টুকরো খবর
চোর অপবাদ দিয়ে বধূকে খুনের নালিশ
দুল ‘চুরি’র অপবাদ দিয়ে তুলসী মণ্ডল (১৯) নামে এক বধূকে মেরে ফেলার অভিযোগ উঠল তাঁর শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। বেশ কয়েক দিন ধরেই ওই দুল চুরি নিয়ে অশান্তি হচ্ছিল খড়গ্রাম থানার মহিষার পঞ্চায়েতের যমুনি গ্রামের ওই পরিবারে। মঙ্গলবার রাতে অশান্তি বেড়ে যায়। তখনই তুলসিদেবীকে ব্যাপক মারধর করে বলে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে অভিযোগ। পরে বুধবার সকালে গাড়িতে করে ওই তরুণীকে খড়গ্রাম ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এর পরেই মৃতদেহ ফেলে স্বামী পার্থ মণ্ডল ও শাশুড়ি অমিতা মণ্ডল হাসপাতাল ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ। তখন হাসপাতালের অন্য রোগীর বাড়ির আত্মীয় ও স্বাস্থ্যকর্মীরা তাঁদের ধরে আটকে রাখেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং স্বামী ও শাশুড়িকে আটক করে থানায় নিয়ে যায়। তুলসিদেবীর পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হলে ওই দু’জনকে গ্রেফতার করে পুলিশ। জেলার পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “অভিযোগ পেয়ে স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর তিনেক আগে খড়গ্রাম থানার মহিষার পঞ্চায়েতের যমুনি গ্রামের বাসিন্দা পেশায় কৃষিজীবী পার্থ মণ্ডলের সঙ্গে পাশের গ্রাম গোয়াই-এর তুলসীদেবীর বিয়ে হয়। তাঁদের বছর খানেকের এক কন্যা সন্তান রয়েছে। ঘটনার ১৫ দিন আগে তুলসীদেবীর সোনার দুল হারিয়ে যায়। দুল চুরির ঘটনায় শ্বশুরবাড়ির লোকজন ওই তরুণীকেই দোষারোপ করে এবং তাঁকে ‘চোর’ অপবাদ দেয়। ওই ঘটনার পর থেকে পরিবারে অশান্তি লেগেই থাকত বলে অভিযোগ। তুলসীদেবীর দাদা তন্ময় মণ্ডল বলেন, “বোনের নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। তা নিয়ে গত ১৫ দিন ধরে বাড়িতে অশান্তি লেগেই থাকত। মঙ্গলবার রাতে চরম অশান্তি হয়। তখনই শ্বশুরবাড়ির লোকজন বোনকে মারধর করে। ওই মারে আমার বোনের মৃত্যু হয়েছে।” ওই ঘটনায় তুলসিদেবীর পরিবার স্বামী, শাশুড়ি ও শ্বশুর ছাড়াও ননদ ও তাঁর স্বামী-শ্বশুরের বিরুদ্ধে খড়গ্রাম থানায় অভিযোগ দায়ের করেন।

বিক্ষোভ স্কুলে, জখম পরিচালন কমিটির সদস্য
সৈয়দপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বুধবার ফের বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। এ দিন স্কুলের পরিচালন সমিতির সদস্যদের সঙ্গে সংঘর্ষও হয় বিক্ষোভকারীদের। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এলে ক্লাস শুরু হয়। হামদুল শেখ নামে পরিচালন কমিটির এক সদস্য এ দিন আহত হন। তাঁকে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্কুলে উত্তেজিত গ্রামবাসীরা ভাঙচুরও চালান বলে অভিযোগ। স্কুলে পড়াশোনার মান খারাপ হয়ে যাওয়া ও দুর্নীতির অভিযোগে গত সোমবার থেকে এই স্কুলে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। মঙ্গলবার স্কুলে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভে সামিল হয় পড়ুয়ারাও। প্রধান শিক্ষক বাসুকীনাথ মিশ্র বলেন, “একাধিক অভিযোগে গত তিন দিন ধরে এই রকম বিক্ষোভ চলছে। স্কুলে সংগঠক শিক্ষক হিসাবে তিন জনকে কলকাতা হাইকোর্টের নির্দেশে নিয়োগ করা হয়েছে। এ ব্যাপারে বিক্ষোভকারীদের তরফেও একটি মামলা করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষের এ ব্যাপারে কিছুই করার নেই। আমরা আদালতের নির্দেশেই কাজ করছি।” বুধবার স্কুলের বেশ কয়েকটি পাখা ও আসবাব ভাঙচুর করা হয়েছে বলে প্রধান শিক্ষকের অভিযোগ।

