চিকিৎসায় দেরি হওয়ার দায় আমার, বলছেন যুবরাজ
তাঁর ক্যানসার চিকিৎসায় দেরি হওয়ার জন্য অন্য কেউ নয়, তিনি নিজে দায়ী বলে জানিয়েছেন যুবরাজ সিংহ। একই সঙ্গে তিনি ঘোষণা করেছেন, আরও শক্তিশালী হয়ে তিনি এই যুদ্ধ জিতে জিতে মাঠে ফিরবেন।
যুবরাজের বাবা যোগরাজ সিংহ বলেছেন, তাঁর ছেলের চিকিৎসা হতে দেরি হয়েছে। যোগরাজ বলেছেন, “আমি কাউকে দোষ দিতে চাই না। তবে আমার মনে হয় এত দেরি না করলে যুবরাজের অবস্থা আজ হয়তো অন্য রকম হতে পারত। আপনারা মনে করার চেষ্টা করুন দু’বছর আগে মোহালিতে যখন যুবরাজ একটা টি-টোয়েন্টি ম্যাচ খেলছিল তখন একটা ছয় মেরে সুরেশ রায়নার দিকে দৌড়ে যাচ্ছিল, তখন দেখা যাচ্ছিল ও খুব বাজে ভাবে কাশছে।” অনেক কষ্টে চোখের জল আটকে যোগরাজ যোগ করছেন, “আমার তখনই মনে হয়েছিল লক্ষণ ভাল নয়। আমি যুবিকে বলেছিলাম, ডাক্তার দেখিয়ে ভাল ভাবে সব পরীক্ষা করতে। কিন্তু ও বলে, আমি কোনও বাচ্চা ছেলে নই। সব ঠিক হয়ে যাবে।” তিনি আরও বলেন, “ছয় মাস আগে যে ডাক্তার ওর সমস্ত রিপোর্ট দেখেছিলেন তিনি হাত জোড় করে অনুরোধ করেন, যুবিকে আমেরিকা নিয়ে যাওয়ার জন্য। শেষ পর্যন্ত যে সেটা হয়েছে সেটাই ভাল ব্যাপার। না হলে আমি ভাবতেও পারছি না চিকিৎসাকে তুচ্ছ করে যদি যুবি অস্ট্রেলিয়া খেলতে যেত তা হলে কী সাংঘাতিক হত!”
‘আমি ভাল হয়ে উঠছি আস্তে আস্তে। নিশ্চয়ই আমার
লড়াই কঠিন। কিন্তু কঠিন সময় থাকে না, থাকে কঠিন
মানুষরা। আমি লড়াই করব। আরও শক্তিশালী হয়ে
ফিরব। কারণ আমার সঙ্গে গোটা জাতির প্রার্থনা রয়েছে!’
এ নিয়ে ওঠা নতুন বিতর্কের জেরে টুইটারে যুবরাজ এ দিন লিখেছেন, ‘আমি দেখছি কেউ কেউ আমার গুরুজি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডকে দায়ী করছে আমার চিকিৎসায় দেরি হওয়ার জন্য। এটা সম্পূর্ণ ভুল। চিকিৎসায় দেরি হওয়ার জন্য আমি নিজেই দায়ী। বোর্ড প্রেসিডেন্ট এবং বোর্ডের অন্যান্য সদস্য ভীষণ ভাবে আমার পাশে থেকেছেন। ওঁদের জন্যই আমি সেরা চিকিৎসা পাচ্ছি। ভারতীয় বোর্ডকে আমি আবার ধন্যবাদ জানাতে চাই।’
ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে ফিরে আসা ল্যান্স আর্মস্ট্রংয়ের সঙ্গে দেখা করে তাঁর থেকে অনুপ্রেরণা নিতে চান বলেও জানিয়েছেন যুবরাজ। লিখেছেন, ‘ল্যান্স আর্মস্ট্রংয়ের সঙ্গে দেখা করতে চাই। ওঁর থেকে প্রেরণা নিতে চাই।’ এ দিন বাঁ-হাতি ক্রিকেটার ফিজিও যতীন চৌধুরিকে নিয়ে তৈরি হওয়া বিতর্কেও জল ঢেলে দিয়েছেন। ‘যতীনই প্রথম সরকারি ভাবে যুবরাজের ক্যানসার হওয়ার খবর প্রকাশ্যে আনেন। ‘আমি দেখছি অনেকে যতীনকেও দোষারোপ করছে। কিন্তু ওর কোনও দোষই নেই। ও আমাকে সাহায্য করারই চেষ্টা করেছে।’ সমস্ত মহলকে ধন্যবাদ দিয়ে যুবরাজ লিখেছেন, ‘দেশে থাকা আমার সব ফ্যান, সমর্থক আর বন্ধুদের ধন্যবাদ। ধন্যবাদ মিডিয়াকেও। ওদের সাহায্যের জন্য আর আমার ব্যক্তিগত জীবনকে সম্মান করার জন্য।’ ক্রীড়ামন্ত্রী অজয় মাকেন, ওমর আবদুল্লা এবং নরেন্দ্র মোদীকে আলাদা করে ধন্যবাদ দিয়েছেন শুভকামনা পাঠানোর জন্য।
শেষে তাঁর শপথের কথা শুনিয়েছেন যুবরাজ। লিখেছেন, ‘আমি ভাল হয়ে উঠছি আস্তে আস্তে। নিশ্চয়ই আমার লড়াই কঠিন। কিন্তু কঠিন সময় থাকে না, থাকে কঠিন মানুষরা। আমি লড়াই করব। আরও শক্তিশালী হয়ে ফিরব। কারণ আমার সঙ্গে গোটা জাতির প্রার্থনা রয়েছে!’
হকি দলের স্পনসর সহারাই: ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেও, আইপিএল-এ তাদের টিম পুণে ওয়ারিয়র্স খেলবে কিনা এখনও অনিশ্চিত হলেও, সহারা ইন্ডিয়া গ্রুপ কিন্তু ভারতীয় হকি ফেডারেশনের সঙ্গে আরও পাঁচ বছরের জন্য তাদের স্পনসরশিপ চুক্তি বুধবার পুনর্নবীকরণ করল।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.