টুকরো খবর
গোপীচন্দের ছাত্রদের তাড়িয়ে দেওয়া হল অনুশীলন সমিতিতে
পুল্লেলা গোপীচন্দের ব্যাডমিন্টন অ্যাকাডেমির খুদে শিক্ষার্থীদের কার্যত তাড়িয়ে দিলেন অনুশীলন সমিতির কর্তারা। উত্তর কলকাতায় স্বাধীনতা সংগ্রামের অন্যতম কেন্দ্র অনুশীলন সমিতিতে দীর্ঘদিন অনুশীলন করত খুদে শিক্ষার্থীরা। সাইনা নেহওয়ালের কোচ, প্রাক্তন অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন গোপীচন্দের কলকাতায় এটাই ছিল সেরা কেন্দ্র। সেখান থেকে গোপীর ছাত্রছাত্রীদের সমিতির কর্তারা তাড়িয়ে দিলেন কোনও কারণ ছাড়াই ক্যাম্প বন্ধ করে। অ্যাকাডেমির কর্তারা তাঁদের অনুশীলনের ব্যবস্থা করেছেন অর্ডন্যান্স ক্লাবে। অনুশীলন সমিতিতে এত দিন ব্যাডমিন্টনই চলত রমরমা করে। সমিতির ঐতিহাসিক গুরুত্ব ক্লাব কর্তাদের মতো সরকারি তরফেও কেউ বুঝতে পারেননি। সাংসদ, বিধায়করা সামান্য কিছু টাকা জোগাড় করেই কতর্ব্য সেরেছেন। কর্তারাও উদাসীন। এ নিয়ে প্রচারমাধ্যমে খবর বেরোনর পরেই সমিতির কর্তারা ভাবেন, ব্যাডমিন্টন কর্তারাই নাকি দায়ী। তাদের রাগ পড়ে খুদে শিক্ষার্থীদের উপর। তাদের ক্যাম্প বন্ধ করে দেওয়া হয়। শো কজ করা হয় ব্যাডমিন্টন কর্তাকে। এই খামখেয়ালিপনার জেরে অনুশীলন সমিতির কর্তাদের মধ্যেই যা নিয়ে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। এক নায়কতন্ত্রের দায়ে সচিব, প্রেসিডেন্ট সেখানে কাঠগড়ায়।

বাংলা দল গড়ার আগে সৌরভকে নিয়ে জট
রঞ্জি ওয়ান ডে-তে বাংলাকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্ব দেওয়া নিয়ে জট তৈরি হল। বৃহস্পতিবার দল নির্বাচন। নির্বাচকেরা ধন্ধে, টুর্নামেন্টে সৌরভকে পাওয়া যাবে কি না। সহারা-বোর্ড দ্বন্দ্বে আইপিএলে পুণে ওয়ারিয়র্স খেলবে কি না স্পষ্ট নয়। সিএবি-র একাংশ ধরেই রাখছে, আইপিএলে যদি পুণে না খেলে তা হলে সৌরভ রঞ্জি এক দিনের টুর্নামেন্টও না খেলতে পারেন। এই অবস্থায় চেষ্টা চলছে ঋদ্ধিমান সাহা-কে বাংলাকে নেতৃত্ব দিতে রাজি করানোর। এ দিকে, ময়দানে ফের আম্পায়ারিং বিতর্ক। এ দিন আনন্দবাজার-ইস্টার্ন রেল ম্যাচের দুই অন্যতম আম্পায়ার অরিন্দম দাসের বিরুদ্ধে আনন্দবাজার দলের অভিযোগ, তিনি বারবার রেলের পক্ষে সিদ্ধান্ত দিচ্ছিলেন। মাঠেই জানা যায়, অরিন্দম ইস্টার্ন রেলেরই কর্মী। তিনি কী করে এই ম্যাচে আম্পায়ারিং করেন, তা নিয়ে সিএবি-তে অভিযোগ জানান আনন্দবাজার দলের কর্তারা। আম্পায়ার্স কমিটি সিদ্ধান্ত নেয়, বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয় দিন অরিন্দমের জায়গায় অন্য আম্পায়ার রাখা হবে। ইস্টার্ন রেল ৩০৩ রান করেছে। দ্বিতীয় ডিভিশনে বাটা-বেঙ্গল স্পোর্টিং ম্যাচের আম্পায়ার বিপ্লব বসুর অভিযোগ, তাঁকে খুনের হুমকি দেন বাটা ক্রিকেটাররা। তাঁদের দলের বিরুদ্ধে একটা এলবিডব্লিউ সিদ্ধান্ত দেওয়ায়। অ্যালবার্ট-সাউথ সুবার্বন ম্যাচে আম্পায়ার না থাকায় ম্যাচের স্কোরার আম্পায়ারিং করেন। লিগের অন্য ম্যাচে ডাবল সেঞ্চুরি করলেন মোহনবাগানের প্রিয়ঙ্কর মুখোপাধ্যায় (২০৫ নটআউট)। সেঞ্চুরি লক্ষ্মীরতন শুক্ল-র (১২৫)। তপন মেমোরিয়ালের বিরুদ্ধে ৮৫ ওভারে মোহনবাগান ৬১১-৯। টাউনের বিরুদ্ধে ঋতম পোড়েল (১০১), ইস্টবেঙ্গল ৩৮৫-৭। মিডিয়া ফুটবল: কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব আয়োজিত ফাইভ-এ-সাইড ফুটবলের সেমিফাইনালে উঠল স্পোর্টস ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন, সিএসজেসি, একদিন ও হিন্দুস্তান টাইমস। বুধবার কোয়ার্টার ফাইনালে আনন্দবাজার-সিএসজেসি, হিন্দুস্তান টাইমস-প্রয়াগ দুটো খেলাই গোলশূন্য থাকে। টাইব্রেকারেও দু’টি ম্যাচের নিষ্পত্তি হয়নি। টসের মাধ্যমে জেতে সিএসজেসি ও হিন্দুস্তান টাইমস।

