টুকরো খবর
তৃণমূল কর্মীদের উপরে হামলায় গ্রেফতার ২০
কাঁকসার দোমড়ায় তৃণমূল কর্মীদের উপরে হামলার অভিযোগে সোমবার ২০ জন সিপিএম কর্মী-সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় এ দিনও পুলিশি টহল জারি ছিল। বিকেলে দোষীদের শাস্তির দাবিতে পানাগড়ে মিছিল করে তৃণমূল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একশো দিনের কাজ নিয়ে বচসার জেরে রবিবার বিকেলে তৃণমূলের কাঁকসা ব্লকের প্রাক্তন সভাপতি দেবদাস বক্সি, তৃণমূল কর্মী নবকুমার সামন্ত-সহ আরও কয়েক জন তৃণমূল কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ ওঠে সিপিএমের বিরুদ্ধে। গুরুতর জখম হন দেবদাসবাবু। সন্ধ্যায় কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় দোমড়ার সিপিএম নেতা তাপস দাস ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। দেবদাসবাবুর অভিযোগ, “আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল।” এর পরেই সোমবার তাপসবাবু-সহ মোট ২০ জনকে গ্রেফতার করা হয়। দলের জেলা (শিল্পাঞ্চল) সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়ের দাবি, “সিপিএম পরিচালিত ত্রিলোকচন্দ্রপুর পঞ্চায়েতের একশো দিনের প্রকল্পে অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করায় তৃণমূল কর্মীদের উপরে হামলা চালায় সিপিএম। পুলিশ দোষীদের গ্রেফতার করেছে।” অন্য দিকে, সিপিএমের কাঁকসা জোনাল সম্পাদক অলোক ভট্টাচার্যের পাল্টা দাবি, “সম্পূর্ণ মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে আমাদের দলের কর্মী-সমর্থকদের।” তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনাটি অন্য দিকে ঘুরিয়ে দিতেই এমন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

লরি চলাচল, পার্কিংয়ে নিয়ন্ত্রণ চাইছে পুলিশ
আসানসোলে যান চলাচলে কিছু নিয়ন্ত্রণ আনতে বেশ কিছু নতুন সিদ্ধান্ত নিল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। সোমবার কমিশনারেটের গোয়েন্দা প্রধান চন্দ্রশেখর বর্ধন ও এসিপি (ট্রাফিক) সুবিমল পাল যৌথ সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, বরাকর থেকে ছাতিপাথর পর্যন্ত জি টি রোডের দু’পাশে ৬ ফুট এলাকার মধ্যে কোনও গাড়ি পার্কিং করা যাবে না। এছাড়া ভগৎ সিংহ মোড় থেকে আসানসোল স্টেডিয়াম পর্যন্ত, ভগৎ সিংহ মোড় থেকে ২ নম্বর জাতীয় সড়কের সেন র্যালে মোড় পর্যন্ত, হাটন রোডের চৌমাথা থেকে রামধনি মোড় পর্যন্ত রাস্তার দু’দিকে ৬ ফুটের মধ্যে কোনও গাড়ি পার্কিং করা যাবে না। পণ্যবাহী লরি চলাচলের ক্ষেত্রেও কিছু বিধি-নিষেধ আরোপ করেছে পুলিশ। কুলটি পুরসভা নিউ রোড মোড় থেকে কালিপাহাড়ি পর্যন্ত জি টি রোডে, ২ নম্বর জাতীয় সড়কের সেন র্যালে মোড় থেকে আসানসোল যাওয়ার রাস্তায় এবং আসানসোল উত্তর থানার ধাদকা ও কাল্লা এলাকায় সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত কোনও পণ্যবাহী লরি চলাচল করতে পারবে না। তবে পুলিশ সূত্রে এ-ও জানানো হয়েছে যে, আসানসোলের কল্যাণপুরের কাছে রেলের যে একটি ইয়ার্ড আছে সেই ইয়ার্ডে পণ্য ওঠানো এবং নামানোর জন্য বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং দুপুর ৩টে থেকে বিকেল ৪টে পর্যন্ত সেন র্যালে রোডে পণ্যবাহী লরি চলাচল করবে।

