ইন্দিরা আবাস যোজনায় বরাদ্দ বৃদ্ধি ও ১০০ দিনের প্রকল্পে মহিলাদের বাড়তি সুবিধা দেওয়ার জন্য কেন্দ্র সরকারকে প্রস্তাব দেবে রাজ্য। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় শনিবার বোলপুরে এ কথা জানান।তিনি বলেন, “কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ ১৮ ফেব্রুয়ারি কলকাতায় আসছেন। ইন্দিরা আবাস যোজনায় গৃহ নির্মাণের জন্য ৪৫ হাজার টাকা দেওয়া হয়। ইট-সিমেন্টের দাম বেড়ে যাওয়ায় ওই প্রকল্পের বরাদ্দ বাড়িয়ে ১ লক্ষ টাকা করার প্রস্তাব দেওয়া হবে।” ১০০ দিনের প্রকল্পে পুরুষ ও মহিলাদের মজুরি পেতে এখন সমপরিমাণ মাটি কাটতে হয়। সুব্রতবাবু বলেন, “পুরুষদের থেকে কিছুটা কম মাটি কেটে মহিলারা যাতে সম পরিমাণ মজুরি পান, কেন্দ্রীয় মন্ত্রীকে তা দেখতে বলব।”
|
রাজ্য সড়ক নিগমের চেয়ারপার্সন হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার মহাকরণে তিনি এ খবর জানান। রাজ্যের নিজস্ব প্রায় সব সড়কের দায়িত্বই পূর্ত দফতরের হাত থেকে এই নিগমের নিয়ন্ত্রণে যাবে। মুখ্যমন্ত্রী এ দিন বলেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী যে ভাবে সোনালি চতুর্ভুজ সড়কের পরিকল্পনা ও রূপায়ণ করেছিলেন, আমরাও সেই ভাবে রাজ্যে সড়ক উন্নয়নের কাজ করব। তাতে কাজ অনেক সহজ এবং দ্রুত হবে।”
|
বায়ু দূষণের হাত থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে বাঁচাতে ধর্মতলা বাস টার্মিনাস অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ আগেই দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রায় বহাল রেখেছিল সুপ্রিম কোর্টও। এ বার সেই বাস টার্মিনাসের জন্য বিকল্প জমির খোঁজ শুরু করল রাজ্য সরকার। শনিবার মহাকরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, স্ট্র্যান্ড রোডের আশেপাশে কলকাতা বন্দরের কোনও জমি পাওয়া যায় কি না, তা দেখা হচ্ছে। পাশাপাশি হুগলি রিভার ব্রিজ কমিশনারস-এর সঙ্গেও জমি পাওয়ার ব্যাপারে কথা বলা হচ্ছে বলে জানান তিনি। |