মারপিটে ভাইচুং
বিতর্কে জড়ালেন ভাইচুং ভুটিয়া। বুধবার শিলংয়ে আই লিগ দ্বিতীয় ডিভিশনে ৩-৩ ড্র ম্যাচে বিপক্ষ গ্রীন ভ্যালির সাইডব্যাক অমল ঘোষের মুখে কনুই মারার অভিযোগ উঠল ইউনাইটেড সিকিমের ভাইচুংয়ের বিরুদ্ধে। পরিস্থিতি আরও খারাপ হয়, রেফারি গৌতম চক্রবর্তী ভাইচুংয়ের পরিবর্তে উল্টে অমলকেই হলুদ কার্ড দেখিয়ে দেওয়ায়। মাঠের মধ্যে দু’দলের ফুটবলারদের ঝামেলায় প্রায় দশ মিনিট খেলা বন্ধ থাকে। ম্যাচ কমিশনার মাঠে নেমে পরিস্থিতি সামাল দেন। গ্রীন ভ্যালির কোচ মৃদুল বন্দ্যোপাধ্যায় শিলং থেকে ফোনে বলছিলেন, “আমরা ফেডারেশনের কাছে রেফারির বিরুদ্ধে অভিযোগ করছি। ভাইচুং ঘুসি মারল, শাস্তি পেলাম আমরা।” এ দিকে কটকে অন্য ম্যাচে কালীঘাট মিলন সঙ্ঘ ৩-১ গোলে হারাল মহারাষ্ট্রের কেক্রে এফ সি-কে।

সচিনকে সব ম্যাচে খেলানো হোক, বললেন গাওস্কর
ভারতীয় টিম ম্যানেজমেন্ট চাইছে প্রথম তিন ব্যাটসম্যানকে ঘুরিয়ে ফিরিয়ে চলতি ত্রিদেশীয় সিরিজে খেলাতে। সেই মতো শোনা যাচ্ছে, পরের ম্যাচে সচিন তেন্ডুলকরকে বিশ্রাম দেওয়া হতে পারে। যা নিয়ে একদম খুশি নন সুনীল গাওস্কর। ভারতের কিংবদন্তি এই ক্রিকেটার বলেছেন, “সচিনকে প্রত্যেকটা ম্যাচে খেলানো উচিত। যদি রোটেশন নীতি নিতেই হয়, তা হলে আমার মতে সচিন, গম্ভীর আর সহবাগকে সব ম্যাচে খেলানো হোক। আর রোহিত শর্মা এবং সুরেশ রায়নার মধ্যে কাউকে বসানো যেতে পারে।”

জাতীয় যুব ভলিবলে
গ্রুপ লিগে বিহারকে হারানোর পর বাংলার মেয়েরা এ দিন হারাল ছত্রিশগড়কে। বুধবার রাজ্য সংস্থার মাঠে মেয়েরা ১৫-৫, ১৫-১১, ১৫-১৪ তে জয়ী হয়।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.