দেওয়াল লিখন নিয়ে গোলমাল
দেওয়াল লিখনকে কেন্দ্র করে সোমবার হরিপুর কোলিয়ারিতে আইএনটিটিইউসি ও সিটু-র মধ্যে গোলমাল বাধে। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে পাণ্ডবেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। সিটু নেতা প্রাক্তন বিধায়ক মদন বাউড়ি অভিযোগ করেন, দিন পাঁচেক আগে তাঁদের দেওয়াল তৃণমূল দখল করে। তাঁরা কোনও বিবাদে না গিয়ে এ দিন সকালে আইএনটিটিইউসি-র সম্পাদক সমীর চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে অন্য একটি দেওয়ালে প্রচার লিখতে শুরু করেন। আইএনটিটিইউসি-র অন্য এক কর্মী স্বপন মণ্ডল দেওয়াল লেখার সময় সিটু কর্মী মদন চট্টোপাধ্যায়কে বাধা দিতে যান। তাঁর অভিযোগ, “সেই সময় সমীরবাবু ঝামেলা মেটান। কিন্তু তার পরেই আবার স্বপনবাবু সিটু নেতা বিজয় ঘোষকে বিনা প্ররোচনায় মারধর করেন। বিজয়বাবুর মাথা ফেটে গিয়েছে।” বিজয়বাবু জানান, স্বপনবাবুর বিরুদ্ধে তিনি পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ দিকে, আইএনটিটিইউসি নেতা দিনেশ সিংহ জানান, বিজয়বাবু, মদন চট্টোপাধ্যায়-সহ ৬ জন স্বপনবাবুকেই মারধর করেছে। স্বপনবাবু জানান, তিনি এই ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

সময়ে বেতন মেলেনি স্কুলে, ক্ষুব্ধ শিক্ষকেরা
মুখ্যমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও দুর্গাপুর মহকুমার বেশ কিছু স্কুলের শিক্ষক-শিক্ষিকারা মাসের প্রথম দিন বেতন পাচ্ছেন না বলে অভিযোগ। সোমবার ওই শিক্ষকদের তরফে মহকুমাশাসক (দুর্গাপুর) আয়েষা রানি এ-র কাছে লিখিত ভাবে অভিযোগ জানানো হয়। শিক্ষকদের পক্ষে দুর্গাপুর প্রজেক্টস বয়েজ হাই স্কুলের শিক্ষক জইনুল হক অভিযোগ করেন, প্রায় সব মাসেই তাঁরা দেরিতে বেতন পাচ্ছেন। মহকুমার ৬২টি স্কুলে শিক্ষকদের বেতন হয় নির্দিষ্ট সময়ে। কিন্তু ৪১টি স্কুলের ক্ষেত্রে এই সমস্যা দেখা দিচ্ছে। তাঁর দাবি, “সেপ্টেম্বরে বেতন এসেছিল ৮ অক্টোবর। এক মাত্র অক্টোবরের বেতন সময়ে এসেছিল।” মহকুমাশাসক (দুর্গাপুর) আয়েষা রানি এ জানান, শিক্ষা দফতরের সংশ্লিষ্ট আধিকারিক সম্প্রতি অবসর নেওয়ায় সাময়িক সমস্যা হয়েছে। জেলা বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করার আশ্বাস দেন তিনি।

কয়লা বাজেয়াপ্ত
বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ২০ টন কয়লা, ২৫০ টন ঝামা কয়লা, ২০টি সাইকেল, ২টি গরুর গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে এবং ৩ দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। আসানসোলের এডিসিপি ভাস্কর মুখোপাধ্যায় জানান, বেনালি, চুরুলিয়া প্রভৃতি এলাকায় রবিবার গভীর রাতে অভিযান চালানো হয়। আনন্দপুর থেকে উদ্ধার করা হয় ঝামা কয়লা। ওই ঝামা কয়লা আইসিএমএল থেকে চুরি করে এক জায়গায় জমা করা হচ্ছিল। পাচার করার আগেই তা পুলিশ বাজেয়াপ্ত করেছে।

আগ্নেয়াস্ত্র

হিরাপুরের সাঁতা গ্রাম সংলগ্ন ৮ নম্বর বস্তি এলাকায় যুবকের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ধৃত কালু বাউরিকে জেরা করে খুনে ব্যবহৃত একটি রিভলবার ও ২ রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করেছে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.