টুকরো খবর |
ধৌলিতে ট্যুরিস্ট বাস দুর্ঘটনায় চারজনের মৃত্যু |
সংবাদসংস্থা • ভুবনেশ্বর |
ওড়িশা রাজধানী ভুবনেশ্বরের উপান্তে বৌদ্ধ পর্যটনস্থল ধৌলি পাহাড়ে একটি ট্যুরিস্ট বাস দুর্ঘটনায় মৃত্যু ঘটল চারজন পর্যটকের। কমবেশি জখম হয়েছেন দু’টি শিশু-সহ ৩০ জন। গত কাল পুরী থেকে জনা চল্লিশ পর্যটককে নিয়ে বাসটি ধৌলি গিয়েছিল। মৃত ও জখম যাত্রীদের অধিকাংশই পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ছত্তীসগঢ়ের বলে জানা গিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইঞ্জিন চালু না করে ঢালু ঘোরানো পথ বেয়ে বাসটি নামানোর চেষ্টা করেছিলেন বাসের চালক। পুলিশের সন্দেহ, তাতেই বিপত্তি ঠঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে ধাক্কা খায় পথের পাশে নির্মিত কংক্রিটের প্রাচীরে। তারপর প্রাচীর ভেঙে প্রায় চল্লিশ ফুট নীচে গড়িয়ে পড়ে। স্থানীয় মানুষজনই দৌড়ে এসে উদ্ধারকার্যে হাত লাগান। চালক-সহ গুরুতর ভাবে আহত অন্তত ১৫ জনকে পাঠানো হয় ক্যাপিটাল ও এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালে। অনেকেরই হাত-পা ও মাথায় চোট লাগে। পুলিশ জানায়, দুর্ঘটনায় মৃতেরা হলেন সোমনাথ রায় (৮০), দুর্জন বেরথা (৬১), লক্ষ্মীপ্রিয়া মণ্ডল (২৬) ও তারুণীদেবী মাহাত (৫৫)। সোমনাথবাবুকে প্রথমে ক্যাপিটাল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে স্থানান্তরিত করা হয় কটকে এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালে। এসসিবিতে নিয়ে যাওয়ার পথেই মারা যান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, চালক বেশ জোরে বাসটি চালাচ্ছিলেন। সামনে দাঁড়িয়ে থাকা দু’টি বাসকে টপকাতে গিয়েই নিয়ন্ত্রণ হারান তিনি। চালকও গুরুতর ভাবে জখম হয়েছেন।
|
কুয়োয় মিলল যুবকের দেহ |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
কুয়োর মধ্যে মিলল এক মাস ধরে নিখোঁজ এক যুবকের মৃতদেহ। আজ সকালে ওই মৃতদেহ উদ্ধারের পর বিহারে নওয়াদা জেলার মহানন্দপুর গ্রাম এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। দোষীদের খুঁজে বার করার দাবিতে ক্ষুব্ধ এলাকাবাসী সকাল থেকে প্রায় তিন ঘণ্টা রাঁচি-পটনা রাস্তা অবরোধ করে রাখেন। পরে পুলিশ ও প্রশাসনের কর্তাব্যক্তিদের হস্তক্ষেপে অবরোধ ওঠে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৮ জানুয়ারি নওয়াদা জেলার আকবরপুরের বাসিন্দা অজয় কুমার ওরফে নবীন (৩০) নিখোঁজ হন। তাঁর বাড়ির লোকেরা এ ব্যাপারে আকবরপুর থানায় অভিযোগও দায়ের করেন। কিন্তু অজয়ের সন্ধান মেলেনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কারা অজয়কে খুন করল ও কেন এই হত্যা, তা নিয়ে এখনও ধন্দে পুলিশ। অজয় তাঁর গ্রাম আকবরপুরে একটি কোচিং সেন্টার চালাতেন।
|
অবশেষে চালু কোশী সেতু |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
