টুকরো খবর
মালদহে ট্যাক্সি চালককে মারধরে অভিযুক্ত পুলিশ
রাস্তায় বিকল হয়ে পড়া ট্যাক্সির কাগজপত্র দেখাতে না-পারায় চালককে মারধর করার অভিযোগ উঠেছে এক পুলিশকর্মীর বিরুদ্ধে। শনিবার দুপুরে ইংরেজবাজার থানার বাঁশুলিতলা মোড়ের কাছে ঘটনাটি ঘটেছে। আহত চালককে প্রথমে মালদহ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরে রাতে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে কেউ থানায় অভিযোগ করেননি। ওই ট্যাক্সিচালক-সহ স্থানীয় কয়েক জন বাসিন্দা পুলিশকে মারধর করেছে বলেও পাল্টা অভিযোগ তুলেছেন জেলা পুলিশ কর্তৃপক্ষ। মালদহের পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “ট্যাক্সিচালককে মারধর করা হয়েছে বলে কোনও অভিযোগ আমাদের কাছে নেই। ওই এলাকায় পুলিশকে জনতা আক্রমণ করেছিল বলে খবর পয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কোনও অভিযোগ পায়নি। বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।”হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জখম ট্যাক্সি চালকের নাম প্রশান্ত রবিদাস। বাড়ি বৈষ্ণবনগরের তেওয়ারিটোলায়। ওই এলাকার বাসিন্দা আসরাফুল ইসলাম ট্যাক্সিটি ভাড়া করে তাঁর বোনকে মালদহ শহরের এক বেসরকারি নাসিংহোমে ভর্তি করাতে যাচ্ছিলেন। দুপুর ১২টা নাগাদ বাঁশুলিতলা মোড়ের কাছে প্রশান্তবাবুর ট্র্যাক্সিটি খারাপ হয়ে যায়। প্রশান্তবাবু গাড়িটি ঠিক করছিলেন। ওই সময় টহলরত ট্রাফিক পুলিশের এএসআই পরিমল সিংহ গিয়ে গাড়িটি কেন রাস্তায় দাঁড়িয়ে রয়েছে তা জানতে চান। কাগজপত্র দেখতে চাইলে তর্ক শুরু হয়। অভিযোগ, তখনই টাকা চেয়ে না-পেয়ে চালককে মারধর করা হয়।

সময়ে ট্রেন না চলায় ক্ষোভ
ইন্টারসিটি এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার ট্রেন প্রতি রাতে শিলিগুড়ি থেকে দেরিতে আলিপুরদুয়ারে পৌছনোয় যাত্রী মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সময় মতো ট্রেন দুটি চলানোর দাবিতে রেল লাইন অবরোধের হুমকি দিয়েছে কালচিনি ব্লক কংগ্রেস। ক্ষুব্ধ ভারতীয় রেলের যাত্রী পরিষেবা কমিটির চেয়ারম্যান জোয়াকিম বাকলা নিজেও। তিনি কলচিনি ব্লকের হেমিল্টনগঞ্জের বাসিন্দা। জোয়াকিমবাবু বলেন, “ভুক্তভোগী যাত্রীদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের জন্য রেল আধিকারিকদের সঙ্গে আলোচনা করব।” উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের এডিআরএম ইন্দ্রজিৎ সিংহ বলেন, “আলিপুরদুয়ার জংশন থেকে শিলিগুড়ি জংশন রুটে সময় মেপে ট্রেন চলাচল করছে কিনা সেটা জানতে আমি নিজে স্পট ভিজিট করব। যাত্রীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।” যাত্রীদের অভিযোগ, ট্রেন দুটি ভোরে নির্ধারিত সময়ে আলিপুরদুয়ার জংশন থেকে ছেড়ে শিলিগুড়ির উদ্দেশে রওনা হলেও প্রায় প্রতি রাতে ফিরছে নির্ধারিত সময়ের অনেক পরে। কালচিনি ব্লক কংগ্রসের নেতা বাবলু মজুমদার বলেন, “দিনের পর দিন এটা চলছে। ব্যবস্থা না-নেওয়া হলে কালচিনিতে রেল অবরোধ আন্দোলন শুরু হবে।”

