রেষারেষি করতে গিয়ে সরস্বতী পুজোর বিসর্জনের শোভাযাত্রায় লরি ঢুকে পড়ায় মৃত্যু হল পাঁচ জনের। গুরুতর আহত ১২ জন। ক্ষিপ্ত জনতা দু’টি লরিতে আগুন লাগিয়ে দেয়। তবে চালক ও খালাসিরা পলাতক।
শনিবার রাত আটটা নাগাদ মুর্শিদাবাদের নবগ্রামে রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতদের নাম আসিরুদ্দিন শেখ (৪৮), ওজিব শেখ (৫৪), মিরজাহান শেখ (২৪) এবং গৌতম দাস (৩৫)। এক জনের নাম রাত পর্যন্ত জানা যায়নি। তবে সকলেই স্থানীয় গুঁড়ো গ্রামের বাসিন্দা। পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ বাহিনী। |
লরির চালক ও খালাসিদের খোঁজা হচ্ছে।” স্থানীয় সূত্রে জানা যায়, এ দিন ছিল বিসর্জনের শেষ তারিখ। গ্রামের একটি পুকুরে প্রতিমা নিরঞ্জনের আগে শোভাযাত্রা বেরিয়েছিল। তখনই নবগ্রাম-খড়গ্রাম রাজ্য সড়কের দু’টি লরির মধ্যে রেষারেষি চলছিল। গুঁড়ো গ্রামের বাসস্ট্যান্ডের কাছে উল্টো দিক থেকে আসা বিসর্জনের মিছিলের সামনে পড়ে একটি লরি গতি কমাতেই পিছনেরটি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। কিছু বুঝে ওঠার আগেই শোভাযাত্রার মধ্যে ঢুকে পড়ে মাল বোঝাই লরিটি। ঘটনাস্থলেই মারা যান চার জন। হাসপাতালের পথে আরও এক জনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পরেই দু’টি লরির চালক ও খালাসিরা পালায়। প্রায়ান্ধকার রাস্তায় আর্তনাদ আর কান্না শুনে ছুটে আসেন আশপাশের গ্রামের বাসিন্দারা। তাঁরাই আহতদের নবগ্রাম ব্লক হাসপাতালে পাঠান। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহত ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। ক্ষিপ্ত জনতা দু’টি লরিতেই আগুন ধরিয়ে দেয়। পুলিশ ও দমকল পৌঁছনোর আগেই সেগুলি পুড়ে ছাই হয়ে যায়। |
গণপ্রহারে হত ২ যুবক নদিয়ায়
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
শনিবার রাতে নদিয়ার রানাঘাট থানার লিচুবাগানে গণপিটুনিতে দু’জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, এক জনের নাম সুমন দেবনাথ (২৪)। অন্য জনের পরিচয় জানা যায়নি। নদিয়ার এসপি সব্যসাচী রমন মিশ্র বলেন, ‘‘মৃত ব্যক্তির বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। পুলিশ তদন্ত শুরু করেছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সন্ধ্যায় তোলাবাজি করতে এলাকায় চার যুবক আসে। বাসিন্দাদের সঙ্গে বচসা শুরু হয়। সে সময়ে চিৎকারে এলাকার কয়েক’শো মানুষ হাজির হয়। পরিস্থিতি বুঝে দু’জন পালিয়ে যায়। গণপিটুনিতে অপর দু’জন ঘটনাস্থলেই মারা যায়। |