্ডল বলেন, “সিন্নিতে নারকেল এবং ডাবের জল দেওয়া হয়েছিল। পুজো উপলক্ষে গ্রামের সকলকে নিমন্ত্রণ করা হয়েছিল। রাতে যাঁরা প্রসাদ খেয়েছিলেন, তাঁদের বিশেষ কেউ অসুস্থ হননি। ভোরের বেলায় যারা প্রসাদ খান, তাঁদেরই অধিকাংশই অসুস্থ হয়ে পড়েন। মনে হয় অসতর্কতায় খাবারে বিষাক্ত কিছু পড়ায় এই বিপত্তি।”
বুধবার ওই হাসপাতালে গিয়ে দেখা যায়, শতাধিক অসুস্থের চিকিৎসা চলছে। রোগীদের অধিকাংশই শিশু ও মহিলা। অনেকের চিকিৎসা চলছে মেঝেতে। লক্ষ্মী মণ্ডল নামে এক রোগিণী বলেন, “ভোরের দিকে প্রসাদ খাওয়ার পর শরীর খারাপ হয়। একটু বেলা বাড়তেই বমি আর শরীরে অসহ্য যন্ত্রণা শুরু হয়। ছেলেটাও অসুস্থ হয়ে পড়ে।” হাসপাতালের চিকিৎসক রাজদীপ মজুমদার জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.