টুকরো খবর
সিরিয়ায় ফের সংঘর্ষে হত ১৮ শিশু-সহ ৪০
হোমস শহরে আজ ফের বোমাবর্ষণে আরও উত্তপ্ত হয়ে উঠছে সিরিয়ার পরিস্থিতি। বিরোধীদের দাবি, আজকের হামলায় ৪০ জনেরও বেশি নিহত হয়েছেন। তার মধ্যে ১৮টি সদ্যোজাত শিশু। গত কালই দামাস্কাসে রুশ বিদেশমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে এক বৈঠকে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ আশ্বাস দেন, হিংসা থামিয়ে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী তিনি। সেই আশ্বাস যে নেহাতই ফাঁকা বুলি, তা আজকের হামলায় প্রমাণিত হয়ে গেল। হোমসের মতো আজ বোমা পড়েছে জাবাদানি ও হামা শহরেও। বিরোধীদের ঘাঁটি এই তিন শহরে চলছে লাগাতার রকেট ও মর্টার হানা। বিরোধী সূত্রে খবর, হাসপাতালের বিদ্যুৎ সংযোগ ব্যাহত হওয়ায় ইনকিউবেটরের মধ্যেই মারা গিয়েছে ১৮টি শিশু। মানবাধিকার সংগঠনগুলির দাবি, গত বছর মার্চ মাস থেকে সেনা-বিরোধীদের সংঘর্ষে মারা গিয়েছেন সাত হাজারেরও বেশি মানুষ। গত শনিবার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে সরিয়ে নতুন আরব লিগ গঠনের প্রস্তাবে ভেটো দেয় রাশিয়া এবং চিন। অন্য দিকে, নিরাপত্তার কারণে সোমবার থেকে সিরিয়ায় মার্কিন দূতাবাস বন্ধ করে দিয়েছে ওবামা প্রশাসন।

পাকিস্তানে হত ১০
উত্তর ওয়াজিরিস্তানের তাপ্পি অঞ্চলে আজ মার্কিন ড্রোন হানায় নিহত হয়েছে ১০ সন্দেহভাজন জঙ্গি। আজ সকালে দুটি ক্ষেপণাস্ত্র ফেলা হয় এই অঞ্চলে।

বৃথা কান্না
নিউ ইয়র্কে বরফের উপর দিয়ে কাঁদতে কাঁদতে দৌড়চ্ছে তিন বছরের চিনা শিশু। বাবাকে বলছে, এ বার কোলে নাও। কিন্তু বাবা অনড়। আধ ঘণ্টা ছেলেকে এ ভাবেই পাক খাইয়েছেন তিনি। ছেলেকে শক্তপোক্ত করে গড়ে তোলার জন্য শিক্ষাদানের এই ভিডিও ওয়েবসাইটে দিয়েছেন বাবাই। সঙ্গে সঙ্গে তোলপাড় ওয়েব দুনিয়ায়। ছেলে মানুষ করার এই পদ্ধতির তীব্র সমালোচনা করে কেউ কেউ বাবাকে আখ্যা দিয়েছেন ‘ঈগল-বাবা’। সংবাদসংস্থা এএফপি-র খবর, পরিবারের তরফে দাবি করা হয়েছে, জন্ম থেকে নানা রকম অসুস্থতা ছিল বাচ্চাটির। কিন্তু এ ভাবে মানুষ করার পরে সে দিব্যি রয়েছে। এর আগে কনকনে ঠান্ডা জলে তাকে সাঁতার কাটানোও হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.