প্রায় ৯ বছর পরে আম-জনতার জন্য বুধবার খুলে দেওয়া হল কোশী নদীর উপর তৈরি সেতুটি। ৪১৮ কোটি টাকা ব্যয়ে তৈরি প্রায় দু’কিলোমিটার দীর্ঘ সেতুটির উদ্বোধন করেন কেন্দ্রীয় সড়ক যোগাযোগ মন্ত্রী সি পি জোশী। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও।২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী এই সেতুর শিলান্যাস করেন। তারপর থেকে এই সেতুর কাজ কখনও হয়েছে, কখনও হয়নি। এই ভাবেই প্রায় ৯ বছর কেটে গিয়ে শেষ পর্যন্ত এই দীর্ঘ সেতুটি তৈরি হল। সুপোল জেলায় তৈরি এই সেতুর ফলে দ্বারভাঙা, মধুবনী, সহর্ষ, মোধেপুরা প্রভৃতি জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা এক ধাপ এগিয়ে গেল। একই সঙ্গে রাজধানী পটনার সঙ্গেও এই সব জেলার মানুষের যোগাযোগের রাস্তা আরও সহজ হল।
|
২১-এ পাকিস্তান যাচ্ছেন স্পিকার |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
লোকসভার স্পিকার মীরা কুমার এ মাসের শেষে পাকিস্তান সফরে যাচ্ছেন। গত বছরেই প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, সনিয়া গাঁধী ও স্পিকারকে পাক সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। মনমোহন-সনিয়ার কর্মসূচি চূড়ান্ত না হলেও ২১ ফেব্রুয়ারি সাংসদদের প্রতিনিধি দল নিয়ে এই প্রথম পাকিস্তান সফরে যাবেন মীরা কুমার। ঘটনাচক্রে পাকিস্তান সংসদের স্পিকারও মহিলা। গত বছর তিনি সার্ক সম্মেলনে যোগ দিতে দেশে আসেন। বিদেশ মন্ত্রক সূত্রের মতে, স্পিকারের এই সফরের মধ্যে দিয়ে একটি কূটনৈতিক বার্তাও দিতে চায় ভারত। সে দিক দিয়ে এই সফরকে দু’দেশের মধ্যে আস্থাবর্ধক পদক্ষেপ হিসাবেও দেখা যেতে পারে।
|
ঘুষ নেওয়ায় অভিযুক্ত মন্ত্রী |
সংবাদসংস্থা • হায়দরাবাদ |
চোলাই মাফিয়াদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠল অন্ধ্রপ্রদেশের আবগারি মন্ত্রী মোপিদেবী বেঙ্কটরামনের বিরুদ্ধে। দুর্নীতি দমন শাখার অভিযোগ, বেঙ্কটরামন ও আরও দু’জন বিধায়ক নিয়মিত ওই মাফিয়াদের কাছ থেকে টাকা নিতেন। পরিবর্তে মাফিয়ারা যাতে নিরাপদে ব্যবসা করতে পারে সে দিকে নজর রাখতেন। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন বেঙ্কটরামন। তিনি জানান, অভিযোগ প্রমাণ হলে পদত্যাগ করবেন। কৃষ্ণা ও বিজয়ওয়াড়া জেলায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে মদ বিক্রির খবর পেয়ে অভিযান চালায় দুর্নীতি দমন শাখা। তখনই বিষয়টি প্রকাশ্যে আসে।
|
সেনা কপ্টার নামল মাঠেই |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
যান্ত্রিক ত্রুটির কারণে শোণিতপুরের মিসামারি এলাকায় গ্রামের মাঠেই নামতে বাধ্য হল সেনা হেলিকপ্টার। পুলিশ ও সেনাসূত্রে খবর, আজ সকাল সাড়ে ৭টা নাগাদ সেনাঘাঁটি থেকে ওড়ে কপ্টারটি। ওড়ার পরেই তাতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। কঁচুবাড়ি গ্রামের বাসিন্দারা দেখেন, কপ্টারটি গ্রামের মাথায়, অল্প উঁচুতে চক্কর কাটছে। তা থেকে ধোঁয়া বের হচ্ছে। কিছু পরে কপ্টারটি পঞ্চায়েতের সামনের মাঠে জরুরি অবতরণ করে। পরে সেনা-ইঞ্জিনিয়ররা এসে ঘণ্টা তিনেক মেরামতির পর কপ্টারটি ফের সেনা-ছাউনির দিকে উড়ে যায়।