অভিন্ন সংবিধান মেনেই ভোট
আসন্ন কলেজ নির্বাচনে নদিয়ার ১৭টি কলেজে অভিন্ন ছাত্র সংসদ সংবিধান মেনেই হবে। জেলার সমস্ত কলেজে একই দিনে অভিন্ন সংবিধান মেনে নির্বাচন রাজ্যে এই প্রথম। এমনই দাবি করেছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অলোককুমার বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “প্রশাসনিক কারণে কলেজ ভোটে অশান্তি এড়াতে একই দিনে সমস্ত কলেজে ভোটের সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তের মূলে রয়েছে অভিন্ন সংবিধানের ধারণাই। রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের কাছে ২০১০-এ রাজ্যের সমস্ত কলেজে ভোট-সহ ছাত্র সংসদ পরিচালনার জন্য অভিন্ন সংবিধানের সুপারিশ করেছিল লিংডো কমিশন। উচ্চ শিক্ষা দফতর আমাদের সেই সুপারিশ পাঠায় এবং আমরা তা কিছুটা পরিবর্তন করে সেই সংবিধান সব কলেজকে পাঠিয়ে ছিলাম। এ বার সেই সংবিধান মেনেই নদিয়ার ১৭টি কলেজে ভোট হচ্ছে।” নিখিল বঙ্গ অধ্যক্ষ পরিষদের যুগ্ম সম্পাদক বুদ্ধদেব বন্দ্যোপাধ্যায় বলেন, “নদিয়ার প্রতিটি কলেজের পরিচালন সমিতি ওই অভিন্ন সংবিধান অনুমোদন করেছে। এ বারই প্রথম জেলা জুড়ে ওই সংবিধান মেনে নির্বাচন হচ্ছে। এতে সংসদ পরিচালনা করা অনেক সহজ হবে।” অধ্যাপকদের বাম সংগঠন ওয়েবকুটা চন্দ্রিমা বসু বলেন, “এই অভিন্ন সংবিধান মেনে ভোট প্রথম বার হচ্ছে।”

ফের ভাঙন ইসলামপুরে
নদী কত দূরে! ইসলামপুরে তারই জরিপ করছেন ভাঙনগ্রস্ত গ্রামবাসীরা। ছবি: অর্কপ্রভ চট্টোপাধ্যায়

ভাগীরথীর ভাঙনে সাগরদিঘির ইসলামপুর। ইতিমধ্যেই গ্রামের প্রধান সড়কের বেশ কিছুটা অংশ ভেঙে পড়েছে নদীতে। বছর দুই আগেও এই এলাকার ভাঙন ভয়াবহ আকার নেয়। সেই সময়ে রাজ্যের ভাঙন প্রতিরোধ দফতরের তরফে নদীতে বাঁশের খাঁচা ও বালিবোঝাই বস্তা ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। তবে বর্তমানে সেই সব ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। বিডিও সিদ্ধার্থ গুঁই বলেন, “কয়েক দিন ধরে ওই এলাকায় নদীর ভাঙন শুরু হয়েছে। আমি এলাকা ঘুরে এসে রাজ্য সেচ দফতরের ভাঙন প্রতিরোধ দফতরকে প্রকল্প তৈরি করতে বলেছি। তার পরে আর্থিক সংস্থানের চেষ্টা হবে।” বুধবার ভাঙনের এলাকা ঘুরে এসে ভাঙন প্রতিরোধ দফতরের রঘুূনাথগঞ্জ শাখার এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার তুষার অধিকারী বলেন, “একশো মিটার এলাকায় এই ভাঙন শুরু হয়েছে। আমাদের তহবিলে আপাতত কোনও টাকা নেই। একটি প্রকল্প তৈরি করা হচ্ছে। তা বিডিও-কে দেওয়া হবে, যাতে তিনি টাকার ব্যবস্থা করে কাজ শুরু করতে পারেন। আর একটি স্থায়ী প্রকল্প তৈরি করা হবে। অর্থ বরাদ্দ রা হলে সেই কাজ শুরু করা হবে।”