পরীক্ষার ফলপ্রকাশ
চলতি বছরে বিএ, বিএসসি, বিকম পরীক্ষার ‘হোম সেন্টার’ তুলে দিল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। এতদিন ছাত্রছাত্রীরা নিজেদের কলেজেই পরীক্ষা দিতেন। নতুন নিয়মে তাঁদের অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে। শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোপা দত্ত জানিয়েছেন, পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, সুষ্টু করার জন্য বিশ্ববিদ্যালয়ে সমস্ত কলেজে হোম সেন্টার তুলে দেওয়া হচ্ছে। ২০১২ সাল থেকেই সিদ্ধান্ত কাযর্কর করা হবে। এ দিন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের পার্ট-ওয়ান ও পার্ট-টু পরীক্ষার ফল প্রকাশ ঘোষণা করেন উপাচার্য। তিনি জানিয়েছেন, ২০১১ সালের পার্ট-ওয়ানে ৫৮.৯৪ শতাংশ ও পার্ট-টুতে ৮০.৫৪ শতাংশ ছাত্রছাত্রী পাশ করেছেন। আগামী ১৮ এপ্রিল থেকে ১১ মে’র মধ্যে স্নাতকস্তরের পার্ট থ্রি এবং তার পরে ১৫ মে থেকে ১১ জুলাই ২০১২ সালের পার্ট টু পরীক্ষার দিন ধার্য করা হয়েছে। গোপাদেবী জানান, বিশ্ববিদ্যালয়ে শূন্যপদে নিয়োগ শুরু করা হচ্ছে।

হোমগার্ডকে পিষে দিল গাড়ি
শহরের কেন্দ্রস্থলে ৩ জন পুলিশকর্মীর সামনেই এক ট্রাফিক হোমগার্ডকে পিষে দিয়ে গেল একটি পিকআপ ভ্যান। শনিবার সকাল সাড়ে ৮টা নাগাদ শিলিগুড়ি থানার হাসমিচক এলাকায় এই ঘটনায় মৃত হোমগার্ডের নাম নৃপেন ঘোষ (৫০)। বাড়ি নকশালবাড়িতে। প্রথমে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরে খালপাড়ার এক নার্সিংহোমে ভর্তি করানো হলে সেখানেই মারা যান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, এ দিন নৃপেনবাবু হাসমিচকে গাড়ি নিয়ন্ত্রণ করছিলেন। সেই সময়ে কোর্ট মোড়ের দিক থেকে আসা পিকআপ ভ্যানটি দ্রুতগতিতে সামনের একটি গাড়িকে ওভারটেকের চেষ্টা করার সময়ে নৃপেনবাবুর কোমরের উপর দিয়ে চলে যায়। রাত অবধি পুলিশ চালককে গ্রেফতার করতে পারেনি। তবে গাড়ি- মালিকের পরিচয় জানা গিয়েছে।

ক্যানালে সার বোঝাই ট্রাক
সার ভর্তি ট্রাক ক্যানালে পড়ে গিয়ে চালক জখম হয়েছেন। রবিবার সকালে আমবাড়ি ফাঁড়ির সাহুডাঙ্গির ক্যানেল মোড় এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রের খবর, এ দিন সকালে ফুলবাড়ি থেকে সার ভর্তি ট্রাকটি বেলাকোবা যাওয়ার পথে তিস্তা ক্যানালে পড়ে যায়। তার ঘন্টা খানেক পড়ে ফের ওই এলাকায় জলপাইগুড়িগামী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। তাতে ৮ জন যাত্রী জখম হন। প্রাথমিক চিকিৎসার পরে যাত্রীদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

ফাইনালে বুলান
জাগরণী সঙ্ঘ পরিচালিত সারা বাংলা সাবজুনিয়র দিনরাতের ক্রিকেট প্রতিযোগিতায় ফাইনালে উঠল বুলান ক্রিকেট অ্যাকাডেমি। শনিবার সেমিফাইনালে তারা দুর্গাপুর ক্রিকেট কোচিং সেন্টারকে ১৩ রানে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে বুলান ক্রিকেট অ্যাকাডেমি নির্ধারিত ২৫ ওভারে ৬ উইকেটে ১৬০ রান তোলে। সৌরভ পাল ৫১ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে দুর্গাপুর ক্রিকেট কোচিং নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৪৭ রান তুলতে সমর্থ হয়। আজ, ফাইনালে বুলান ক্রিকেট অ্যাকাডেমি মুখোমুখি হবে শিলিগুড়ির শুভজিৎ মৈত্র মেমোরিয়াল ক্রিকেট কোচিংয়ের।

বিবেক সেমিনার
শিক্ষা ক্ষেত্রে বিবেকানন্দের চিন্তাভাবনা নিয়ে সেমিনারের আয়োজন করেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষ উত্যাপন করতে আগামী ১৩ ফেব্রুয়ারি ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিত থাকার কথা। ওই দিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ ভবনের শিলান্যাস করবেন তিনি। রবীন্দ্রভানু মঞ্চে অনুষ্ঠান হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.