|
মারানদের বিরুদ্ধে মামলা |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
টুজি স্পেকট্রাম কাণ্ডে টাকা নয়ছয়ের অভিযোগে প্রাক্তন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী দয়ানিধি মারান ও তাঁর ভাই কলানিধি মারানের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করল এনফোর্সমেন্ট দফতর (ইডি)। অভিযোগ, টুজি স্পেকট্রাম বন্টনের সময়ে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাৎ করেছেন মারান ভাইয়েরা। ইডির দাবি, স্পেকট্রাম বন্টনের সময়ে এয়ারসেলকে বেআইনি ভাবে বাদ দিয়ে মালয়েশিয়ার সংস্থা ম্যাক্সিসকে সুযোগ করে দিয়েছিলেন মারান ভাইরা। সিবিআইও এই ঘটনায় আলাদা করে মারান ভাইদের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে।
|
উত্তরপ্রদেশে ভোট পড়ল ৬২-৬৪% |
সংবাদসংস্থা • লখনউ |
উত্তরপ্রদেশ ভোটের প্রথম দফার ৫৫টি আসনে ভোট পড়ল ৬২ থেকে ৬৪ শতাংশ। বুধবার সকালে বৃষ্টি হওয়ায় ভোট কম পড়লেও, বৃষ্টি থামার সঙ্গে সঙ্গেই বুথের বাইরে লাইন বাড়তে থাকে। আজ উত্তরপ্রদেশের ১০টি জেলায় ভোট ছিল। কয়েকটি বুথে ইভিএমে গোলযোগের অভিযোগ উঠলেও মুখ্য নির্বাচনী অফিসার উমেষ সিংহ জানান, ভোট নির্বিঘ্নেই হয়েছে।
|
বিষমদে মৃত ২৬ |
নিজস্ব সংবাদদাতা • কটক |
ওড়িশায় বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬। আরও অনেকে গুরুতর অসুস্থ অবস্থায় ভুবনেশ্বর ও কটকের হাসপাতালে ভর্তি। সকলেই সোমবার কটকের মাহীধরপাড়া থেকে দেশি মদ খেয়েছিলেন। যদিও জেলা কালেক্টর গিরিশ এস এন বিষমদে মৃত্যুর কথা উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, বিষাক্ত ওষুধ খেয়েই তাঁরা মারা গিয়েছেন।
|
খনিতে ধস, মৃত ৫ |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
বোকারো জেলার প্রেমনগরে একটি অবৈধ কয়লাখনির ছাদ ধসে পাঁচ মহিলা শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে কাল দুপুরে। মৃতদের নাম বলেশ্বরী দেবী, গীতা দেবী, কুন্তি দেবী, সঞ্জু দেবী এবং সোনু দেবী। এই পাঁচজনই গৃহবধূ। ঝিনঝিহারগট্টু গ্রামের বাসিন্দা ওই পাঁচ মহিলার ঘরেই শিশু সন্তান রয়েছে। পুলিশ জানিয়েছে, ওই অবৈধ কয়লা কনি থেকে প্রায় ৭০০ মিটার দূরে চন্দ্রপুরা রেল স্টেশন।
|
মুখ্যমন্ত্রীর দ্বারস্থ |
ছিটমহল বিনিময়ের দাবি বাস্তবায়নে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হল ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমণ্বয় কমিটি। বুধবার সংগঠনের সদস্যরা দ্রুত ছিটমহল বিনিময়ের দাবিতে কোচবিহারের জেলাশাসকের দফতরের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখান। জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে পরে তাঁরা একটি স্মারকলিপিও পাঠিয়েছেন। কমিটির সহকারি সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত বলেন, “ছিটমহল সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে এলে তাঁর সঙ্গে দেখা করার আর্জি জানিয়েছি।”
|
|