অস্বাভাবিক মৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হল পলি বিবি (২৪) নামে এক মহিলার। মঙ্গলবার রাতে রঘুনাথগঞ্জের ফুলবাড়ি পল্লীতে ঘটনাটি ঘটেছে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, পলি দেবীর বাড়ি ওই এলাকারই মহম্মদপুর গ্রামে। ৬ বছর আগে শরিফুল শেখের সঙ্গে বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে মারধর করা হত তাঁকে। অত্যাচারের ফলে কয়েকবার পালিয়েও যান তিনি। এ দিনও মারধরে অতিষ্ঠ হয়ে গায়ে আগুন লাগান তিনি। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলেও সেখানেই মারা যান তিনি।

পুড়ল ধানের গোলা

নিজস্ব চিত্র
আগুনে পুড়ে গিয়েছে সাগরদিঘির ব্রাহ্মণী গ্রামের শেখপাড়ার তিন গোলা ধান-সহ বেশ কয়েকটি খড়ের গাদা। বুধবার সকালে আগুন লেগে ওই গোলার প্রায় সাড়ে পাঁচশো মন ধান ও প্রায় এক লক্ষ আঁটি খড় পুড়ে ছাই হয়ে যায়। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ঘটনাস্থলে আসেন এলাকার বিধায়ক সুব্রত সাহা। ঘণ্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের সন্দেহ সিগারেট থেকেই আগুন লাগে।

পড়ুয়াদের বিক্ষোভ
মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র এলাকা থেকে ২০ কিমি দূরে। এই অভিযোগে মঙ্গলবার বিক্ষোভ দেখাল ছাত্রছাত্রীরা। বড়ঞা ব্লকের আন্দি লাল চাঁদ ছাজের উচ্চ বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে। অভিযোগ, পরীক্ষাকেন্দ্র দূরে হওয়ায় সমস্যায় পড়তে হবে তাদের।

দৌড় প্রতিযোগিতা
দৌড় প্রতিযোগিতা আয়োজন করেছে খড়গ্রাম থানার পুলিশ। মঙ্গলবার সকালে খড়গ্রামের প্রায় ৮ কিমি রাস্তায় ওই প্রতিযোগিতা হয়। পুলিশ জানিয়েছে, ১২৭ জন বাসিন্দা ওই প্রতিযোগিতায় যোগ দেন। পুলিশের সঙ্গে মানুষের যোগাযোগ বাড়াতে ও শান্তি বজায় রাখতে এই অনুষ্ঠান।

ডোমকলে ক্রিকেট
শুরু হল ডোমকল মহকুমা ক্রিকেট লিগ। মঙ্গলবার ডোমকলের এসডিএসএ মাঠে জিৎপুর ক্রিকেট ক্লাব ও ডোমকল সেবা সঙ্ঘের মধ্যে খেলা হয়। খেলায় শুরু থেকেই আধিপত্য বজায় রাখে জিৎপুর ক্লাব। ডোমকল মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক ধীমান দাস বলেন, “জিৎপুর দলের ইমদাদুল শেখ ১০১ রান করে সকলের নজর কাড়েন।”

দুর্ঘটনায় মৃত্যু

বালিবোঝাই লরি উল্টে মারা গিয়েছে সরিকুল শেখ (১৬)। মঙ্গলবার ফরাক্কার বল্লালপুরে দুর্ঘটনাটি ঘটে। সরিকুলের দুই দাদাও আহত হন। তাঁদের বাড়ি ঝাড়খণ্ডের রাজমহলের গহিলবাড়ি গ্রামে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.