টুকরো খবর
ভারী যান চলাচলে নিয়ন্ত্রণ
কলকাতার মতোই সেক্টর ফাইভে মালবাহী গাড়ি চলাচলের সময়ের উপরে নিয়ন্ত্রণ আনছে বিধাননগর কমিশনারেট। এলাকা যানজট মুক্ত করতে অফিসটাইমে সেখানে ভারী যান চলাচল বন্ধ হচ্ছে। বুধবার ডি সি (ট্রাফিক) ভরতলাল মিনা জানান, সকাল আটটা থেকে বেলা বারোটা এবং সন্ধ্যা ছ’টা থেকে রাত আটটা পর্যন্ত পাঁচ নম্বর সেক্টরে মালবাহী গাড়ি চলাচল নিষিদ্ধ করা হচ্ছে। বিধাননগরে নতুন কমিশনারেট হওয়ার পরে ট্রাফিক ব্যবস্থাও ঢেলে সাজা হচ্ছে। উল্লেখ্য, তথ্যপ্রযুক্তি শিল্পতালুকের রাস্তা যানজট মুক্ত করতে সেখানে অফিসটাইমে পরীক্ষামূলক ভাবে রাস্তা একমুখী করেছিল পুলিশ। কিন্তু যত্রতত্র পার্কিং-এর কারণে তা ধাক্কা খেয়েছে। ফলে বুধবার ওই ব্যবস্থা বন্ধ রাখতে হয়েছে পুলিশকে। রাস্তা যানজট মুক্ত রাখতে রাস্তার ধারে যত্রতত্র বেআইনি পার্কিং-এর বিরুদ্ধে বুধবার থেকেই পুলিশি অভিযান চালু হয়েছে। আগামী দিনে ‘ওয়ান ওয়ে’ ব্যবস্থা পাকাপাকি ভাবে চালু হবে।
সিগন্যাল পোস্টগুলিতেও পুলিশ মোতায়ন করা হচ্ছে। পাঁচ নম্বর সেক্টর এবং সল্টলেক মিলিয়ে মোট আড়াইশো গ্রিনপুলিশও পথে নেমেছে। সেই সঙ্গে বিধাননগর কমিশনারেটের ন’টি থানা এলাকায় মোট আটটি ট্রাফিক গার্ড তৈরি হবে। বিমানবন্দরের ভিতরে ও বাইরে, কৈখালি, বাগুইআটি, নিউ টাউন, লেকটাউন, বিধাননগর এবং পাঁচ নম্বর সেক্টরে নতুন ট্রাফিক গার্ড তৈরি হবে। ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে বিধাননগর কমিশনারেট এলাকায় মোট সাড়ে চারশো গ্রিনপুলিশ নামানো হচ্ছে।

কলকাতার ৩ খাল সংস্কারে কেন্দ্রীয় সাহায্য চাইল রাজ্য
গঙ্গাকে নির্মল করতে কলকাতার তিনটি মজে যাওয়া খাল সংস্কারের দাবি জানাল পশ্চিমবঙ্গ সরকার। ন্যাশনাল গঙ্গা রিভার বেসিন অথরিটি (এনজিআরবিএ) প্রকল্পে বেলেঘাটা সার্কুলার খাল, টালি নালা ও কেষ্টপুর খাল সংস্কারের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের কাছে এই দাবি জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। আজ দিল্লিতে এনজিআরবিএ প্রকল্পের গত এক বছরের কাজের খতিয়ান পর্যালোচনা করতে বসেছিল কেন্দ্র। প্রণব মুখোপাধ্যায়ের সভাপতিত্বে ওই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গের প্রতিনিধিরা। রাজ্যের পক্ষ থেকে ওই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তিনি পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে পাঠান। বৈঠক শেষে ফিরহাদ বলেন, “রাজ্যের পক্ষ থেকে ২০১২-১৩ আর্থিক বছরে মোট ৭৩৮.৩৬ কোটি টাকার কেন্দ্রীয় সাহায্য চাওয়া হয়েছে।” যে অর্থের একটি বড় অংশ এখন কলকাতার তিনটি খাল সংস্কারের কাজ্যে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে সরকারের। এনজিআরবিএ প্রকল্প খাতে কেন্দ্রীয় অংশের পরিমাণও বৃদ্ধির দাবি জানিয়েছে রাজ্য। এর আগে গঙ্গা অ্যাকশন পরিকল্পনায় কেন্দ্র রাজ্যকে একশো শতাংশ আর্থিক সাহায্য করে থাকত। কিন্তু এখন এনজিআরবিএ প্রকল্পে কেন্দ্র ৭০ শতাংশ অর্থ দিয়ে থাকে। বাকি টাকা দিতে হয় রাজ্যকে। ফিরহাদ বলেন, “কেন্দ্রীয় অনুদান যাতে ৭০ থেকে বেড়ে ৯০ শতাংশ হয় তার জন্য প্রণববাবুর কাছে দাবি করা হয়েছে। তিনি ওই দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।” বৈঠকে ছিলেন রাজ্যের নগরোন্নয়ন সচিব দেবাশিস সেনও।

লুঠ ১০ লক্ষ, জেল দু’জনের
সিইএসসি-র গাড়ি থেকে ১০ লক্ষ টাকা লুঠের ঘটনায় দু’জনকে আট বছরের সশ্রম কারাদণ্ড দিল আলিপুর আদালত। বুধবার আলিপুর আদালতের তৃতীয় ফার্স্ট ট্র্যাক কোর্টের বিচারক নীলাঞ্জন দে এই নির্দেশ দেন। দণ্ডিত দু’জনের নাম মহম্মদ আফসার এবং ইমতিয়াজ খান। ১০ হাজার টাকা করে জরিমানাও দিতে হবে তাদের। অনাদায়ে আরও ১০ মাস জেলে থাকতে হবে। সরকারি আইনজীবী লীনা সরকার জানান, ২০০৩ সালের ১৪ ফেব্রুয়ারি দুপুরে ব্যাঙ্কে জমা দেওয়ার জন্য সিইএসসি-র একটি গাড়িতে প্রায় সাড়ে ১০ লক্ষ টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। বেলেঘাটার সিআইটি রোডে পাঁচ জন সশস্ত্র দুষ্কৃতী সেই গাড়ি আটকে টাকা লুঠ করে পালায়। কলকাতা গোয়েন্দা পুলিশ তদন্তে নেমে আফসার এবং ইমতিয়াজকে গ্রেফতার করে। বাকি তিন জন ঘটনার পর থেকেই ফেরার। আফসার সিইএসসি-রই কর্মী ছিল।

অঙ্কন প্রতিযোগিতা
স্বামী বিবেকানন্দের সার্ধশতবর্ষে ছাত্রছাত্রীদের জন্য রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম (এন্টালি) ১৯ ফেব্রুয়ারি এক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে। আশ্রম সূত্রে খবর, দু’টি বিভাগে ৬-১৩ বছর বয়সী ছেলেমেয়েরা এতে অংশ নিতে পারবে। আশ্রমে এসে নাম নথিভুক্ত করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। নাম দেওয়ার সময় রোজ দুপুর ১টা থেকে ৪টে (শনি ও রবিবার ছাড়া)।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.